উজ্জলা যোজনা এখন অতীত। এসে গেল তার থেকেও বড় প্রকল্প? এবার বিনা পয়সায় রান্নার গ্যাস সিলিন্ডার পাবে ভারতের নির্দিষ্ট ক্যাটেগরির মানুষ। ১৯ এপ্রিল অর্থাৎ শুক্রবার প্রথম পর্যায়ের ভোটগ্রহণের মাত্র ৪৮ ঘণ্টা আগে জানা গেল এই বিরাট চমকের কথা।
রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে মোদি সরকারের আমলে সন্তোষ ও অসন্তোষের কথা কারোর অজানা নয়। বিজেপি সরকারের আমলেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হু হু করে বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালে বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় আসে সেই সময় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৫০০ টাকারও কম ছিল।
কিন্তু গত এক দশকে বাড়তে বাড়তে তা এক সময় ১১০০ টাকা পেরিয়ে যায়। তবে বর্তমানে ধাপে ধাপে কিছুটা কমে ৮০০ টাকার আশেপাশে এসে দাঁড়িয়েছে। তবে বিজেপি সরকারের আমলে রান্নার গ্যাস সিলিন্ডারে সবচেয়ে বেশি সুবিধা পান উজ্জলা যোজনার গ্রাহকরা।
এই উজ্জ্বলা যোজনা প্রকল্পের মাধ্যমে দেশের ৯ কোটিরও বেশি মহিলা তাঁদের সংসারের জন্য বছরে ১২ টি রান্নার গ্যাস সিলিন্ডার বিপুল ভর্তুকিতে পেয়ে থাকেন।
আরো পড়ুন: ভোটের আগেই দিদির “১০ দফা শপথ”! ফ্রি গ্যাস সিলিন্ডার, কর্মসংস্থান সহ রয়েছে একাধিক চমক
কিন্তু উজ্জ্বলা যোজনা প্রকল্পের সুবিধাকেও এবার টেক্কা দেওয়ার মত এক ঘোষণা সামনে চলে এসেছে। বুধবার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অষ্টাদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইস্তেহার প্রকাশ করা হয়েছে।
সেখানেই বলা হয়েছে, বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার বছরে ১০ টি করে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে! তবে এই সুবিধা দেওয়া হবে কেবলমাত্র বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলিকে।
বিপিএল তালিকাভুক্ত পরিবার হল তারাই যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন। তৃণমূল কংগ্রেস তাদের ভোট ইস্তেহারে দাবি করেছে- অষ্টাদশ লোকসভা নির্বাচনের পর বিরোধী ইন্ডিয়া জোট যদি সরকার গঠন করে তবে প্রথম দিনই দরিদ্র সীমার নিচে বসবাস করা মানুষদের জন্য বছরে ১০ টি গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
আরো পড়ুন: লক্ষ্মীর ভান্ডারে মাসে ৩০০০ টাকা! নামও পাল্টে যাবে, বললেন এই নেতা
অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাওয়ার বিষয়টি একটি নির্বাচনী প্রতিশ্রুতি। তা এখনই বলবত হওয়ার সম্ভাবনা নেই। আদৌ এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে কিনা সেটা ভোটের ফলাফলের উপর নির্ভর করবে। তবে সংশ্লিষ্ট মহল তৃণমূল কংগ্রেসের এই প্রতিশ্রুতিতে চমক দেখছেন।