Dream11 তো খুব খেলছেন, ১ কোটি টাকা জিতলে হাতে কত পাবেন জানেন কি?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এক সময় লটারি কেটে রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার স্বপ্ন দেখত সাধারণ মানুষ। তবে আধুনিক প্রযুক্তির হাত ধরে দ্রুত সেই জায়গাটা দখল করে নিচ্ছে অনলাইন ফ্যান্টাসিস স্পোর্টস। যার অন্যতম হল Dream11. এখন IPL চলছে। এই সময় একাধিক আকর্ষণীয় ক্যাশ কন্টেস্ট হচ্ছে এই অনলাইন স্পোর্টস বেটিং অ্যাপটিতে। এর মাধ্যমে রাতারাতি কোটিপতি তো বটেই, এমনকি প্রতিদিন দু’কোটি টাকার পুরস্কার মূল্য জেতার সুযোগ পেয়ে যাচ্ছে ক্রিকেট ভক্তরা।

অন্যান্য অনলাইন বেটিং অ্যাপের থেকে Dream11-এর পুরস্কার মূল্য অনেকটাই বেশি। কারণ এখানে চলতি বছর আইপিএলের যে কোন‌ও ম্যাচে টিম বানিয়ে প্রথম হলে ২ কোটি টাকা পুরস্কার মূল্য পাওয়া যাচ্ছে

এরপর ক্রমতালিকা অনুযায়ী যারা ১-৫ নম্বর স্থানে থাকছে তারা প্রত্যেকে ১ কোটি টাকা করে পাচ্ছেন। ফলে প্রতিদিনই একাধিক কোটিপতি পাওয়া যাচ্ছে Dream11-এর হাত ধরে। এরই আকর্ষণে গত বছরের থেকে এবারে আরও বেশি সংখ্যক ক্রীড়াপ্রেমীরা এই অনলাইন বেটিং অ্যাপে ক্যাশ কনটেস্টে অংশ নিচ্ছেন।

আরো পড়ুনঃ এইভাবে মানুষ ঠকানো আর চলবে না! ব্যাঙ্কগুলিকে সাফ জানিয়ে দিল RBI

এসব তো গেল Dream11-এর প্রতিযোগিতার খুঁটিনাটি ব্যাপার। এবার ধরুন আপনি Dream11-এর ক্যাশ কনটেস্টে অংশ নিয়ে কোটি টাকা জিতে গেলেন। সেক্ষেত্রে কি আপনি সত্যিই কোটিপতি হয়ে উঠবেন? আমাদের উত্তর হচ্ছে- না। কারণ Dream11-এ ১ কোটি টাকা জিতলেও পুরো অর্থ আপনি হাতে পাবেন না! শুনে অবাক হয়ে গেলেন? তাহলে আসুন, পুরো বিষয়টা জেনে নেওয়া যাক।

যেকোনও ধরনের লটারি বা বেটিং থেকে প্রাপ্য অর্থের উপর ট্যাক্স নেয় সরকার‌। সোজা কথায় বলতে গেলে প্রাইজ মানির উপর চড়া হারে কর আদায় করে থাকে ভারত সরকার। ড্রিম ইলেভেন অ্যাপ থেকে আপনি যা টাকা জিতবেন তার উপর ৩০ শতাংশ কর দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। ফলে আপনি যদি এখানে ১ কোটি টাকা জেতেন তবে ৩০ লক্ষ টাকায় দিয়ে দিতে হবে কর বাবদ। বাকি ৭০ লক্ষ টাকা অবশ্য আপনারই হবে

তেমনই Dream11 অ্যাপ থেকে কেউ যদি দু’কোটি টাকা জেতেন তবে ৩০ শতাংশ কর হিসেবে ৬০ লক্ষ টাকা দিয়ে দিতে হবে সরকারকেবাকি ১ কোটি ৪০ লক্ষ টাকা ওই ব্যক্তির হবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুনঃ পিএম কিসানের ১ টাকাও ঢুকবে না! যদি এই কাজটি না করা হয়

অর্থাৎ দেখা যাচ্ছে খাতায়-কলমে ১ কোটি টাকা জিতলেও আপনি প্রকৃত অর্থে কোটিপতি হয়ে উঠতে পারবেন না। ডিয়ার লটারির ক্ষেত্রেও একই কথা খাটে। ওখানে যারা ১ কোটি টাকা যেতেন তাঁরা আসলে বাড়ি নিয়ে যেতে পারেন ৭০ লক্ষ টাকা।

Leave a Comment