টাকায় হোলির রঙ লাগলে বাতিল? কিন্তু RBI বলছে অন্য কথা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সোমবার দোলের আনন্দে সারা বাংলাজুড়ে মানুষ মেতে উঠেছিল। আর মঙ্গলবার হোলি উপলক্ষে রং খেলবে বাকি দেশের বাসিন্দারা। বসন্ত উৎসবের আনন্দ প্রায় সকলেই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন। কিন্তু প্রতিবছরের মতো এবারও দোলের পরেই অনেককে একটি চিন্তা ঘিরে ধরতে পারে। তা হল রং লাগা নোট কীভাবে বাজারে চালাব!

আসলে প্রতি বছরই দেখা যায় রং খেলতে গিয়ে অনেকেরই পকেটে থাকা টাকায় বা নোটে রং লেগে গেছে। আসলে ভুলবশত সেই নোটগুলো অন্যত্র অনেকেই সরিয়ে রাখেন না। তার ফলে রং লেগে সেগুলো একেবারে রঙিন হয়ে ওঠে।

দোলের পরের দিন থেকে এই নোট বাজারে চালাতে গিয়ে মানুষকে বারবার ঠোক্কর খেয়ে ফিরতে হয়। এই অভিজ্ঞতা কমবেশি অনেকেরই আছে। দোকানদাররা কিছুতেই দোলের রং লাগা নোট নিতে চান না। এমনটা যদি এবার আপনার সঙ্গে হয়ে থাকে তবে এই প্রতিবেদনটা মন দিয়ে পড়ুন, তাহলেই বাঁচার সলুক সন্ধান পেয়ে যাবেন।

আপনার নোটে রং লাগলে কী করবেন?

রং লাগা নোট বাজার-হাটে দোকানদাররা যেভাবে প্রত্যাখ্যান করেন তাতে অনেকেই মনে করে থাকেন এগুলো বুঝি বেআইনি হয়ে গিয়েছে বা রং লাগা নোট আসলে অবৈধ। তাই দোকানদাররা বোধহয় নিতে চাইছে না।

এক্ষেত্রে প্রথমেই একটা কথা জেনে রাখুন, নোটে রং লাগা মানেই সেটি বাতিল বা অকেজো হয়ে পড়ে না। বরং দোকানদাররা আপনার থেকে ওই নোট নিতে না চেয়ে অন্যায় করছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম বলছে, রং লেগে কোন‌ও নোটের সিকিউরিটি মার্কগুলো যতক্ষণ না বিকৃত হচ্ছে ততক্ষণ সেটি সম্পূর্ণরূপে বৈধ। অর্থাৎ নোটের রং লেগেছে মানেই সেটি দিয়ে লেনদেন করা যাবে না বিষয়টা মোটেও এমন নয়।

তবে এরপরেও রং লাগা নোট বাজারে চালাতে অসুবিধা হলে সোজা নিকটবর্তী কোন‌ও ব্যাঙ্কের শাখায় গিয়ে নোটটি বদলে ফেলুন। এমনকি সেই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট না থাকলেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ আইন অনুযায়ী ওই নোট বদলে সমপরিমাণ অর্থ আপনাকে দিতে বাধ্য।

তবে এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের একটি নির্দেশিকা আছে, যাকে বলা হয় ক্লিন নোট পলিসি। এর মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক প্রত্যেক ভারতীয় নাগরিককে নোট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পরামর্শ দিয়ে থাকে।

তবে শুধু রং লাগা নোট নয়, ছেঁড়া-ফাটা নোট নিয়েও নানান রকম সমস্যা বিভিন্ন সময়ে দেখা যায়। তেমন পরিস্থিতিতে পড়লে কী করবেন সেটাও দেখে নিন-

নোটের উপর পেন দিয়ে লিখলেও তা বৈধ

১০ টাকা, ২০ টাকার নোটের উপর পেন দিয়ে লেখা থাকলেও তা বৈধ। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, পেন দিয়ে লেখা নোট অবৈধ বলে তারা ঘোষণা করেনি। ফলে এই সংক্রান্ত যে খবর ছড়িয়েছে তা ভুয়ো। তবে ক্লিন নোট পলিসি মেনে তারা ব্যবহারকারীদের নোটের উপর পেন বা পেন্সিল কোন‌ও কিছু দিয়েই না লেখার আহ্বান জানিয়েছে। তাতে একটি নোট অনেক বেশি দিন ভাল থাকে বলে আরবিআই-এর বক্তব্য।

ছেঁড়া নোট নিয়ে টাকা দিয়ে দেয় ব্যাঙ্ক?

আপনার কাছে যদি ছেঁড়া নোট থাকে তবে নিয়ে সোজা ব্যাঙ্কের শাখায় চলে যান, পুরো অর্থ পেয়ে যাবেন। এক্ষেত্রে মাথায় রাখবেন নোটটা যদি গোটা বা তার পুরো অংশটাই থাকে তবে সম্পূর্ণ অর্থ পাবেন। আর নোটে যদি অর্ধেকটা বাদ চলে যায় তবে আপনি অর্ধেক টাকা পাবেন। অর্থাৎ একটি বৈধ ৫০০ টাকার নোটের অর্ধেক অংশ নিয়ে ব্যাঙ্কে জমা করলে আপনি মাত্র ২৫০ টাকা পাবেন।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 DA-এর পর বেসিক পে নিয়েও সুখবর দিল সরকার, লাখ লাখ কর্মীর মুখে হাসি ফুটল

👉 ১৬ তম কিস্তির ২০০০ টাকা দিতে শুরু করল সরকার, টাকা না ঢুকলে এটা করুন

👉 ৩১ মার্চ শেষ দিন! যা করার এই কদিনেই করুন, সরকার আর সুযোগ দেবে না

👉 মেয়ের পড়াশোনা আর বিয়ের জন্য চিন্তা নেই, এই প্রকল্পে নাম লেখালেই ৭০ লাখ টাকা

👉 আধার কার্ড সক্রিয় রাখতে এই ২ টি কাগজ আপডেট করুন, আর এতদিন পাবেন সুযোগ

Leave a Comment