Insurance New Rule: বিমার জন্য ১ এপ্রিল থেকে নতুন নিয়ম চালু হবে, আগের থেকে এটি অনেক ভালো

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতে বিমা (Insurance) এর ক্ষেত্রে মূলত জীবন বিমা ও স্বাস্থ্য বিমার চল বেশি। তবে আজকাল অনেকেই বাড়ি, গাড়ি, সম্পত্তি ইত্যাদির বিমাও করছেন। এদিকে দেশের সর্ববৃহৎ বিমা সংস্থা হল লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা LIC. এটি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা।

তবে এখন Tata AIA, Bajaj Allianz, Birla Sun Life, SBI Life সহ আরও বহু বিমা সংস্থা বাজারে চলে এসেছে। তাদেরও গ্রাহক যথেষ্ট সংখ্যায় আছে। এই সরকারি-বেসরকারি সমস্ত বিমা সংস্থার ক্ষেত্রেই এক বড় পরিবর্তন আসতে চলেছে ১ এপ্রিল থেকে। রাত পেরিয়ে নতুন মাস পড়লেই বদলে যাবে বিমা ক্ষেত্রের অতি গুরুত্বপূর্ণ নিয়ম।

আপনি জীবন বিমা, স্বাস্থ্য বিমা, গাড়ির বিমা, বাড়ির বিমা বা অন্য যা কিছু করে থাকুন না কেন, বিমার এই নিয়ম পরিবর্তনের প্রভাব গ্রাহক হিসেবে আপনার উপরেও পড়বে। তবে বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় সরকার এই যে নিয়মের পরিবর্তন আনছে তাতে গ্রাহকদের মঙ্গল হবে।

১ এপ্রিল থেকে প্রতিটি বিমার যাবতীয় নথি ব্যক্তিগত বিশেষ ডিজিটাল অ্যাকাউন্টে সংরক্ষণ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন যারা বিমা করবে তাদের ক্ষেত্রে তো বটেই, পুরনো ইন্সুরেন্স পলিসি হোল্ডারদের ক্ষেত্রেও এই নতুন ডিজিটাল অ্যাকাউন্টে যাবতীয় নথি সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এরফলে অচিরেই ভারতীয় বিমা ব্যবস্থা পেপারলেস হয়ে উঠবে বলে বিশেষজ্ঞদের একাংশের ধারণা।

নতুন ব্যবস্থায় প্রত্যেক গ্রাহক, যাদের নামে কোন‌ও না কোনও বিমা আছে, তাদের জন্য একটি করে বিশেষ নিরাপদ ডিজিটাল অ্যাকাউন্ট খোলা হবে। সেখানেই বিমা সংক্রান্ত যাবতীয় নথিপত্র সংরক্ষিত থাকবে। কত তারিখ, কোন সংস্থায় কী বিমা করেছেন, কত টাকা প্রিমিয়াম দিয়েছেন, মাসে মাসে বা বছরে কত টাকা প্রিমিয়াম দিতে হয়, আপনার পলিসি নম্বর, পলিসির শর্ত, ম্যাচিওর করলে কত টাকা পাবেন এইসব যাবতীয় তথ্য সেখানে রাখা থাকবে।

এর ফলে গ্রাহকদের বিমার সার্টিফিকেট পেপার বা পেমেন্টের রিসিট কপি হারিয়ে গেলেও ক্লেম করার ক্ষেত্রে আগামী দিনে আর কোনও সমস্যা হবে না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জানা গিয়েছে, নতুন ব্যবস্থার ফলে স্রেফ বিমার পলিসি নম্বর মনে রাখলেই যাবতীয় নথি বার করে ফেলা যাবে। এমনকি পলিসি নম্বর ভুলে গেলেও অসুবিধা নেই। সংশ্লিষ্ট বিমার সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেটি দিয়েও ডিজিটাল অ্যাকাউন্ট থেকে সমস্ত তথ্য পেয়ে যাওয়া যাবে। তবে বিশেষজ্ঞদের একাংশ জানিয়েছেন, এই ডিজিটাল অ্যাকাউন্ট অনেক বেশি নিরাপদ হতে হবে। না হলে বিমা গ্রাহকরা সাইবার প্রতারণার শিকার হতে পারেন।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 মাত্র ৫২৯ টাকায় গ্যাস সিলিন্ডার! ১ এপ্রিল থেকে আগের সুবিধা নতুন করে চালু হচ্ছে

👉 ১ টি বা ২ টি নয়! ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে এতগুলো নিয়ম

👉 এপ্রিল মাসে এই ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, সম্পূর্ণ লিস্ট দিল RBI

👉 ছুটির লিস্টে ছিল না এই ৭ দিন, তবুও সবার জন্য ছুটি থাকবে

👉 DA এর পর এবার DR-ও বেড়ে গেল, এপ্রিল মাস থেকে ঢুকবে বেশি টাকা

👉 চেক বাউন্স হলেই বিপদ! ১৫ দিনের মধ্যেই নেওয়া হবে অ্যাকশন

Leave a Comment