আমরা অনেকেই ভেবে থাকি, ব্যাংকে টাকা রাখা মানে সেই টাকা নিরাপদ। বিশেষ করে সেভিংস একাউন্টে (Savings Bank Account) টাকা রাখলে তো চিন্তার কোন কারণ নেই। এই ধারণাই ছিল এতদিন সবার মধ্যে। কিন্তু আপনি কি জানেন, আপনার সেভিংস একাউন্টে অতিরিক্ত টাকা জমে গেলে বিপদে পড়তে পারেন? হ্যাঁ, এমনকি ৬০% পর্যন্ত করও দিতে পারে।
টাকা সঞ্চয় করা মানেই কি বিপদ?
না, এমনটা নয়। টাকা সঞ্চয় করাটা কোন বিপদের ব্যাপার না। কিন্তু বিষয়টা জটিল হয়ে যায় তখনই, যখন আপনার মূলধনের সঙ্গে আপনার আয়ের মিল থাকে না। আর তখনই আয়কর বিভাগ সন্দেহ করে। বিশেষ করে এখন ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে সরকারের নজর তীক্ষ্ণভাবে নজর রাখছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক এই বিষয়ে কিছু স্পষ্ট কিছু নিয়মও তৈরি করেছে।
কী বলছে রিজার্ভ ব্যাংকের নিয়ম?
ভারতীয় রিজার্ভ ব্যাংকের নয়া নিয়ম অনুযায়ী, একটি আর্থিক বছরে সেভিংস অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকার বেশি নগদ টাকা জমা করলেই আয়কর বিভাগের নজরে আসবেন। পাশাপাশি আপনি যদি সেই টাকার উৎস ব্যাখ্যা করতে না পারেন, তাহলে আপনার উপর ৬০% পর্যন্ত কর ধার্য করা হতে পারে। এমনকি ব্যাংকগুলি রিপোর্টের মাধ্যমে এই ধরনের লেনদেন আয়কর বিভাগকে জানাতে বাধ্য।
১০ লক্ষের বেশি টাকা জমা হলে কী হবে?
আপনার ব্যাংকে যদি দেখা যায়, আপনি ১০ লক্ষ টাকার বেশি নগদ টাকা জমা রেখেছেন, তাহলে ব্যাঙ্ক সরাসরি আয়কর দপ্তরকে জানিয়ে দেবে। এরপর আয়কর বিভাগের পক্ষ থেকে আপনি নোটিশ পেতে পারেন। আর তখন আপনাকে প্রমাণ করতে হবে যে, এই টাকার উৎস কী এবং আপনার আয়ের সঙ্গে এই টাকা মিলছে কিনা। যদি আপনি সঠিক কাগজপত্র না দেখাতে পারেন, তাহলে সেই টাকা বাজেয়াপ্ত করা হতে পারে। এমনকি তার উপর ৬০% পর্যন্ত কর এবং জরিমানাও ধার্য করা হতে পারে।
প্যান কার্ড দিয়ে লেনদেন
আমরা সকলেই জানি, ব্যাঙ্কিং লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড এক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। সূত্র বলছে, ৫০ হাজার টাকার বেশি নগদ টাকা জমা দিতে গেলে প্যান কার্ড আবশ্যক। আর এর উদ্দেশ্য হল জাল টাকা, কর ফাঁকি এবং অর্থ পাচার রোধ করা।
আরও পড়ুন: ১লা মে থেকে দেশজুড়ে বন্ধ ডিম ও মুরগি বিক্রি! কেন এমন সিদ্ধান্ত?
দামি জিনিস কিনলেও সাবধান হন
আপনি যদি খুব দামি কোন স্মার্টফোন, ল্যাপটপ বা ডিজিটাল ক্যামেরা বা অন্যান্য উচ্চমূল্যের কোন জিনিস কিনে থাকেন, তাহলে এখন থেকেই সাবধান হন। কারণ এই সমস্ত জিনিসের বিল ও চালান রেখে দেওয়া খুবই জরুরী। নাহলে আয়কর কর্তৃপক্ষ আপনার আয় অনুযায়ী কেনাকাটার হিসাবও চাইতে পারে।
সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখা মানেই নিরাপদ, এই ধারণা যতটা সত্যি, ততটাই গুরুত্বপূর্ণ সঠিক নিয়ম মেনে চলা। কারণ নিয়ম না মানলেই আপনাকে গুনতে হবে মোটা অংকের জরিমানা। এমনকি ভবিষ্যতে বিপদের সম্মুখীনও হতে পারেন। তাই এখন থেকেই সঞ্চয় করুন। কিন্তু সতর্ক হয়ে এবং সঠিক নিয়ম মেনে।