বর্তমান সময়ে আধার কার্ড শুধু পরিচয়পত্রের জন্য নয়, আর্থিক লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০২০ সালে চালু হওয়া পিএম স্বনিধি যোজনায় আধার কার্ডের মাধ্যমে ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদানের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। ছোট ব্যবসায়ী এবং রাস্তার ক্ষুদ্র দোকানদাররা এই প্রকল্পে থেকে গ্যারান্টি ছাড়াই লোন নিতে পারবেন।
পিএম স্বনিধি যোজনা কী?
পিএম স্বনিধি যোজনার মূল লক্ষ্য হল ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করা। প্রথমবারে 10 হাজার টাকা লোন দেওয়া হয়। লোন সময় মত শোধ করলে দ্বিতীয় ধাপে 20 হাজার টাকা এবং তৃতীয় ধাপে সর্বোচ্চ 50 হাজার টাকা লোন প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে।
কীভাবে আবেদন করবেন?
আপনার আধার কার্ডের সাহায্যে এই প্রকল্পের অধীনে লোন পেতে হলে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন-
১) ব্যাংকে যোগাযোগ করুন
- প্রথমে নিকটবর্তী কোন সরকারি ব্যাংকে যান,
- ব্যাংকে গিয়ে আধার কার্ড জমা দিন,
- ব্যাংকের মাধ্যমে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন।
২) অনলাইনে আবেদন প্রক্রিয়া
- পিএম স্বনিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যান,
- প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন,
- কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করুন,
- আবেদন করতে আপনার মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক।
৩) স্থানীয় সহায়তা কেন্দ্রের মাধ্যমে আবেদন
- স্থানীয় কোন সরকারি সহায়তা কেন্দ্র থেকে আবেদনপত্র সংগ্রহ করুন। দুয়ারে সরকার ক্যাম্প থেকেও এই প্রকল্পের আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
- আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করে সংশ্লিষ্ট সহায়তা কেন্দ্রে জমা দিন।
লোন পাওয়ার পরবর্তী ধাপ
আবেদন জমা দেওয়ার পর আপনার তথ্য যাচাই করা হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে লোন মঞ্জুর হবে এবং লোনের টাকা আপনার ব্যাংক একাউন্টে জমা পড়বে। এই লোন ১২ মাস বা এক বছরের মধ্যে শোধ করতে হয়।
আরও পড়ুন: বছরের শুরুতে দারুন খবর, এবার মাত্র 450 টাকায় মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার
সুদের হার
ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী এই লোনের উপর সুদ ধার্য করা হয়েছে। তবে এটি অন্যান্য ব্যাংকে সুদের হারের অনুযায়ী নির্ধারিত করা হয়।
পিএম স্বনিধি যোজনা ব্যবসায়ীদের জন্য একটি বড় সহায়তা। আধার কার্ডের মাধ্যমে গ্যারান্টি ছাড়াই লোন পাওয়ার সুবিধা অনেক ছোট ব্যবসায়ী এবং রাস্তার দোকানদারদের জন্য আর্থিক উন্নতি করার সুযোগ করে দিয়েছে। সময় মতো লোন শোধ করলে আপনিও বড় অংকের লোন পাওয়ার সুযোগ পাবেন এই প্রকল্পের মাধ্যমে।