Government job next to high school
WhatsApp Group Join Now
  • আপনি কি উচ্চমাধ্যমিক পাশ করেছেন?
  • আপনি কি জানতে চাইছেন যে উচ্চমাধ্যমিক পাশে কি কি জব পাওয়া যায়?
  • আপনি কি উচ্চমাধ্যমিক পাশে সরকারি জব খুঁজছেন?

যদি এই তিনটি প্রশ্নের উত্তর আপনার হ্যাঁ হয়। তাহলে পোষ্ট টি আপনার জন্য।

কমবেশি, আমাদের সকলের মনেই প্রশ্ন আসে যে, উচ্চমাধ্যমিক পাশে কি কি জব পাওয়া যায়? কিন্তু কেউ যদি উচ্চমাধ্যমিক পাশ করার পরেই, যদি কোন সরকারি জবের জন্য পড়াশোনা শুরু করে, তাহলে সে অন্যদের তুলনায় সবদিক থেকে অনেক এগিয়ে থাকবে। বাস্তবেই, এমন খুব কম সংখ্যক ছেলে-মেয়েকে দেখা যায়।

উচ্চমাধ্যমিক পাশে সরকারি কোন জবগুলো পাওয়া যায়?

আজকে আমি আপনাদের সামনে পোষ্টের মাধ্যমে তুলে ধরবো যে, উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি জব পাওয়া যায়? তার আগে আমরা জেনে যে, সরকারি চাকরি বা জব কয় ধরনের হয়?

সাধারণত আমরা জানি যে, সরকারি চাকরি দুই ধরনের হয়। যেমন-

১) কেন্দ্রীয় লেভেলের সরকারি চাকরি

২) রাজ্য লেভেলের সরকারি চাকরি

WhatsApp Group Join Now

আপনাদের সামনে কেন্দ্রীয় ও রাজ্য লেভেলের সরকারি চাকরিগুলি একসাথেই উপস্থাপন করবো। তাই চলুন দেখে নিই কেন্দ্রীয় ও রাজ্য লেভেলের সরকারি চাকরিগুলি-

১) ডেটা এন্ট্রি অপারেটর

২) পোস্টাল অ্যাসিস্ট্যান্ট

৩) লোয়ার ডিভিশন ক্লার্ক

৪) পি.এস.সি ক্লার্ক

৫) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা

৬) হাইকোর্ট ক্লার্ক

৭) রেলওয়ে গ্রুপ-D

৮) SSC মাল্টি টাস্কিং স্টাপ

৯) WBPSC ক্লার্কশিপ

১০) রেলওয়ে টিকিট কালেক্টর

১১) মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস

১২) কৃষি প্রযুক্তি সহায়ক

১৩) সেনাবাহিনীতে সোলজার

১৪) সোলজার ক্লার্ক

১৫) উপকূলরক্ষী বাহিনীর নাবিক

১৬) টেকনিশিয়ান গ্রেড

১৭) আবগারি বিভাগে সাব-ইন্সপেক্টর

১৮) বনবিভাগে ডেপুটি রেঞ্জার/ফরেস্টার

১৯) নার্সিং ট্রেনিং

২০) বি.এস.সি নার্সি

২১) নন-অফিসিয়াল ম্যারেজ অফিসার

২২) পরমানু কেন্দ্রে ট্রেনি টেকনিশিয়ান

  • আপনি কি এখনো পর্যন্ত জবের প্রস্তুত নিতে শুরু করেন নি?
  • আপনি কি ভাবছেন জবের প্রস্তুত নিতে শুরু করবো?

যদি এই দুটি প্রশ্নের উত্তর আপনার হ্যাঁ হয়।

তাহলে এই উপরক্ত জবগুলোর মধ্যে আপনি কোন জবটা করতে ইচ্ছুক,সেই জবটা বেঁছে নিয়ে তার সম্পর্কে যেমন- নিয়োগ প্রক্রিয়া কেমন, তার সিলেবাসটা কেমন, জবটার বেতন কেমন, জবটি আপনার জন্য উপযুক্ত কিনা এই সমস্ত খুঁটি নাটি জিনিস গুলো সম্পর্কে আপনি আগে ভালোমতো জেনে নিন দিয়ে সেই জবটি প্রস্তুত নিতে শুরু করুন। এতে আপনার জব প্রস্তুত নিতে খুব সুবিধা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *