৫০০ টাকার ৪ টি নোট দিচ্ছে সরকার, ৯ কোটির বেশি মানুষ পাবে এই সুবিধা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গত ৯ জুন তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী। আর শপথ গ্রহণের পর তিনি দেশের কোটি কোটি কৃষকদের উন্নতির কথা ভেবে বড় পদক্ষেপ গ্রহণ করলেন কেন্দ্র। ২০০০ টাকা অর্থাৎ ৫০০ টাকার ৪ টি নোট সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কিসের জন্য এই টাকা দেওয়া হবে তা আজকে বিস্তারিত জানতে পারবেন।

পিএম কিষাণ সম্মান নিধির আওতায় দেশের প্রায় ৯ কোটি কৃষককে ২০,০০০ কোটি টাকা কেন্দ্র দিচ্ছে,এরপর গত সোমবার সকালেই এই সংক্রান্ত ফাইলে সই করেন মোদী।

উল্লেখ্য,২০২৪ সালের ২৮ শে ফেব্রুয়ারি ১৬ তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক একাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। এইবার ১৭ তম কিস্তির টাকা মেটানো হবে। এই টাকা কৃষকদের একাউন্টে ১৮ জুন থেকেই পাঠানো শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যে উপভোক্তারা তা পেয়ে যাবে।

সোমবার পিএম কিষাণ সম্মান নিধি সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করবার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে, কৃষকদের কল্যাণে আমরা সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ, এই কারণে হাতে দায়িত্ব পাওয়ার পরই কৃষক কল্যাণ সম্পর্কিত ফাইলে প্রথম স্বাক্ষর করলাম। আমরা ভবিষ্যতে কৃষক ও কৃষি খাতের জন্য আর‌ও বেশি কাজ করে যেতে চাই।

এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার দেশের যোগ্য কৃষকদের বার্ষিক ৬০০০ টাকা করে দেয়। তিনটে কিস্তিতে ২০০০ টাকা করে এই টাকা কৃষকদের দেওয়া হয়।

পিএম কিষান যোজনার একজন সুবিধাভোগীর জন্য কেওয়াইসি করা অত্যন্ত বাধ্যতামূলক। তাই যদি একজন পি এম কিষান যোজনার সুবিধা পেতে চান তাহলে তার জন্য কেওয়াইসি করা অত্যন্ত বাধ্যতামূলক, না হলে ১৭ তম কিস্তির টাকা থেকে আপনি বঞ্চিত হতে পারেন।

আরো পড়ুন: আবাস যোজনার টাকা এবার ঢুকবে! শুরু হচ্ছে সমীক্ষা, আপনি পাবেন কি?

পিএম কিষানের কেওয়াইসি কীভাবে করবেন?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রথমে পি এম কিষাণ প্রকল্পের পোর্টাল (https://pmkisan.gov.in/) খুলতে হবে, পোর্টাল খোলার পর ডান দিকের ফার্মার্স অপশনটির বেনিফিসিয়ারি তালিকা তে ক্লিক করুন, সেখানে সমস্ত তথ্য প্রদান করুন। প্রয়োজনীয় কিছু নথি চাওয়া হতে পারে, সেই নথি গুলি আপলোড করুন। তারপর মোবাইলে ওটিপি এলে সেই ওটিপিটি দিয়ে সাবমিট করতে হবে।

Leave a Comment