শুধু ক্যামেরার সামনে দাঁড়ালেই হবে, ফিঙ্গারপ্রিন্ট বা ওটিপি লাগবে না! চালু হল আধারের নতুন নিয়ম

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতে আধার কার্ড সব থেকে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। এবার এই আধার কার্ডের ব্যবহার আরো সহজ এবং দ্রুত করতে সরকার নতুন একটি প্রযুক্তি চালু করতে চলেছে। এবার থেকে শুধুমাত্র ক্যামেরার সামনে দাঁড়ালেই হবে। কোনরকম ফিঙ্গারপ্রিন্ট বা ওটিপি লাগবে না। অর্থাৎ, আর আঙ্গুলের ছাপ বা ওটিপির কোন ঝামেলা পোহাতে হবেনা। 

সরাসরি ফেস অথেন্টিকেশন বা মুখের ছবি দিয়েই আধার কার্ডের সব কাজ সম্পন্ন করা যাবে। এই নতুন নিয়মে গোটা দেশে আধার সংক্রান্ত পরিষেবা আরো সহজ এবং সুরক্ষিত হতে পারে বলে আশা করা যাচ্ছে।

নতুন নিয়ম কীভাবে কাজ করবে?

আধার কার্ডের এই নতুন নিয়ম অনুযায়ী, আধার সংক্রান্ত যেকোনো কাজ করতে গেলে আর কার্ডের প্রয়োজন হবে না। পরিবর্তে ব্যবহারকারীরা শুধু মুখের ছবি দিয়েই তার পরিচয় যাচাই করতে পারবে।

এই প্রযুক্তি চালু হলে ব্যাংক, ই-কমার্স, স্বাস্থ্য পরিষেবা এবং ভ্রমণের ক্ষেত্রে আধার ভেরিফিকেশন আরো সহজ হবে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য এই পদ্ধতি বিশেষ উপযোগী হবে। কারণ অনেক সময় তাদের আঙ্গুলের ছাপ স্পষ্ট থাকে না বা ওটিপি পাওয়া যায় না।

নকল আধার রুখতে বড় পদক্ষেপ

নতুন ফেস অথেন্টিফিকেশন প্রযুক্তি চালু হলে আধার কার্ড সংক্রান্ত সমস্ত জালিয়াতি মুক্তি পাবে। অনেকক্ষেত্রেই দেখা যায় ভুয়ো আধার কার্ড তৈরি করে প্রতারণা করা হয়। কিন্তু এই নতুন নিয়ম কার্যকর হলে একমাত্র আসল ব্যক্তি ছাড়া অন্য কেউ আর আধার কার্ড ব্যবহার করতে পারবে না। ফলে আধারের নিরাপত্তা অনেকটাই বেড়ে যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সাধারণ মানুষ কী কী সুবিধা পাবে?

আধারের এই নতুন নিয়মের মাধ্যমে সাধারণ মানুষ যে সুবিধাগুলি পাবে সেগুলি হল-

  • শুধুমাত্র ক্যামেরার সামনে দাঁড়ালেই এবার ভেরিফিকেশন হয়ে যাবে। 
  • হাতের আঙ্গুলের ছাপ না মিললেও মুখের ছবি দিয়ে সরাসরি ভেরিফিকেশন করা যাবে। 
  • আধার কার্ডের তথ্য সুরক্ষিত থাকবে এবং জালিয়াতি হ্রাস পাবে।
  • ফেস অথেনটিকেশনের মাধ্যমে আধার কার্ডের তথ্য দ্রুত যাচাই করা যাবে। 

আরও পড়ুন: বাড়িতে বসেই মোটা টাকা আয়, Google AdSense দিয়ে এভাবে মাসে ১ লক্ষ টাকা আয় করুন

নতুন এই নিয়ম কার্যকর হলে আধার কার্ড সংক্রান্ত সমস্ত কাজ আরও দ্রুত ও নির্ভরযোগ্য হবে বলে আশা করা যাচ্ছে। আধার কার্ডের ভেরিফিকেশন এখন আগের চেয়ে অনেক সহজ হয়ে যাবে, যা সাধারণ মানুষের সময় এবং পরিশ্রম দুটোই বাঁচিয়ে দেবে তবে। এই এই প্রযুক্তির কার্যকারিতা পুরোপুরি বোঝার জন্য এখনো অপেক্ষা করতে হবে। কারণ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোন কিছু ঘোষণা করেনি।

Leave a Comment