Cooking gas pipeline work started in 6 districts of the state
WhatsApp Group Join Now

রান্নার গ্যাসের দাম বাড়ছে। ভোটের আগে কিছুটা কম হলেও ভোটের পর অর্থাৎ জুন মাস থেকে এই দাম কত হবে, বলা যাচ্ছে না। তাই এবার রান্নাঘরের দুশ্চিন্তা দূর করার দায়িত্ব নিয়েছে গেইল (GAIL), বিশেষ জ্বালানি সংস্থা গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড।

দক্ষিণবঙ্গের 6টি জেলায় ঘরে ঘরে আপাতত প্রাকৃতিক গ্যাসের পাইপ সরবরাহ করার কাজ শুরু করেছে সংস্থাটি! বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (বিজিসিএল), এই কোম্পানির একটি সহযোগী প্রতিষ্ঠান। রাজ্যের গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশনের সঙ্গে সব যৌথ উদ্যোগে এই পাইপলাইন প্রাকৃতিক গ্যাস প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে এক লক্ষ গ্যাস সংযোগের লক্ষ্য নিয়ে কাজ চলছে।

পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি এই গ্যাসে রান্না হলে কী সুবিধা হবে?

1) খরচ অনেকাংশে কমে যাবে: প্রতিনিয়ত যে হারে এই রান্নার গ্যাসের দাম বাড়ছে, তাতে কার্যত মধ্যস্বত্বভোগীরা উপকৃত হচ্ছেন। সাধারণ মানুষের মাথায় হাত পড়ছে। শুধু এই রান্নার গ্যাসেই প্রতি মাসে প্রচুর টাকা খরচ হচ্ছে। আর প্রাকৃতিক গ্যাসে রান্না হলে খরচ নিয়ে চিন্তা করার দরকার পড়বে না। খরচ রীতিমত অনেকটাই কমে যাবে।

2) পরিবেশ দূষণ কম হবে: পরিবেশবান্ধব এই প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন বসানো গেলে পরিবেশের জন্যও অনেক বেশি গ্রহণযোগ্যতা আসবে। বায়ুদূষণ কম হবে।

কোন কোন জেলায় এখন পাইপে করে গ্যাস ঢুকছে?

WhatsApp Group Join Now

জানা গিয়েছে যে কলকাতা সহ হাওড়া, হুগলি এবং দুই 24 পরগনা ও নদীয়া জেলায় ইতিমধ্যেই পুরোদমে কাজ শুরু হয়েছে। আগামী দিনে এই 6 জেলার 40টি পৌর এলাকায় এই প্রাকৃতিক গ্যাস পাইপলাইন বসানো হবে। সূত্রের খবর, এখন পর্যন্ত বেশ কয়েকটি ধাপে এই গ্যাস সরবরাহ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই গ্যাসের মূল যোগান আসবে গেলের দুর্গাপুর প্ল্যান্ট থেকে।

আরো পড়ুনঃ ভারতের ২ টি ব্যাঙ্ক এক হয়ে যাবে! গ্রাহকদের এতে লাভই হবে

1) প্রথম ধাপে মগরার রাজারামবাটি এবং হুগলির নদিয়ার গোয়েশপুরে দু’টি গ্যাস সরবরাহ কেন্দ্র তৈরি করা হয়েছে। সেখানে প্ৰথমে গ্যাস সরবরাহ করা হচ্ছে। গ্যাস পাইপের মাধ্যমে দিল্লি রোডের কাছে হুগলির সমস্ত পৌরসভায়ও প্রাকৃতিক গ্যাস পাঠানো হচ্ছে।

2) এরপর ওই কেন্দ্র থেকে একটি পাইপ লাইন দিল্লি রোড হয়ে হাওড়ার উলুবেড়িয়া পৌরসভায় এসেছে।

3) একইভাবে, এই প্রাকৃতিক গ্যাস পাইপলাইনটি গোয়েশপুর গ্যাস সরবরাহ কেন্দ্র থেকে উত্তর 24 পরগনার ব্যারাকপুর, কলকাতার নিউটাউন হয়ে বারাসাত, সোনারপুরে পৌঁছে যাবে।

4) এরপর এই পরিষেবাটি বিধাননগর হয়ে দক্ষিণ 24 পরগণায় ঢুকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *