কলকাতা হাইকোর্ট বুধবার 2010 সাল থেকে জারি করা পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি সম্প্রদায়কে দেওয়া OBC মর্যাদা বাতিল করেছে। আদালত বলেছিল যে ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য অনগ্রসর শ্রেণীর তালিকায় মুসলিমদের 77 টি অংশকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
কিন্তু হাইকোর্টের এই নির্দেশ মানেন না বলেই ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বরং হাইকোর্টের এই সিদ্ধান্তের পাল্টা বড়সড় পদক্ষেপও করতে চলেছেন তিনি।
হাইকোর্টের এই সিদ্ধান্তে রাজ্যের নিয়োগ থমকে যাবে
নিয়োগের ক্ষেত্রে আগেভাগে তৈরি রাখা হান্ড্রেড পয়েন্ট রস্টার নিয়ে ব্যাপক টানাপোড়েন চলছে। ওবিসি, তফসিলি জাতি, তফসিলি জনজাতির জন্য প্রতিটি পরীক্ষায় আলাদা করে সংরক্ষিত সিটে এবার অসুবিধার সম্ভাবনা।
OBC বাতিল হওয়ায়, অতিরিক্ত সিটগুলো কারা পাবেন। তা নিয়েও নিতে হবে নতুন করে সিদ্ধান্ত। নতুন করেই বানাতে হবে রস্টার।
এক কথায়, চাকুরীপ্রার্থীরা নতুন করে চাকরি পেতে অসুবিধায় পড়বেন। এতদিন যে পরীক্ষা নেওয়া হয়েছে সেখানেও নির্বাচিত প্রার্থীদের ডাকতে দেরি হবে। আবার, আগামী সময় যে পরীক্ষা নেওয়া হবে, সেই ক্ষেত্রেও একই সমস্যার সৃষ্টি হবে।
আরো পড়ুনঃ কেন্দ্র ও রাজ্যের ওবিসি লিস্ট ২০২৪, কারা থাকল ও কারা বাদ গেল দেখুন
ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ায় ভর্তি বৃত্তি আটকে যাবে
স্কুলের ভর্তি থেকে বৃত্তি, সবই আটকে যাবে। রাজ্য সরকার OBC শ্রেণীভুক্ত পড়ুয়াদের আলাদা করে যে স্কলারশিপ দিয়ে থাকে, তা নিয়ে ঝামেলার সৃষ্টি হবে।
ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত
হাইকোর্টের OBC সার্টিফকেট বাতিল সম্পর্কিত সিদ্ধান্ত পাওয়ার পর বিপদের আশঙ্কা আগেভাগেই আঁচ করে নিয়েছিলেন মমতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তাঁর সরকার 2010 সাল থেকে রাজ্যে জারি করা অন্যান্য অনগ্রসর শ্রেণীর (ওবিসি) শংসাপত্র বাতিল করার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের আদেশকে সর্বোচ্চ আদালতে চ্যালেঞ্জ করবে।
আর পড়ুনঃ পশ্চিমবঙ্গের ৩৭ টি সম্প্রদায় OBC থেকে বাদ! কোর্ট অর্ডার PDF ডাউনলোড
মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ 24 পরগনা জেলার সাগরে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় বলেছিলেন যে রাজ্য সরকার গ্রীষ্মের ছুটির পরে এই আদেশের বিরুদ্ধে আপিল করবে। তিনি বলেছিলেব, ওবিসি সার্টিফিকেট বাতিলের আদেশ আমরা মানি না।