ভারতের ২ টি ব্যাঙ্ক এক হয়ে যাবে! গ্রাহকদের এতে লাভই হবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ন্যাশনাল কোম্পানি ‘ল’ ট্রাইব্যুনালের চেন্নাই বেঞ্চ সম্প্রতি এক বৈঠক ডেকেছিল। সেখানেই বড়সড় সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডাররা। এক হয়ে যাবে দেশের দুই বড় ব্যাঙ্ক।একীভূতকরণ পরিকল্পনার পক্ষেই 99.95 ভোট পড়েছে।

খুব শীঘ্রই এই বিষয়ে NCLT থেকেও সবুজ সংকেত দেওয়া হবে। নিশ্চয়ই ভাবছেন যে এখন আবার কোন ব্যাঙ্ক এক হয়ে যাচ্ছে? IDFC লিমিটেড IDFC ফার্স্ট ব্যাঙ্কের সাথে একীভূত হতে চলেছে। IDFC ফার্স্ট ব্যাঙ্কের শেয়ারহোল্ডাররা IDFC লিমিটেডের সাথে ব্যাঙ্কের একীভূতকরণের অনুমোদন দিয়েছেন৷

এর আগে গত বছরের 27 ডিসেম্বর আইডিএফসি লিমিটেড বলেছিল যে আরবিআই আইডিএফসি লিমিটেড, আইডিএফসি এফএইচসিএল এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের একীকরণের জন্য এনওসি দিয়ে দিয়েছে। যতদূর সম্ভব শেয়ারের দাম বাড়াতেই এমন পদক্ষেপ করছে ব্যাঙ্কগুলো। ইতিমধ্যেই অনুমান করে সত্যটা সামনেও আনা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের পর IDFC ফার্স্ট ব্যাঙ্কের শেয়ারের দাম বাড়তে পারে

উল্লেখ্য, গত বছর, 2023 সালের জুলাই মাসে, IDFC FHCL, IDFC এবং IDFC ফার্স্ট ব্যাঙ্কের পরিচালনা পর্ষদ এই একীভূতকরণের ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছিল। শনিবারের বিশেষ অধিবেশনে, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের স্টক বেড়ে গিয়েছে এবং স্টকটি 0.25 শতাংশ বেড়ে 77.45 স্তরে স্থিতিশীল ছিল।

আরো পড়ুনঃ স্কুলে গরমের ছুটি বাড়লো! তাহলে কবে স্কুল খুলবে? নোটিশ দিয়ে জানালো শিক্ষা দপ্তর

কিন্তু হিসাব করে দেখতে গেলে, এদিন থেকে ঠিক এক বছর আগে স্টকটি 67 টাকার নীচে ছিল। তবে গত বছরের সেপ্টেম্বরে স্টক 100টির কাছাকাছিই পৌঁছে গিয়েছিল। এর মার্কেট ক্যাপ এখন 54 হাজার কোটি টাকা।

IDFC ফার্স্ট ব্যাঙ্কে IDFC-এর 39.93% শেয়ার রয়েছে

IDFC-এর নন ফিনান্সিয়াল হোল্ডিং কোম্পানির মাধ্যমে IDFC ফার্স্ট ব্যাঙ্কে 39.93% শেয়ার রয়েছে৷ 31 মার্চ, 2023 পর্যন্ত নিরীক্ষিত আর্থিক হিসাব অনুযায়ী, একীভূত হওয়ার পরে ব্যাঙ্কের শেয়ার প্রতি বইয়ের মূল্য 4.9% বৃদ্ধি পাবে। এর আগে, ব্যাঙ্ক স্টক এক্সচেঞ্জে একটি ফাইলিংয়ে বলেছিল যে একীভূতকরণ আইডিএফসি ফাইন্যান্সিয়াল হোল্ডিং কোম্পানি, আইডিএফসি লিমিটেড এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের কর্পোরেট কাঠামোকে একক সত্তায় একীভূত করবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুনঃ 1 জুন থেকে বদলে যাবে এই 4 টি নিয়ম! না জানলে আজ নাহয় কাল পস্তাবেন

কতটা বিপদে পড়বেন গ্রাহকেরা?

কথা উঠছে, এই দু’টি ব্যাঙ্ক যদি এক হয়ে যায়, তাহলে কী সুদের হার আরও বাড়বে? ইতিমধ্যেই যাঁরা যত শতাংশ হারে সুদ দিচ্ছেন, সেই হারও বেড়ে যাবে? আবার কি নতুন করে ATM কার্ড বানাতে হবে? আধার লিঙ্কিং করতে হবে? আপাতত এই সমস্ত বিষয়ে গ্রাহকদের চিন্তা না করতেই বলে দেওয়া হয়েছে।

Leave a Comment