KKR in IPL 2024: মুম্বাইয়ের ম্যাচে এই গল্প মিলে গেলেই KKR এর স্বপ্ন পূরন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সপ্তাহের শেষে আবার আইপিএলের ঝলমলে আলোয় মেতে উঠবে কলকাতার ইডেন গার্ডেন্স। মুম্বইয়ের মুখোমুখি হবে শাহরুখ খানের KKR. এটাই কলকাতায় এই মরশুমে কলকাতা নাইট রাইডার্সের শেষ ম্যাচ। এই মুহূর্তে লিগ টেবিলে এক নম্বরে আছে কলকাতা। আর মুম্বই একেবারে শেষে।

ফলে ১১ মে, অর্থাৎ শনিবার ইডেন গার্ডেন্সের IPL ম্যাচটা হতে চলেছে ফার্স্ট বয়ের সঙ্গে লাস্ট বয়ের লড়াই। স্বাভাবিকভাবেই বেশ কিছুটা এগিয়ে থেকে হার্দিক পান্ডিয়ার মুম্বইয়ের বিরুদ্ধে নামবেন সুনীল নারিন’রা।

এই মুহূর্তে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একেবারে শীর্ষস্থানে অবস্থান করছে KKR. এখনও পর্যন্ত ১১ টি ম্যাচ খেলে ৮ টিতে জিতেছে, ৩ টি হেরেছে। সবচেয়ে বড় কথা বাকি দলগুলোর থেকে নেট রেটে অনেকটা এগিয়ে কলকাতা। ১.৪৫৩ রান রেট নিয়ে কলকাতার যা অবস্থান তাতে তাদের টপকে যাওয়া বাকি দলগুলোর পক্ষে কার্যত অসম্ভব।

এই মুহূর্তে আইপিএল টেবিলের যা অবস্থা তাতে খাতায়-কলমে এখনও প্লে অফে না গেলেও এই বিরাট রান রেটের দৌলতে কলকাতার প্লে অফে চলে যাওয়া কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। খুব বড় অঘটন না ঘটলে লিগের শেষ তিনটে ম্যাচে KKR হারলেও তাদের প্লে অফে যাওয়া কার্যত নিশ্চিত। তবে সোমবার ইডেন গার্ডেন্সে মুম্বইকে যদি কলকাতা হারিয়ে দেয় তবে লিগের প্রথম দুটি দলের মধ্যে থাকা নিশ্চিত হয়ে যাবে। ফলে ফাইনালে ওঠার জন্য প্লে অফে কলকাতা দুটো সুযোগ পাবে।

আরো পড়ুনঃ বাতিল ২৫,৭৫৩ জনের মধ্যে যোগ্যদের বেছে নেবে SSC! কিন্তু কোন প্রক্রিয়ায়? 

এই মুহূর্তে লিগ টেবিলের যা অবস্থা তাতে রাজস্থান ছাড়া বাকি কারোর কলকাতাকে টপকে যাওয়া সম্ভব নয়। তবে শেষ দুটি ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ ও দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসকে হারানোয় কলকাতার আরও কিছুটা সুবিধা হয়ে গিয়েছে।

অবশ্যই এবারের আইপিএলে বিধ্বংসী ফর্মে আছে কলকাতার দেশি-বিদেশী সব ক্রিকেটার। কোন‌ও দলই KKR-এর সামনে সেভাবে দাঁড়াতে পারছে না। সেখানে আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বই দলীয় সমীকরণ থেকে শুরু করে মাঠের পারফরম্যান্স সবেতেই যেন ব্যাকফুটে।

আরো পড়ুনঃ গ্যাসের দাম আরো ১০০ টাকা পর্যন্ত কমে যাবে, এইভাবে বুক করলেই

আগের ম্যাচে MI এর সূর্য কুমার যাদব সেঞ্চুরি করেছিলেন। তবে ভারতীয় ক্রিকেটের স্কাই-এর চোট আছে। সেই চোট সারিয়ে তিনি ইডেনে নামতে পারেন কিনা সেটাও দেখার। পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রোহিত শর্মা তাঁর প্রিয় মাঠ ইডেনে নেমে ফর্মে ফেরেন কিনা সেই অপেক্ষাতেও আছেন হিটম্যান ভক্তরা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment