পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য একটি দারুন সুখবর। রাজ্যের ভূমি দপ্তরের গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তিন বছরের চুক্তিভিত্তিক এই চাকরিতে প্রতি মাসে ১৩ হাজার টাকা বেতন দেওয়া হবে। এখানে কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা রয়েছে, নিয়োগ পদ্ধতি এবং অন্যান্য তথ্য আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হল।
পদের নাম এবং শূন্যপদ
এখানে যে পদে নিয়োগ করা হচ্ছে তা হল- ডাটা এন্ট্রি অপারেটর (গ্রুপ সি) এবং এখানে মোট ১৯ টি শূন্যপদ রয়েছে।
আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা
এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার সংক্রান্ত ন্যূনতম ৬ মাসের প্রশিক্ষণ থাকা আবশ্যক। তবে স্নাতক স্তরে ন্যূনতম ৬০% নাম্বার থাকা প্রয়োজন। আবেদনকারীকে পূর্ব মেদিনীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স সীমা
এই পদে আবেদন করার জন্য নূন্যতম বয়স চাওয়া হয়েছে ২১ বছর এবং সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ৪৫ বছর। বয়স হিসেব করতে হবে ০১/০১/২০২৫ তারিখ অনুযায়ী।
বেতন কাঠামো
এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে ১৩,০০০/- টাকা বেতন প্রদান করা হবে। পাশাপাশি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন নিযুক্ত প্রার্থীরা।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীরা ভূমি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
এখানে আবেদনের শেষ তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫। তবে আবেদন করার আগে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে দেখে নিতে হবে।
আরও পড়ুন: ১৫ জানুয়ারি থেকে BSNL বন্ধ করছে এই গুরুত্বপূর্ণ পরিষেবা, এবার লক্ষাধিক ব্যবহারকারী বিপদে পড়বে
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ৫০ নম্বরের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। এরপর ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষাটি হবে ৯ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে।
এই চাকরিটি চুক্তিভিত্তিক হলেও কর্মক্ষমতার ভিত্তিতে চুক্তি বাড়ানো হতে পারে। আরো তথ্যের জন্য হেল্প লাইন নাম্বারে (03228-263070/127) যোগাযোগ করতে পারেন।