লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ-র কথা ঘোষণা করা হয়। ২০২৪ সালের জানুয়ারি মাস থেকেই সেই ডিএ হিসাব করা হচ্ছে। ফলে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫০% করে ডিএ পাচ্ছেন। কিন্তু তাঁদের প্রাপ্তি এখানেই থেমে যাচ্ছে না। লোকসভা নির্বাচন শেষ হলেই আরও হাজার হাজার টাকা বেতন বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।
জল্পনা শুরু হয়েছে, খুব শীঘ্রই অষ্টম পে কমিশন বা বেতন কমিশনের কথা ঘোষণা করতে পারে কেন্দ্র। লোকসভা নির্বাচনে প্রক্রিয়া মিটলেই সেই ঘোষণার সম্ভাবনা দেখছেন অনেকেই। এর পিছনে অবশ্য যুক্তি আছে। তবে সম্প্রতি এই বিষয়টি নিয়ে দাবি জানিয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রককে চিঠি লিখেছে ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার অ্যাসোসিয়েশন।
কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের বেতন কাঠামো কী হবে, তাঁদের কোন ভাতা কতটা দেওয়া উচিৎ, কোন হিসেবে পদোন্নতি হবে এই সব কিছুই নির্ধারণ করে পে কমিশন। এই পে কমিশন একটি সাংবিধানিক ব্যবস্থা। ফলে আর পাঁচটা সাধারণ রিপোর্টের থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে পে-কমিশন যে সুপারিশ করে থাকে তার গুরুত্ব অনেক বেশি। কেন্দ্রীয় সরকারের একটি সূত্র মারফত খবর, অষ্টম পে কমিশন যে ভোট মিটলে যে কোনও সময় ঘোষণা করা হতে পারে। এর হাত ধরে আগামী দিনে বিপুল বেতন বেড়ে যেতে পারে সরকারি কর্মীদের।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সর্বনিম্ন বেসিক পে মাসে ১৮,০০০ টাকা। একটি সূত্র থেকে বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের এই সর্বনিম্ন বেসিক পে বেড়ে অন্ততপক্ষে ২৬,০০০ টাকা হতে পারে। উল্লেখ্য একজন কর্মীর মোট বেতন বেসিক পে’র উপর ভিত্তি করে আরও নানান ভাতা জুড়ে শেষ পর্যন্ত অনেকটাই বেশি হয়।
আরো পড়ুনঃ মা-বাবাকে বোকা বানিয়ে স্কুল ফাঁকির দিন শেষ! স্কুলে স্কুলে নতুন নিয়ম
সেক্ষেত্রে বেসিক পে যদি এক ধাক্কায় ৮০০০ টাকা বেড়ে যায় তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মোট বেতন যে অনেকটাই বৃদ্ধি পাবে তা আর বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে গ্রেড-এ ও এক্সিকিউটিভ পর্যায়ের সরকারি কর্মীদের বেতন অষ্টম পে কমিশনের হাত ধরে বিপুলভাবে বাড়তে চলেছে বলে আশা করা হচ্ছে।
প্রথমে মনে করা হয়েছিল, লোকসভা ভোট ঘোষণার আগেই অষ্টম পে কমিশন তৈরির কথা ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার। যদিও শেষ পর্যন্ত মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি করেই থেমেছে কেন্দ্র। তাই আশা করা হচ্ছে ভোট প্রক্রিয়া মিটলে অষ্টম পে কমিশনের সিদ্ধান্ত আসতে পারে।
এ ক্ষেত্রে অষ্টম পে কমিশনের সব কিছু পর্যালোচনা করে রিপোর্ট পেশ এবং তা লাগু হয়ে বেতন বৃদ্ধি হতে প্রায় ১০ বছর সময় লাগবে বলে ওয়াকিবহাল মহল সূত্রে খবর। উল্লেখ্য, সপ্তম পে কমিশনের হাত ধরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বিপুলভাবে বৃদ্ধি পায়। অথচ এই পে কমিশনের নোটিফিকেশন জারি হয়েছিল ২০১৩ সালে যা বাস্তবায়িত হয় ২০১৬ সালে। এর পরবর্তী প্রক্রিয়া মিটিয়ে বেতন বৃদ্ধি পেতে অনেকটাই সময় লেগে যায়।
তবে একটা বিষয় পরিষ্কার, অষ্টম পে কমিশনের হাত ধরে বিপুলভাবে লাভবান হতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তবে এই বিষয়ে সরকার অফিশিয়ালি কিছু না জানানোয় চিন্তায় আছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ইউনিয়নগুলি।
আরো পড়ুনঃ ১টি ২টি না! DA বৃদ্ধির পর এতগুলো ভাতা বাড়ালো কেন্দ্রীয় সরকার
সাধারণত ১০ বছর অন্তর একটি করে পে-কমিশন গঠন করা হয়। কিন্তু সপ্তম পে কমিশন গঠন করার পর প্রায় একযুগ পেরিয়ে গিয়েছে এখনও অষ্টম পে কমিশনের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় সরকার। তাই কোনও কোনও মহল থেকে আবার আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, তৃতীয়বার ক্ষমতায় ফিরলে মোদি সরকার পে কমিশন বিষয়টাই তুলে দিতে পারে।