টেলিকম পরিষেবায় এবার বড় চমক দিল ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL। বেসরকারি টেলিকম সংস্থাগুলির মত উচ্চমূল্যের প্ল্যান নয়, বরং অনেক অনেক কম খরচে আরো উন্নত পরিষেবা দিতে স্কাইপ্রো (Skypro)-এর সঙ্গে হাত মিলিয়ে BSNL এবার নিয়ে আসলো নতুন IPTV পরিষেবা। আর এই পরিষেবার সবথেকে বড় বৈশিষ্ট্য হল সেট টপ বক্স ছাড়াই ৫০০টিরও বেশি টিভি চ্যানেল পাওয়ার সুবিধা।
স্কাইপ্রোর সহযোগিতায় BSNL-এর নতুন উদ্যোগ
টেলিকম জগতে এয়ারটেল, জিও এবং ভোডাফোন আইডিয়ার (VI) মধ্যে সংস্থাগুলি যখন তাদের প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে তখন BSNL-এর এই পদক্ষেপ গ্রাহকদের জন্য দারুন বিকল্প হতে চলেছে।
BSNL-এর নতুন পরিষেবার মাধ্যমে গ্রাহকরা স্মার্ট টিভি দ্বারা সরাসরি ৫০০টি HD লাইভ টিভি চ্যানেল দেখতে পারবে। এছাড়াও ২০ টির বেশি OTT প্ল্যাটফর্ম, যেমন- Netflix, Amazon Prime Video, Disney+ Hotstar সমস্ত কিছুর বিনামূল্যে অ্যাক্সেস পাওয়া যাবে। তাই এটা গ্রাহকদের জন্য দুর্দান্ত সুবিধা হতে চলেছে।
কেন এই পরিষেবা গুরুত্বপূর্ণ?
BSNL-এর এই পরিসেবা জনপ্রিয়তা লাভ করার পিছনে বিভিন্ন কারণ রয়েছে। সেগুলি হল-
সেট টপ বক্সের প্রয়োজন নেই- BSNL-এর এই IPTV পরিষেবা ব্যবহার করতে আলাদা করে কোনরকম সেট টপ বক্সের দরকার হবে না।
উন্নত ইন্টারনেট পরিষেবা- এই পরিষেবা শুধুমাত্র বিনোদন নয়, BSNL ব্রডব্যান্ড নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের জন্য দুর্দান্ত ইন্টারনেট পরিষেবা সরবরাহ করবে।
জনপ্রিয় চ্যানেলের সহজে এক্সেস- গ্রাহকরা এই পরিষেবার মাধ্যমে কালার্স, জি, স্টার, স্পোর্টস চ্যানেল সহ জনপ্রিয় অনেক চ্যানেল সহজেই এক্সেস করতে পারবে। এছাড়া বিভিন্ন OTT প্লাটফর্মের অ্যাক্সেস বিনামূল্যে পাওয়া যাবে।
কোথায় শুরু হচ্ছে এই পরিষেবা?
BSNL-এর পাঞ্জাব সার্কেলের CGM সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, “গত ২৮ নভেম্বর আমাদের নতুন ইন্টারনেট টিভি পরিষেবা CMD রবার্ট রবি জি-এর হাত ধরে চালু হয়েছে। বর্তমানে চণ্ডীগড়ে এই পরিষেবার পরীক্ষা চলছে।”
তবে প্রাথমিকভাবে এই পরিষেবার ৮ হাজার গ্রাহক রয়েছে এবং সংস্থার পরিকল্পনা অনুযায়ী এটি আন্তর্জাতিক স্তরে গোটা দেশে সম্প্রচারিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
গ্রাহকদের জন্য সুবিধা
BSNL-এর এই পরিষেবার মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন সুবিধা পাবেন। সেগুলি হল-
- কম খরচে উন্নত পরিষেবা পাওয়া যাবে,
- স্মার্ট টিভিতে সরাসরি লাইভ টিভি চ্যানেল দেখা যাবে,
- উচ্চগতির ইন্টারনেট পাওয়া যাবে,
- একাধিক OTT প্লাটফর্মের অ্যাক্সেস পাওয়া যাবে।
আরও পড়ুন: BSNL এর নতুন ঘোষণা, টেনশনে পড়ে গেল জিও?
তাই BSNL-এর এই নতুন উদ্যোগ নিঃসন্দেহে বেসরকারি টেলিকম সংস্থাগুলির জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিষেবার মাধ্যমে গ্রাহকরা খুবই উপকৃত হবেন এটাই আশা করা যাচ্ছে।