২ বছরের জন্যে ইউটিউব প্রিমিয়াম ফ্রিতে দিচ্ছে Jio, এখনই এই প্ল্যানটি রিচার্জ করুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নতুন বছরের শুরুতেই গ্রাহকদের জন্য ধামাকা একটি অফার নিয়ে আসলো রিলায়েন্স জিও। এবার Jio Fiber এবং Jio Air Fiber গ্রাহকদের জন্য বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম পরিষেবা দিচ্ছে। এই বিশেষ অফারের মাধ্যমে জিও পুরোনো গ্রাহকদের সন্তুষ্ট করতে এবং নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে চাইছে।

কী অফার দিচ্ছে জিও?

জিও-এর নতুন অফারে ইউটিউব প্রিমিয়াম সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। তবে এটি মোবাইল রিচার্জের জন্য নয়, বরং Jio Fiber এবং Jio Air Fiber ব্যবহারকারীদের জন্যই প্রযোজ্য হবে। ৮৮৮ টাকা থেকে শুরু করে ৩৪৯৯ টাকা পর্যন্ত যে কোন প্ল্যান রিচার্জ করলে জিও-র তরফ থেকে এই সুবিধা দেওয়া হবে।

সাধারণত ইউটিউব প্রিমিয়াম পরিষেবার জন্য প্রতি মাসে ১৪৯ টাকা খরচ করতে হয়। তবে এই অফারে আপনি বিনামূল্যে ইউটিউবের বিজ্ঞাপন মুক্ত ভিডিও দেখার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে গান শুনতে পারবেন।

কীভাবে পাবেন এই সুবিধা? 

এই অফারটি পাওয়ার জন্য আপনাকে MyJio অ্যাপ অথবা জিও এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগইন করতে হবে। এরপর ইউটিউব প্রিমিয়াম ব্যানারে ক্লিক করে ইউটিউব একাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে।

সাইন ইন করলেই বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম পরিষেবা ব্যবহার করতে পারবেন। তবে মনে রাখবেন, এটা শুধুমাত্র Jio Fiber এবং Jio Air Fiber ব্যবহারকারীদের জন্যই প্রযোজ্য এবং নূন্যতম ৮৮৮ টাকার প্ল্যান থাকতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অন্যান্য সুবিধা

যারা  Jio-তে রিচার্জ না করে ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করতে চান তাদের জন্য একটি বিকল্প ব্যবস্থা রয়েছে। ইউটিউব নতুন ব্যবহারকারীদের ১ থেকে ৩ মাস সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম ফিচার ব্যবহার করার সুযোগ দেয়। তবে সেই মেয়াদ শেষ হলে প্রতি মাসে ১৪৯ টাকা বা প্রতি বছরে ১৪৯০ টাকা রিচার্জ করতে হয়। এছাড়া একবারে পুরো বছরের সাবস্ক্রিপশন নিলে ২ মাস ফ্রি পরিষেবা পাওয়া যায়। 

আরও পড়ুন: রিলায়েন্স জিও আনল ২০২৫-এর সেরা প্ল্যান, একবার রিচার্জ করলেই প্রচুর সুবিধা

জিওর উদ্দেশ্য

গত বছর মোবাইল রিচার্জের মূল্যবৃদ্ধির কারণে জিও কিছু গ্রাহক হারিয়েছিল। সেই ক্ষতিপূরণ করতে এবং গ্রাহকদের আরো সুবিধা দিতে এই ধামাকা অফার নিয়ে এসেছে। নতুন বছরে এই অফার গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে এটাই আশা করা যাচ্ছে। 

জিওর এই উদ্যোগ গ্রাহকদের জন্য দারুন একটি খবর। ইউটিউব প্রিমিয়ামের মত একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম পরিষেবা ফ্রিতে পেতে হলে অনেকেই জিও ফাইবার এবং জিও এ আর ফাইবারJio Fiber এবং Jio Air Fiber পরিষেবা গ্রহণে আগ্রহী হবেন। নতুন বছরের শুরুতেই এই অফার জিওকে আরো শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।

Leave a Comment