বড় ধাক্কা খেল জিও (Jio)। ভোডাফোন, জিও, BSNL-দের টেক্কা দিয়ে এবার রাজার কুর্সি দখল এয়ারটেল (Airtel)-এর। এইতো মাস কয়েক আগেই টেলিকম কোম্পানিগুলো তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। এর পর থেকে সবাই সস্তা রিচার্জ প্ল্যান খুঁজে চলেছেন। অনেকেই নিজেদের সিম অন্য কোম্পানিতে পোর্ট করে চলেছেন। বেশিরভাগ জনই BSNL-এর দিকে ঝুঁকছেন।
তবে, এবার আর Airtel ছেড়ে BSNL-এ হয়ত যেতে হবে না। বরং যাঁরা গিয়েছেন, তাঁদের ফিরে আসতে হবে এয়ারটেলে। কারণ আপনিও যদি একটি সস্তা প্ল্যান খুঁজছেন, তাহলে একটি রিচার্জে চারজন ব্যক্তি সুবিধা পেতে পারবেন। এয়ারটেলের এই ফ্যামিলি প্যাক অপশনটি কিন্তু সেরার সেরা। এটি রিচার্জ করে পরিবারের সদস্যরা সুবিধা ভোগ করতে পারে।
এয়ারটেল ফ্যামিলি রিচার্জ প্ল্যান
Airtel-এর দু’ টি পোস্টপেইড ফ্যামিলি রিচার্জ প্ল্যান রয়েছে, যার দাম 1199 টাকা এবং 1399 টাকা। উভয় রিচার্জ প্ল্যান তিনটি সংযোগ যোগ করার অনুমতি দেয়, অর্থাৎ একই প্ল্যান মোট চারজন ব্যবহারকারীকে ব্যবহারের অনুমতি দেয়।
এয়ারটেলের 1,199 টাকার ফ্যামিলি প্যাক
সবচেয়ে সস্তা পোস্টপেইড ফ্যামিলি প্ল্যানের দাম 1,199 টাকা। এতে অতিরিক্ত তিনটি সংযোগের সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100টি SMS পাঠানোরও সুবিধা। একই সময়ে, প্রাথমিক সংযোগের জন্য 100GB ডেটা এবং অতিরিক্ত সংযোগের জন্য 30GB ডেটা উপলব্ধ। এছাড়াও ডিজনি+ হটস্টারের সাবস্ক্রিপশন 1 বছরের জন্য এবং অ্যামাজন প্রাইম ছয় মাসের জন্য উপলব্ধ।
আরো পড়ুনঃ PhonePe, Google Pay তেই বিপদ! মোবাইলে এগুলি থাকলেই জানুন
এয়ারটেলের 1,399 টাকার ফ্যামিলি প্যাক
এয়ারটেলের দ্বিতীয় ফ্যামিলি প্ল্যানটি 1,399 টাকায় পাওয়া যাচ্ছে। প্ল্যানে প্রাথমিক সংযোগের সঙ্গে তিনটি সংযোগ যোগ করার সুবিধা রয়েছে। আনলিমিটেড কলিং, দৈনিক 150টি SMS এবং মোট 150 GB ডেটা পাওয়া যাচ্ছে। এছাড়াও, Disney + Hotstar, Amazon Prime এবং Netflix-এর সাবস্ক্রিপশনও সম্পূর্ণ বিনামূল্যেই পাওয়া যাচ্ছে।