beware of calls from these 7 numbers account will be empty alert by lalbazar
WhatsApp Group Join Now

ডিজিটাল নির্ভর ভারতে, ফোন ধরলেই খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। একটু অন্যমনস্ক হলেই চরম বিপদ। বিশেষ কয়েকটি নম্বর থেকে ভুয়ো কল করে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে একদল ব্যাঙ্ক জালিয়াত।

এমন ভাবেই ব্যাঙ্ক ফ্রড করা হচ্ছে যে পুরো তথ্য আগে থেকে না জানলে বিপদ নিশ্চিত। এই বিষয়ে জনগণকে সতর্ক করল লালবাজার।

কীভাবে জালিয়াতি চলছে?

মোট সাতটি নম্বর নিয়ে উদ্বিগ্ন দেশের স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এই সাতটি নম্বরের ফোন এসে কীভাবে গ্রাহকদের ক্ষতি করতে পারে, সে সম্পর্কে জানিয়ে দিয়ে সতর্ক করল এবার।

1) বেলারুস, লাতভিয়া, সার্ভিয়া, তানজানিয়ার মতো দেশের ISD নম্বর থেকে ফোন আসছে।

2) ফোন করে মোটা টাকার নানা অফারের প্রলোভন দেওয়া হচ্ছে, ব্যাঙ্কিং পরিষেবার নাম করেও ফোন আসছে অনেক সময়।

WhatsApp Group Join Now

3) আর একবার ফোন ধরে নিলেই, কয়েক মিনিটের মধ্যে খালি হয়ে যাচ্ছে গ্রাহকদের পুরো ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এর জন্য কোনও ব্যক্তিগত তথ্যও লাগছে না।

কোন ৭ টি নম্বর থেকে ফোন এলে সাবধান!

নিম্নলিখিত ৭ টি নম্বর থেকে ফোন এলে একেবারেই ধরবেন না। কিংবা নম্বর থেকে মিসড কল এলেও ঘুরিয়ে কল করবেন না। নাহলেই বিপদ। দেউলিয়া হয়ে যেতে পারেন চোখের নিমেষে।

  • +375602605281
  • +371207913091
  • +371785650721
  • +563225537363
  • +370525292599
  • +255801130460
  • +371208791306

আরো পড়ুন: ৫০০ টাকার ৪ টি নোট দিচ্ছে সরকার, ৯ কোটির বেশি মানুষ পাবে এই সুবিধা

আসলে, এখন কৃত্রিম বুদ্ধিমত্তা এসে গিয়েছে। আরও নতুন নতুন প্রযুক্তি আবিষ্কৃত হচ্ছে। আর্থিক লেনদেনের জন্য আর আগের মতো ব্যাঙ্কের শাখার কাউন্টারে লম্বা লাইন দিতে হয় না। স্মার্টফোন থেকেই ব্যাঙ্কে টাকা জমা দেওয়া যায়, টাকা তোলা যায়, টাকা পাঠানোও যায়। এমন সময় নতুন নতুন সাইবার ক্রাইমও ভীষণ ভাবে মাথা চাড়া দিয়ে উঠছে। এমন সময় বাঁচতে হলে সচেতনতা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *