ব্যাঙ্কে যেতে হবে না! কৃষক বন্ধুর টাকা ঢুকলো কিনা এইভাবে দেখুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কৃষিকাজে কৃষকদের সুবিধার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের কৃষকদের জন্য অনেক আগেই কৃষক বন্ধু (Krishak Bandhu) প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যে সকল কৃষক মানুষদের এক একর জমি আছে তারা ১০০০০ টাকা করে পাবেন।

তবে এই টাকাটা একবারে দেওয়া হবে না, বছরে দুইবার দুটি কিস্তিতে ৫০০০ করে এই টাকা দেওয়া হবে। তবে যে সকল কৃষকদের এক একরের থেকে কম জমি রয়েছে, এই প্রকল্পে তাদের প্রাপ্ত অর্ধের পরিমাণ কম হলেও তারা বঞ্চিত হবেন না, এক একরের থেকে কম জমি থাকা কৃষকরা ন্যূনতম ৪০০০ টাকা করে পাবেন।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের প্রথম কিস্তির টাকা দিয়ে থাকে এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করে জুন মাসের মধ্যে আর সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের ব্যাংক একাউন্টে ঢুকে যায়।

যেহেতু এখন জুন মাস চলছে তাই এই বছরের এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় এসেছে। দেশের প্রায় ১ কোটি ৫ লক্ষ কৃষক ও বর্গাদার এই টাকার জন্য অপেক্ষা করে আছেন, কারণ এই টাকা পেলে তাদের চাষের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এখন এমন অনেক কৃষক রয়েছেন যারা এই প্রকল্পের টাকা পেয়েছেন কিনা সেটা বুঝতে পারেন না, অ্যাকাউন্টে ঠিক সময়ে টাকা ঢুকলো কিনা সেই নিয়েও চিন্তায় থাকেন।

ব্যাংকে না গিয়েও কীভাবে দেখবেন টাকা ঢুকল কিনা?

(১) অনেকেই হয়তো জানেন না ঘরে বসে মোবাইলের সাহায্যেই‌ কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করা যায়। কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করবার জন্য উপভোক্তাদের https://krishakbandhu.net/ ওয়েবসাইটে লগইন করতে হবে।

(২) এই ওয়েবসাইটটি ওপেন হলেই হোমপেজে ‘কৃষক বন্ধু সম্পর্কিত’ একটি ক্যাটাগরি দেখা যাবে। সেখানে ক্লিক করুন, এরপর অন্য একটি পেজ খুলবে, সেখানে লগইন অপশন থাকবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

(৩) এরপর ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগইন করতে হবে। আর যদি আগে থেকে আপনার এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনাকে‌‌ নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে।

(৪) ওয়েবসাইটে লগইন করার পর সেখানে বেনিফিশিয়ারি লিস্ট ও স্ট্যাটাস চেক নামে দুটি অপশন লক্ষ করুন। এই দুটি অপশনে ক্লিক করলেই আপনার আবেদন গ্রহণ হয়েছে কিনা, আপনার আবেদন বাতিল হয়েছে কিনা, আপনার পেমেন্ট হয়েছে কিনা অথবা কোন জায়গায় রয়েছে ইত্যাদি নানান তথ্যের সাথে কবে নাগাদ আপনি টাকা পাবেন সেই তথ্য পেয়ে যাবেন।

আরো পড়ুন: ২ চাকা, ৩ চাকা, ৪ চাকার গাড়ি কিনলেই সরকার ভর্তুকি দেবে! কোনটাই কত টাকা ভর্তুকি পাবেন জানুন

এছাড়া কৃষক বন্ধু প্রকল্পের একটি হেল্প ডেক্স খোলা আছে, কোনো উপভোক্তা কোনরকম সমস্যার সম্মুখীন হলে হেল্প ডেক্সে গিয়েও নানান রকম তথ্য দেখে উপকৃত হতে পারেন। ‌

Leave a Comment