যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট (Bank Account) হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তাহলে কি করবেন? আসলে অনেকেই এই সম্পর্কে অবগত নয়। তবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবার গ্রাহকদের সতর্কবার্তা জারি করেছে। ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, যাদের কেওয়াইসি এখনো আপডেট করা হয়নি, তাদের অবশ্যই ৮ আগস্টের মধ্যে সম্পন্ন করে নিতে হবে। নাহলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।
কী বলেছে পিএনবি?
ব্যাংকের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যে সমস্ত গ্রাহকের কেওয়াইসি ৩০ জুন, ২০২৫ এর মধ্যে আপডেট করার প্রয়োজন ছিল, কিন্তু এখনও করেননি, তাদের অ্যাকাউন্ট ৮ আগস্টের পর ফ্রিজ করে দেওয়া হবে। এরপরে আপনি আর টাকা জমা দেওয়া, তোলা বা লেনদেন, কোনো কিছু করতে পারবেন না। তাই এই সময়ের মধ্যে অবশ্যই কেওয়াইসি আপডেট করে নিতে হবে।
কী কী ডকুমেন্ট লাগবে?
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কেওয়াইসি আপডেট করতে গেলে অবশ্যই কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। যেমন পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট। ঠিকানার প্রমাণপত্র, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্যান কার্ড, আয়ের প্রমাণপত্র এবং মোবাইল নম্বর।
কীভাবে কেওয়াইসি আপডেট করবেন?
কেওয়াইসি আপডেট করার জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক চাররকম পদ্ধতি চালু করে রেখেছে। সেগুলি হল—
- নিকটবর্তী কোনো পিএনবি শাখায় গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
- PNB ONE মোবাইল অ্যাপে লগইন করে কেওয়াইসি স্ট্যাটাস চেক করুন এবং প্রয়োজনীয় তথ্য আপলোড করে আপডেট করে ফেলুন।
- পিএনবি’র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগইন করে কেওয়াইসি আপডেট অপশনটিকে বেছে নিন।
- আপনার হোম ব্রাঞ্চের কেওয়াইসি ডকুমেন্টগুলি ইমেইল বা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে কেওয়াইসি আপডেট করতে পারবেন।
তবে যদি নির্দিষ্ট সময় সীমার মধ্যে কেওয়াইসি আপডেট না করেন, তাহলে অ্যাকাউন্ট অস্থায়ী ভাবে ফ্রিজ করে দেওয়া হতে পারে। পাশাপাশি কোনো লেনদেন করতে পারবেন না, টাকাও তুলতে পারবেন না বা জমা দিতে পারবেন না। এমনকি ডিজিটাল লেনদেনও বন্ধ হয়ে যাবে।
আরও পড়ুন: আধার, রেশন, ভোটার আইডি—কোনোকিছুতেই কাজ হবে না! জানিয়ে দিল কমিশন
কেওয়াইসি আপডেট হয়েছে কিনা কীভাবে জানবেন?
আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কিনা, তা খুব সহজেই আপনি বাড়িতে বসে জানতে পারবেন। এর জন্য পিএনবি অনলাইন ব্যাংকিং অ্যাপে লগইন করতে হবে। তারপর পার্সোনাল সেটিংসে গিয়ে কেওয়াইসি স্ট্যাটাস চেক করতে হবে। যদি আপডেটের প্রয়োজন হয়, তাহলে স্ক্রিনে দেখিয়ে দেবে।