ফ্রিতে মিলছে ৫ লক্ষ টাকার বীমা! ভারতের প্রবীণ নাগরিকদের জন্য বিরাট সুখবর

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতের প্রবীণ নাগরিকদের জন্য বিরাট সুখবর আসলো। কেন্দ্রীয় সরকারের নতুন ঘোষণায় এবার ৭০ বছর কিংবা তার বেশি বয়সী প্রত্যেক নাগরিক ৫ লক্ষ টাকার বিনামূল্য চিকিৎসা সুবিধা পাবে। তাও ঘরে বসে কোনওরকম ঝামেলা ছাড়াই।

হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এই সুবিধা মিলবে আয়ুষ্মান ভয় বন্দনা কার্ডের মাধ্যমে, যা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার একটি অংশ। এই কার্ড এখন সরাসরি আয়ুষ্মান অ্যাপ থেকেই তৈরি করা যাচ্ছে। কিন্তু কীভাবে করবেন জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

কী এই আয়ুষ্মান ভয় বন্দনা কার্ড?

আসলে আয়ুষ্মান ভয় বন্দনা কার্ড একটি ডিজিটাল হেলথ আইডি, যা দেশের প্রবীণ নাগরিকদের জন্যই তৈরি করা হয়েছে। ২০১৮ সালে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়েছিল, যা ইতিমধ্যেই দেশজুড়ে স্বাস্থ্য বীমা প্রকল্পের সবথেকে বড় হাতিয়ার হয়ে উঠেছে। আর এর আওতায় বর্তমানে ৫৫ কোটির বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাচ্ছে।

তবে এখন এই প্রকল্পের নতুন ধাপে ২০২৪ সালের ২৯ অক্টোবর থেকে দেশের প্রত্যেক ৭০ বছর কিংবা তার বেশি বয়সী নাগরিক, সে গরিব হোক কিংবা ধনী, তারা এই সুবিধার আওতায় আসতে পারবে।

কেন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ?

আসলে ভারতের প্রবীণ জনগোষ্ঠীর মধ্যে সবথেকে বড় চিন্তা হল চিকিৎসার খরচ। অনেকের কোনও বীমা বা স্থায়ী আয় থাকে না। আর এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনও বড় রোগ বা অপারেশন হলে অনেকেই আর্থিক চাপের মধ্য দিয়ে যায়। সেই উদ্যোগের সমাধানই এই প্রকল্প। এখন হার্ট সার্জারি থেকে শুরু করে ক্যান্সারের চিকিৎসা, কিডনি ডায়ালাইসিস বা অন্য যে কোনও জটিল চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে হবে।

সরকারের দেওয়া একটি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মোট ৬৫,৯৭,০৯৬টি আবেদন জমা পড়েছে এবং এর মধ্যে ৬৪,৯৬,১০১টি আবেদন অনুমোদিত হয়েছে। তবে মাত্র ৪৩৪টি কার্ড ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। আর সবথেকে বেশি আবেদন এসেছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কেরালা, গুজরাট এবং ছত্তিশগড় থেকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কারা আবেদন করতে পারবে?

এই কার্ডের জন্য আবেদন করতে হলে অবশ্যই কিছু যোগ্যতা পূরণ করতে হবে। আর সেগুলি হল—

  • অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • বয়স হতে হবে ৭০ বছর কিংবা তার বেশি।
  • বৈধ আধার কার্ড থাকতে হবে এবং আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে।

তবে এখানে কোনও আয়ের ঊর্ধ্বসীমা নেই। অর্থাৎ, ধনী বা গরিব যে কেউ এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। আর আবেদন করার জন্য অবশ্যই আধার কার্ড দরকার পড়বে। 

কীভাবে আবেদন করবেন?

কার্ড বানানোর জন্য আপনি মোবাইল অ্যাপ কিংবা ওয়েবসাইট যে কোনও ভাবেই আবেদন করতে পারবেন। মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে হলে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন—

  • প্রথমে গুগল প্লে স্টোর থেকে আয়ুষ্মান অ্যাপটিকে ডাউনলোড করুন। 
  • এরপর অ্যাপে গিয়ে বেনিফিসারি হিসেবে লগইন করুন।
  • এরপর মোবাইল নম্বর, ক্যাপচা কোড ও ওটিপি দিয়ে যাচাই করে নিন।
  • এরপর ‘Enrollment for 70+’ অপশনটিতে ক্লিক করুন।
  • এবার আধার নম্বর দিয়ে e-KYC সম্পন্ন করুন।
  • এরপর নিজের সমস্ত তথ্য এবং ছবি আপলোড করুন।
  • এরপর ফর্ম জমা দিন। কয়েক মিনিটের মধ্যেই আপনার কার্ড ডাউনলোড হয়ে যাবে।

আরও পড়ুনঃ কৃষক বন্ধুদের জন্য সুখবর! সবার অ্যাকাউন্টেই ঢুকবে ডবল টাকা

তবে ওয়েবসাইটে আবেদন করার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে—

  • প্রথমে সরকারি ওয়েবসাইট https://pmjay.gov.in/ যান।
  • এরপর মোবাইল নম্বর এবং ওটিপি দিয়ে লগইন করুন।
  • এরপর ‘Enrollment for Senior Citizens (70+)’ অপশনটিতে ক্লিক করুন।
  • এরপর আধার নম্বর দিন এবং e-KYC সম্পন্ন করে নিন।
  • এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করুন এবং ছবি আপলোড করুন।
  • এবার ফর্মটিকে সাবমিট করে দিন। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই আপনার কার্ড ডাউনলোড হয়ে যাবে।

তবে হ্যাঁ, যদি কারোর কোনও সমস্যা হয়, তাহলে ২৪ ঘন্টা হেল্পলাইন নাম্বার রয়েছে। আপনারা 14555 বা 1800-11-0770 নম্বরে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। তাই যদি চিকিৎসার সুবিধা নিতে চান, তাহলে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে এখনই আবেদন করুন আর চিন্তামুক্ত হন।

Leave a Comment