বছরে মিলছে ৭৫,০০০ টাকা, প্রধানমন্ত্রী চালু করল সেরা স্কলারশিপ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দেশের এমন অনেক বহু ছাত্র-ছাত্রী রয়েছে, যারা অর্থের অভাবে মাঝপথে পড়াশোনা থামিয়ে দেয়। হ্যাঁ, মেধা থাকলেও স্বপ্ন পূরণ করতে পারে না। বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা পেশাদার ডিগ্রি অর্জনের পথে এগোতে চায়, তাদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আর্থিক অভাব। তাই সেই সমস্যা সমাধান করার জন্য কেন্দ্র সরকার নিয়ে এসেছে বিশেষ উদ্যোগ- প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম ২০২৫ (PM Scholarship 2025)।

এই স্কিমের এর মূল উদ্দেশ্য কী?

এই স্কলারশিপ প্রকল্পটি মূলত ছাত্র-ছাত্রীদের পড়াশোনার খরচ মেটানোর জন্য নয়, বরং তাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্যই দেওয়া। বিশেষ করে সেনা বা আধা সামরিক বাহিনী কিংবা রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কর্মীদের সন্তান বা অনগ্রসর শ্রেণীর মেধাবী পড়ুয়াদের জন্য এই স্কিম আনা হয়েছে।

জানা গিয়েছে, যারা B.Tech, MBBS, BBA, MBA, B.Sc Nursing, BDS, MCA বা অন্য কোনও উচ্চশিক্ষা কিংবা পেশাদার কোর্সে ভর্তি হয়েছে, এমনকি উচ্চমাধ্যমিকে ৬০% বা তার বেশি নম্বর পেয়েছে, তারাই একমাত্র এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং প্রতি মাসে মোটা অংকের স্টাইপেন্ড পাবে।

এই স্কলারশিপে কী কী সুবিধা মিলবে?

জানা গিয়েছে, ছাত্র হলে প্রতি মাসে ২৫০০ টাকা করে বছরে ৩০,০০০ টাকা, অর্থাৎ তিন বছরে মোট ৭৫,০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড মিলবে। যদি ছাত্রী হয়, তাহলে প্রতি মাসে ৩০০০ টাকা এবং বছরে ৩৬,০০০ টাকা হিসেবে মোট তিন বছরে ৭৫,০০০ টাকা স্টাইপেন্ড মিলবে। 

আরপিএফ কর্মীর ছেলে হলে প্রতি মাসে ২০০০ টাকা করে বছরে ২৪,০০০ টাকা স্কলারশিপ মিলবে। পাশাপাশি আরপিএফ কর্মীর মেয়ে হলে প্রতি মাসে ২২৫০ টাকা করে বছরে ২৭,০০০ টাকা স্কলারশিপ মিলবে।

কখন আবেদন করতে হয় এই স্কলারশিপে?

জানা গিয়েছে, এই স্কলারশিপের স্ট্যাটাস প্রকাশিত হয় ৮ জুলাই, ২০২৫ এবং আবেদন শুরু হয় জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই। এমনকি ১৫ আগস্ট আবেদনের শেষ তারিখ। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন। সবথেকে বড় ব্যাপার, এই স্কলারশিপে সেপ্টেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু হয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবেদন কীভাবে করবেন?

কেন্দ্রীয় সরকারের এই স্কলারশিপে আবেদন করার জন্য অনলাইনে সাহায্য নিতে হবে। এর জন্য প্রথমে NSP পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আধার নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি বা ব্যাংকের সমস্ত তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করে ফর্ম রিভিউ করতে হবে। তারপর ফাইনাল সাবমিশন করতে হবে। 

আরও পড়ুন: মিনিমাম ব্যালেন্স না রাখলেও আর কাটবে না চার্জ, বিরাট সুখবর শোনাল PNB সহ পাঁচ ব্যাঙ্ক

কারা আবেদন করতে পারবে?

 কেন্দ্র সরকারের এই স্কলারশিপে আবেদন করার জন্য কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল—

  • আবেদনকারীকে সেনা, আধা সামরিক বাহিনী কিংবা আরপিএফ কর্মীর সন্তান হতে হবে।
  • আবেদনকারীকে অনগ্রসর ক্যাটাগরির প্রার্থী হতে হবে।
  • যেকোনো পেশাদার কোর্সে ভর্তি হতে হবে। 
  • উচ্চ মাধ্যমিকে ৬০% বা তার বেশি নম্বর পেতে হবে। 
  • ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকতে হবে।

Leave a Comment