বর্তমান ডিজিটাল যুগে মোবাইল ফোন আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এই মোবাইল ফোনই হয়ে উঠতে পারে ভয়ংকর প্রতারণার হাতিয়ার। হ্যাঁ ঠিকই শুনেছেন। সাইবার অপরাধীরা এখন মানুষের অজান্তেই তাদের পরিচয়পত্র ব্যবহার করে সিম কার্ড তুলে নিচ্ছে। এর ফলে নির্দোষ ব্যক্তির নামেই ঘটছে সাইবার অপরাধ।
কিন্তু কীভাবে এই প্রতারণা ঘটছে? কীভাবে আপনি বুঝবেন আপনার নামে কোন সিম তোলা আছে কিনা? কীভাবে এই বিপদ থেকে বাঁচতে পারবেন? জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
কীভাবে তোলা হচ্ছে আপনার নামে সিম কার্ড?
সাইবার অপরাধীরা সাধারণত আধার কার্ড বা অন্য কোন যাবতীয় পরিচয়পত্রের তথ্য চুরি করে নতুন সিম কার্ড তুলে থাকে। এরপর সেই সিম ব্যবহার করে বড়সড় প্রতারণা, ব্যাংক জালিয়াতি বা অনলাইন স্ক্যাম চালানো হয়। এটি এমনভাবে সাজানো হয় যে, ভুক্তভোগীরা অনেক সময় টেরই পান না, যে তাদের নামে ফেক সিম চালু রয়েছে।
আপনার বিরুদ্ধে প্রতারণার মামলা হতে পারে, যদি অপরাধীরা আপনার নামে তোলা কোন সিম দিয়ে বেআইনি কার্যকলাপ করে অথবা ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিং, কেওয়াইসি স্ক্যামের মত সাইবার অপরাধ ঘটায়। এমনকি ফেক ট্রানজেকশন বা টাকা জালিয়াতিতে সেই নাম্বার ব্যবহার করলে আপনার বিরুদ্ধে মামলা হবে।
কীভাবে জানবেন আপনার নামে অজানা সিম চালু আছে কিনা?
এই প্রতারণা থেকে রক্ষা পেতে ভারত সরকারের টেলি যোগাযোগ বিভাগ এনেছে “সঞ্চার সাথী” (Sanchar Saathi) নামের একটি পোর্টাল। এটি একটি অনলাইন টুল, যা আপনাকে আপনার নামে চালু থাকা সমস্ত মোবাইল নাম্বারে তথ্য প্রদান করে। আপনার নামে রেজিস্টার নাম্বার চেক করতে হলে আপনি নিন্মলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করতে পারেন-
- প্রথমে”সঞ্চার সাথী (Sanchar Saathi) পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপে যান।
- এবার “Know Your Mobile Connection” অপশনে ক্লিক করুন।
- এবার নতুন একটি পেজ খুলবে। সেখানে TAFCOP পোর্টালে মোবাইল নাম্বার এন্টার করতে হবে।
- এরপর মোবাইল নাম্বার এন্টার করে ক্যাপচা পূরণ করে ওটিপি ভেরিফিকেশন করুন।
- লগইন করার পর আপনার নামে থাকা সমস্ত নাম্বারের তালিকা দেখতে পাবেন।
এর মধ্যে যদি আপনি এমন কোন নাম্বার পান, যেটি আপনার জানা নেই, তাহলে তৎক্ষণাৎ রিপোর্ট মারুন এবং সেই নাম্বারটি ব্লক করার জন্য অনুরোধ পাঠান।
নাম্বার ব্লক করবেন কীভাবে?
যদি দেখেন আপনার নামে রেজিস্টার অন্য কোন নাম্বার রয়েছে যা আপনি ব্যবহার করেন না, তাহলে “সঞ্চার সাথী” (Sanchar Saathi) পোর্টালে গিয়ে ব্লক করার অনুরোধ জানাতে পারবেন। এর জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন-
- প্রথমে TAFCOP পোর্টালে গিয়ে “Report Unwanted Connection” অপশনে ক্লিক করুন।
- এরপর সংশ্লিষ্ট নাম্বারটি নির্বাচন করুন এবং “Block Request” অপশনে ক্লিক করুন।
- সংশ্লিষ্ট টেলিকম অপারেটর নাম্বারটি যাচাই করে আপনার তৎক্ষণাৎ নাম্বারটি ব্লক করে দেবে।
প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে হলে আপনাকে কিছু বিষয়ে সজাগ থাকতে হবে। যেমন-
- কখনো নিজের পরিচয়পত্র বা আধার কার্ড অপরিচিত কাউকে শেয়ার করবেন না।
- আপনার KYC আপডেট করতে হলে সরাসরি ব্যাংক বা টেলিকম অপারেটরের অফিসেই যান। অন্য কোন জায়গা থেকে আপডেট করবেন না।
- মোবাইল সিম নেওয়ার সময় দোকানে নিজেই উপস্থিত থাকুন।
- মাস্ক আধার ব্যবহার করুন, যাতে আপনার আধার নাম্বার গোপন থাকে।
- কোনরকম সন্দেহজনক কল, মেসেজ, ওটিপি বা ব্যাংক ডিটেলস শেয়ার করবেন না।
আরও পড়ুন: মহিলাদের জন্যে চালু হল নমো ড্রোন দিদি যোজনা, কী কী সুবিধা পাবেন?
ডিজিটাল প্রযুক্তি আমাদের যেমন সুবিধা নিয়ে আসছে, তেমনই সাইবার অপরাধীদের ক্ষেত্রে নতুন রাস্তা করে দিয়েছে। তাই সঠিক নিয়ম এবং সরকারের দেওয়া “সঞ্চার সাথী” (Sanchar Saathi) পোর্টাল ব্যবহার করে আমরা নিজেরাই এখন সুরক্ষিত থাকতে পারবো।