রিলায়েন্স জিও এবার তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এবার দারুণ একটি অফার। সাশ্রয়ী মূল্যের একটি প্রিপেইড প্ল্যানে এবার JioHotstar-এর ফ্রি সাবসক্রিপশন দিচ্ছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। অর্থাৎ, এখন থেকে JioCinema Premium ও Disney+ Hotstar Premium প্রিমিয়াম কনটেন্ট একসঙ্গে উপভোগ করতে পারবে জিও গ্রাহকরা।
জিও সম্প্রতি JioHotstar নামে একটি নতুন প্ল্যাটফর্ম চালু করেছে যেখানে বিনোদন, লাইভ স্পোর্টস সবকিছু একসঙ্গে পাওয়া যাবে। চলুন দেখে নেওয়া যাক জিওর এই প্রিপেইড প্ল্যানের সম্পূর্ণ সুবিধা এবং শর্তাবলী।
৯৪৯ টাকায় জিওর প্রিপেইড প্ল্যানের সুবিধা
জিওর ৯৪৯ টাকার এই প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা যে সুবিধাগুলি পাবে সেগুলি হল-
- এই প্ল্যানে ৮৪ দিনের মেয়াদ থাকবে।
- প্রতিদিন ২GB করে মোট ১৬৮GB ডাটা দেওয়া হবে।
- যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা দেওয়া হবে।
- প্রতিদিন ১০০টি করে এসএমএস এর সুবিধা দেওয়া হবে।
- অতিরিক্ত খরচ ছাড়াই জিও 5G অ্যাক্সেস দেওয়া হবে।
- JioHotstar-এর ৯০ দিনের বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হবে।
JioHotstar সাবস্ক্রিপশন কেন গুরুত্বপূর্ণ?
JioHotstar-এর মাধ্যমে এখন একটি প্ল্যাটফর্মে JioCinema Premium ও Disney+ Hotstar Premium-এর সমস্ত কন্টেন্ট উপভোগ করা যাবে। এই কনটেন্টের মধ্যে যা যা থাকছে সেগুলি হল-
- বলিউড ও হলিউড সিনেমা,
- এক্সক্লুসিভ ওয়েব সিরিজ,
- লাইভ স্পোর্টস যেমন- আইপিএল, ক্রিকেট ম্যাচ, ফুটবল,
- জনপ্রিয় টিভি শো,
- অ্যানাইম এবং ডকুমেন্টারি,
- দশটি ভারতীয় ভাষায় কন্টেন্ট।
JioHotstar ইতিমধ্যেই Disney, NBCUniversal Peacock, Warner Bros. Discovery HBO, এবং Paramount-এর মধ্যে সংস্থাগুলির সঙ্গে পার্টনারশিপ করেছে। যার ফলে গ্রাহকরা এখন আন্তর্জাতিক মানের কন্টেন্ট সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন: চাকরির দরকার নেই, ঘরে বসে এই ব্যবসা করুন! মাসে আয় হবে লক্ষ লক্ষ টাকা
এই প্ল্যানটি কীভাবে অ্যাক্টিভ করবেন?
এই প্ল্যানটি অ্যাক্টিভ করতে হলে মাই জিও অ্যাপ থেকে ৯৪৯ টাকার প্ল্যানটি রিচার্জ করতে হবে। সফলভাবে রিচার্জ করার পর JioHotstar সাবস্ক্রিপশন স্বয়ংক্রিয়ভাবেই আপনার ফোনে অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর JioHotstar অ্যাপে গিয়ে জিও আইডি দিয়ে লগইন করুন এবং সমস্ত কন্টেন্ট উপভোগ করুন।
জিওর এই নতুন অফার সেই সমস্ত গ্রাহকদের জন্য দুর্দান্ত, যারা নিয়মিত OTT কনটেন্ট এবং লাইভ স্পোর্টস দেখতে পছন্দ করেন। মাত্র ৯৪৯ টাকায় ৮৪ দিনের বৈধতা, ডেটা, ভয়েস কলের সুবিধা পেয়ে যাবেন এখন গ্রাহকরা, সঙ্গে মিলবে বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন।