Jio Payments Bank: জিও পেমেন্টস ব্যাঙ্কে জিরো ব্যালেন্স একাউন্ট খুলুন, আর পান এইসব সুবিধা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 ভারতের সবথেকে বড় টেলিকম কোম্পানী হলো জিও (Jio), এই টেলিকম পরিষেবার সাথে বর্তমানে  ব্যাংকিং পরিষেবা ও যুক্ত হয়েছে। আপনি ‘My Jio’ অ্যাপের মধ্য দিয়ে জিও পেমেন্ট ব্যাঙ্কে Zero Balance Account খুলতে পারেন। এই অ্যাকাউন্ট খোলার পর আপনি ডিজিটাল ডেবিট কার্ড ও ইউপিআই লেনদেনে এবং ৩.৫ শতাংশ সুদের‌ও সুবিধা পেতে পারেন।

আপনি অনলাইনের মাধ্যমে Jio Payment Bank-এ কীভাবে জিরো ব্যালান্স অ্যাকাউন্ট খুলবেন ও এই অ্যাকাউন্টের কী কী সুবিধা রয়েছে, সেই বিষয়ে যাবতীয় তথ্য আজকের এই প্রতিবেদনে জানা যাবে।

বিভিন্ন ক্ষেত্রে মানুষকে বর্তমানে অনেক জায়গায় খুচরো লেনদেন করতে হয়, সেক্ষেত্রে ফোনপের ক্ষেত্রে অনেকে বিল পেমেন্ট করে ও ছোট ছোট দোকান গুলিতেও বিভিন্ন সময় দেখা যায় যে ফোনপে, গুগল পে ও কিউয়ার কোড দিয়ে দেয় পেমেন্ট করার জন্য।

আপনিও যদি এরকম একাধিক লেনদেন করে থাকেন বা করতে উৎসাহী হন তাহলে নিজের মূল সেভিংস অ্যাকাউন্টের বদলে যে কোনো পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন।

Jio Payment Bank এ আপনি বিনামূল্যে Zero Balance Account খুলতে পারবেন। এখন আপনার মনে হতে পারে জিও পেমেন্ট ব্যাংকের সুবিধা কী কী?

Jio Payment Bank-এর Zero Balance Account এ আপনি অনেক গুলি সুবিধা পাবেন, যেমন- 

(১) প্রথমত, এই অ্যাকাউন্টে আপনি ৩.৫% হারে সুদ পাবেন, এছাড়া এতে কোনো লুকোনো চার্জ লাগে না। এমনকি এই পেমেন্ট ব্যাঙ্কে কোনো সর্বনিম্ন ব্যালান্স রাখার ও দরকার  নেই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

(২) আপনি অনলাইন ও অফলাইন পেমেন্ট করতে চাইলে সে ক্ষেত্রে ডিজিট্যাল ডেবিট কার্ড পাবেন।

(৩) এছাড়া UPI এর মাধ্যমে মোবাইল রিচার্জ ও বিল পেমেন্ট ইত্যাদি করতে পারবেন। আপনি অনলাইনের মাধ্যমে বাড়ি বা অফিস যেখানে খুশি বসেই অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন।

(৪) এছাড়া প্রতিমাসে ব্যাঙ্ক স্টেটমেন্টস ও SMS সতর্কতার পরিষেবা বিনামূল্যে পাবেন। অর্থাৎ আপনার ফোনে এসএমএস এলেও সেই এসএমএসের চার্জ বাবদ আপনার কাছ থেকে কোন টাকা কাটা হবে না।

এখন আপনার মনে হতে পারে যে জিও পেমেন্ট ব্যাংকে আপনি কি ভাবে অনলাইনে জিরো ব্যালেন্স একাউন্ট খুলবেন? এর জন্য আপনাকে যে কোনো টেলিকম কোম্পানির সিম রাখতে হবে, অর্থাৎ জিও ছাড়া অন্য যে কোন কোম্পানির সিম হলেই চলবে। এরপর Zero Balance Account টি খোলার জন্য  আপনাকে আধার কার্ড ও প্যান কার্ড রাখতে হবে ও নিম্নলিখিত স্টেপ গুলি ফলো করতে হবে।

আরো পড়ুনঃ ফ্রি সেলাই মেশিন দিচ্ছে সরকার, এইরকম করে আবেদন করতে হবে

জিও পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে খোলা যাবে?

প্রথম ধাপে, প্লেস্টোর থেকে ‘My Jio’ অ্যাপ ইনস্টল করুন ও নিজের মোবাইল নম্বর দিয়ে লগইন করুন,এরপর ‘Bank’-এ ক্লিক করলেই আপনার নিবন্ধিত মোবাইল নম্বর SMS-এর মাধ্যমে যাচাই হয়ে যাবে।

দ্বিতীয় ধাপে, আপনাকে চার সংখ্যার একটি MPIN দিতে হবে ও ‘Create an account’-এ ক্লিক করতে হবে। এইবার আপনার ফোনে আবার   OTP আসবে।

তৃতীয় ধাপে, সমস্ত শর্তাবলী স্বীকার করে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বিকল্প বেছে নিন ও নিজের প্যান কার্ডের নম্বর ও আধার কার্ডের নম্বর দিয়ে দিন। আপনার আধার কার্ডের সাথে নিবন্ধিত মোবাইল নম্বরে এবার একটি OTP আসবে, সেটি  যাচাই করে নিন।

চতুর্থ ধাপে, আপনাকে আধার কার্ডের তথ্য দিতে হবে ও নিজের ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে, এইবার আপনার আয় সংক্রান্ত তথ্য দিন ও নমিনি হিসেবে একজনের নাম দিয়ে তার যাবতীয় তথ্য প্রদান করে ফর্ম ফিলআপ করুন। একজন এজেন্ট ভিডিও কলের মাধ্যমে আপনার ভিডিও KYC করবে, এই KYC সম্পন্ন হলেই আপনার অ্যাকাউন্ট খুলে যাবে।

Leave a Comment