Jio কে ঝটকা দিল BSNL, এবার কম টাকার রিচার্জ পাবেন, কিন্তু কত টাকায় দেখুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই মাসের শুরুতেই জিও থেকে শুরু করে এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। এইভাবে রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর ফলে গ্রাহকদের মাথায় হাত পড়েছে! কারণ ভয়ংকর রকম ভাবে একেকটি রিচার্জ প্ল্যানের দাম বেড়ে গেছে।

এখন কীভাবে নতুন করে রিচার্জ প্ল্যান করবেন তা ভাবতে গিয়ে কপালে ভাঁজ পড়েছে গ্রাহকদের! তবে BSNL এত কিছুর মধ্যেখানে আশ্বাস বাণীর মত রয়ে গেছে, এই টেলিকম সংস্থা রিচার্জ প্ল্যান বাড়ায়নি উপরন্তু গ্রাহকদের জন্য নিয়ে এসেছে মনসুন অফার, এর ফলে  ব্রডব্যান্ড ব্যবহারকারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

BSNL (Bharat Sanchar Nigam Limited)-এর মনসুন অফারের মাধ্যমে যে সকল গ্রাহকরা বুকিং সম্পন্ন করবেন, তারা ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন, এর পাশাপাশি তারা  এক মাসের জন্য বিনামূল্যেই সুবিধা পাবেন।  BSNL (Bharat Sanchar Nigam Limited) অন্যান্য টেলিকম সংস্থাগুলির সাথে জোর টক্কর দেওয়ার জন্য ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন। হ্যাঁ BSNL তার 4G পরিষেবা শুরু করেছে।

গ্রাহকরা যাতে উন্নত মানের ইন্টারনেট পরিষেবা পেতে পারেন সেই কারণেই BSNL তামিলনাড়ুর নানা শহরে  4G পরিষেবা চালু করেছে।

তামিলনাড়ুর পল্লীপেট থেকে  থিরুভেলয়েল, আন্নামালাইচেরি, আথিপেডু, পোন্নেরি, আর কে পেট, ভাঙ্গানুর, শ্রীকালিকাপুরম, বীরনাথুর, এলএনটি শিপইয়ার্ড কাট্টুপল্লীর মতো শহরগুলিতে এই পরিষেবা ইতিমধ্যেই উপলব্ধ হয়ে গেছে।

Jio, Airtel ও Vodafone-Idea-র মতো টেলিকম সংস্থার তুলনায় বিএসএনএলের রিচার্জ প্ল্যান যথেষ্ট সস্তা। BSNLতার গ্রাহকদের জন্য ১০৭ টাকায় ৩৫ দিনের বৈধতার একটি প্ল্যান দিয়েছে, এতে ২০০ ফ্রি ভয়েস কলিংয়ের সুবিধা রয়েছে,সাথে  ৩ GB পর্যন্ত ডেটা পাওয়া যাবে। 

আরো পড়ুনঃ ৭ টি নতুন রিচার্জ প্ল্যান আনল জিও, পাবেন এই বিশেষ সুবিধা

এছাড়া এই BSNL এর ১৪৭ টাকার রিচার্জ প্ল্যানে ৩০ দিনের জন্য  ১০ GB পর্যন্ত ডাটা ও আনলিমিটেড ভয়েস কলিং রয়েছে। ১৯৭ টাকার প্ল্যানে প্রথম ১৮ দিনের জন্য 2GB র 4G ডেটা, আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে, সাথে রোজ ১০০ টি SMS সহ ৭০ দিনের পরিষেবা উপলব্ধ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BSNL-এর ১৯৯ টাকার একটি প্ল্যান রয়েছে,যেখানে ৭০ দিনের বৈধতার সাথে আনলিমিটেড কল ও ২ GB ডেটা পাওয়া যায়। উৎসবের সময় BSNL ৩৯৭ টাকার একটি  প্ল্যান রেখেছে, এটি ১৫০ দিনের জন্য উপলব্ধ। এই প্ল্যানে, প্রথম ৩০ দিনের জন্য আনলিমিটেড কল ও ২ GB 4G ডেটা পাওয়া যায়। ৭৯৭ টাকার আরেকটি প্ল্যান রয়েছে BSNL এর,যেখানে ৩০০ দিনের বৈধতা আছে,এই ক্ষেত্রে প্রথম ৬০ দিনের জন্য আনলিমিটেড কল ও ২ GB ডেটা পাওয়া যায়।

Leave a Comment