ভারতের অন্যতম রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তাদের নেটওয়ার্ক সম্প্রসারণে দ্রুত গতিতে কাজ শুরু করে দিয়েছে। এরই মধ্যে সংস্থাটি একটি গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা ১৫ই জানুয়ারি, ২০২৫ তারিখ থেকে কার্যকর হবে।
কোন পরিষেবা বন্ধ হচ্ছে?
BSNL তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ঘোষণা করেছে যে, তারা তাদের 3G পরিষেবা বন্ধ করতে চলেছে। প্রাথমিক পর্যায়ে মুঙ্গের, খগড়িয়া, বেগুসরাই, কাটিহার এবং মোতিহারি জেলায় 3G নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে পাটনা সহ অন্যান্য জেলাগুলিতেও এই পরিষেবা বন্ধ করে দেওয়া হবে বলে খবর।
ব্যবহারকারীদের উপর প্রভাব
3G পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পরে লক্ষাধিক ব্যবহারকারীর উপর প্রভাব পড়বে। এবার থেকে 3G সিম ব্যবহারকারীরা শুধুমাত্র কলিং পরিষেবা পাবেন। তারা আর ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না এই সিমের মাধ্যমে।
তবে 3G সিম বন্ধ হয়ে যাওয়ার পরে ব্যবহারকারীরা বিনামূল্যে 4G সিম সংগ্রহ করতে পারবেন। পুরনো সিম জমা দিলে BSNL গ্রাহক সেবা কেন্দ্র বা BSNL-এর অফিস থেকে নতুন করে 4G সিম পাওয়া যাবে।
কীভাবে নতুন সিম পাবেন?
নতুন সিম পাওয়ার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-
- আপনার ফটো আইডি বা আধার কার্ড নিয়ে নিকটবর্তী কোন BSNL সেন্টারে যান।
- পুরনো 3G সিম জমা দিন।
- বিনামূল্যে নতুন 4G সিম সংগ্রহ করুন। মনে রাখবেন এর জন্য আপনাকে কোনরকম টাকা দিতে হবে না।
তবে BSNL-এর নতুন সিম কার্ড শুধু মাত্র 4G পরিষেবায় নয়, বরং ভবিষ্যতে 5G পরিষেবা দেবে। এর ফলে 5G পরিষেবা চালু হলে গ্রাহকদের নতুন সিম কিনতে হবে না।
BSNL-এর উদ্যোগ
BSNL-এর চিফ জেনারেল ম্যানেজার আর. কে. চৌধুরী জানিয়েছেন যে, রাজ্যের বিভিন্ন জেলায় 4G নেটওয়ার্ক সম্পূর্ণরূপে আপডেট করা হয়ে গেছে। এই কারণেই 3G পরিষেবা ধাপে ধাপে বন্ধ করা হচ্ছে। BSNL আশা করছে এই পদক্ষেপের মাধ্যমে তারা আরো উন্নত নেটওয়ার্ক পরিষেবা করে প্রদান করতে পারবে।
আরও পড়ুন: জিও-এয়ারটেলকে টেক্কা দিতে BSNL-এর সাশ্রয়ী প্ল্যান, একবার রিচার্জেই সারা বছরের সুবিধা
গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা
যারা এখনো BSNL-এর 3G সিম ব্যবহার করছেন, তারা দেরি না করে যত শীঘ্রই সম্ভব BSNL সেন্টারে গিয়ে 4G সিম সংগ্রহ করুন। BSNL-এর এই নতুন উদ্যোগ ব্যবহারকারীদের আরো দ্রুত এবং উন্নত নেটওয়ার্ক পরিষেবা প্রদান করবে, এটাই আশা করা যায়।