বছরের শুরুতেই মধ্যবিত্তদের পকেটে চাপ, রান্নার LPG গ্যাসের দাম লাফিয়ে বাড়ল

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নতুন বছরের শুরুতে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে। সম্প্রতি বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশন (BERC) জানিয়েছে, এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ৪ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী ১২ কেজি ওজনের একটি সিলিন্ডারের দাম ১৪৫৯ টাকা। 

কেন বাড়ল রান্নার গ্যাসের দাম? 

মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) ভ্যাট যুক্ত করে এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করেছে। এর আগে ২ জানুয়ারি গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছিল ১৪৫৫ টাকা। তবে ডিসেম্বর মাসের রান্নার গ্যাসের দাম কোনরকম পরিবর্তন করা হয়নি। কিন্তু জানুয়ারি মাস পড়তে না পড়তেই রান্নার গ্যাসের দামের পরিবর্তন দেখা গেল।

বেসরকারি এলপিজি গ্যাসের নতুন দাম

বেসরকারি এলপিজি সিলিন্ডারের প্রতি কেজির দাম বর্তমানে ১২১ টাকা ৫৬ পয়সা ধার্য করা হয়েছে। আগে এই গ্যাসের দাম ছিল প্রতি কেজি ১২১ টাকা ১৯ পয়সা। ভ্যাট বৃদ্ধির ফলে এই সামান্য পরিবর্তন ঘটেছে। 

তরল অবস্থায় সরবরাহ করা গ্যাস অর্থাৎ রেডিকুলেটেড পদ্ধতিতে প্রতি কেজি গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা ৮১ পয়সা।’

বাড়ল অটোর গ্যাসের দাম 

শুধুমাত্র রান্নার গ্যাসের দামই বাড়লো না, অটো গ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে অটোর গ্যাসের দাম ছিল প্রতি লিটার ৬৬.৭৮ টাকা, এখন সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৭.২৭ টাকা। তাই সাধারণ মানুষের উপর চাপ বৃদ্ধি হচ্ছে। 

মধ্যবিত্তের উপর প্রভাব

গ্যাসের সামান্য মূল্য বৃদ্ধি হলেও এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। গ্যাসের দাম বৃদ্ধি পেট্রোলিয়াম পণ্যের উপর নির্ভরশীল বিভিন্ন পরিষেবা এবং পণ্যের মূল্যবৃদ্ধির মূল কারণ হতে পারে। বিশেষ করে মধ্যবিত্ত এবং নিন্মবিত্ত পরিবারের জন্য এই মূল্যবৃদ্ধি আর্থিকভাবে চাপ সৃষ্টি করবে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: এই ৯টি অর্থনৈতিক অভ্যাস মেনে চলুন, বছর শেষে আপনি অর্থের রাজা হবেন

ভবিষ্যতে পরিস্থিতি 

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধি এবং ভ্যাট বৃদ্ধির মত কারণগুলি গ্যাসের দামের উপর সরাসরি প্রভাব ফেলছে। এর ফলে ভবিষ্যতে আরো বেশি পরিমাণে মূল্যবৃদ্ধির সম্ভাবনা হতে পারে তা বলায় যায়। 

অর্থনৈতিক চাপের এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে আরো কি সিদ্ধান্ত আসতে পারে সেটা এখন সময়ই বলে দেবে।

Leave a Comment