সরকারি কর্মীদের মন ভালো করে দিল সরকার, ১১ বছর পর এমনটা হল

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

লোকসভা নির্বাচনের আগেই লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীর মন ভাল করে দিল মোদি সরকার। আগের থেকে এবার বসবাসের জন্য আরও বড় বাড়ি বা আবাসন পাবেন নিচু ও মাঝারি পর্যায়ের কেন্দ্রীয় সরকারি কর্মীরা। আগে তাঁদের জন্য ৮% আবাসন এলাকা বরাদ্দ ছিল, এবার একধাপে তা বাড়িয়ে ১৯% করে দেওয়া হল।

২০১১ সালে শেষ মাঝারি ও নিচু তলার কেন্দ্রীয় সরকারি কর্মীদের আবাস এলাকার আয়তন বাড়ানো হয়েছিল। আবার এতদিন পর এই সুখবর পাওয়ায় ব্যাপক খুশি কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। 

মোদি সরকারের এই সিদ্ধান্তে মূলত গ্রুপ- বি, সি ও ডি গ্রেডের কেন্দ্রীয় সরকারি কর্মীরা উপকৃত হবেন বলে জানা গিয়েছে। তবে উচ্চপর্যায়ের কেন্দ্রীয় সরকারি কর্মী অর্থাৎ যুগ্ম সচিব, ডিরেক্টর, কমিশনার-দের বাসভূমির আয়তন আলাদা করে বাড়ানো হয়নি। এমনিতে এই পদমর্যাদার কর্মীরা বড় বড় বাংলো বাড়ি পেয়ে থাকেন। তাই তাঁদের ক্ষেত্রে এখনই নতুন করে বাসভূমির আয়তন বাড়ানোর প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার।

উল্লেখ্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সপ্তম পে কমিশন চালু হওয়ার পর নিচুতলার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জীবনে আর্থিক স্বচ্ছলতা এসেছে। কেন্দ্রীয় সরকারি দফতরে যিনি পিয়নের কাজ করেন তাঁর বাড়িতেও এখন এসি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মিক্সার ইত্যাদি বৈদ্যুতিন যন্ত্রপাতি থাকে। এই সমস্ত জিনিস বর্তমানে রাখাটা অনেক সময় কঠিন হয়ে যায়। একজন কেন্দ্রীয় সরকারী কর্মীর অবশ্যই ভালভাবে বসবাসের অধিকার আছে। তাই তাঁদের সরকারের পক্ষ থেকে যে বাসস্থান দেওয়া হয় তার আয়তন এতটা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকারি কর্মীরা অনেকদিন ধরেই তাঁদের কোয়াটার বা আবাসনের আয়তন বৃদ্ধির কথা বলে আসছিলেন। অবশেষে সেটা বাস্তবায়িত হওয়ায় খুশি সকলেই। এদিকে লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মোদি সরকার আরও একটা সুখবর দিতে পারে বলে শোনা যাচ্ছে।

সম্ভবত আরও এক দফা মহার্ঘ্য ভাতা অর্থাৎ DA ঘোষণা করতে পারে কেন্দ্র। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৪৬ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৫০ শতাংশে গিয়ে দাঁড়াবে মহার্ঘ্য ভাতা। উল্লেখ্য মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আগামী লোকসভা নির্বাচনের নোটিফিকেশন ঘোষণা করে দিতে পারে জাতীয় নির্বাচন কমিশন তার আগেই এই মহার্ঘ্য ভাতা ঘোষিত হওয়ার সম্ভাবনা প্রবল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 ১ মার্চ থেকে বদলে গেল এই ৫ টি নিয়ম! ঝামেলা থেকে বাচতে একে একে দেখুন

👉 মাত্র ২০০০ টাকা দিলেই নিজের মতো বাড়ি! নতুন প্রকল্প আনল প্রশাসন

👉 মার্চ মাসে এই ১৪ দিন ব্যাঙ্কে গিয়েও লাভ নেই! ব্যাঙ্কের দরজায় থাকবে বড় বড় তালা

👉 লটারির থেকে কম নয়! আবাস যোজনা নিয়ে বাংলার মানুষদের জন্য খুশির খবর

👉 একবারেই ২৫,০০০ টাকা দিচ্ছে সরকার! ১৮ এর বেশি বয়স হলেই আবেদন করা যাবে 

👉 এই গ্রামে থাকলে নগদ ১৫ লাখ টাকা পাবেন! সেইসাথে ফ্রি গাড়ি, বাড়ি ও চাকরি

Leave a Comment