ভোট আসতে আর কিছু দিন বাকি। তবে তার মধ্যেই রাজ্যের মানুষের মন জয় করতে কোমর বেঁধে নেমে পড়েছে মমতা ব্যানার্জি। চালু করল নতুন অভিনব সরকারি প্রকল্প—”আমাদের পাড়া, আমাদের সমাধান।” (Amader Para Amader Samadhan) লক্ষ্য একটাই— পাড়ায় পাড়ায় ছোট ছোট সমস্যাগুলিকে সমাধান করা, আর স্থানীয় মানুষের কর্মসংস্থান করে দেওয়া।
শহর থেকে শুরু করে মফস্বল বা প্রত্যন্ত গ্রাম, প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রকম সমস্যা থাকে। কোথাও বা কলের জল নেই, আবার কোথাও পোল ভেঙে পড়েছে, আবার কোথাও স্কুলের ছাদ দিয়ে জল পড়ছে। এগুলি নিয়ে বড় বড় দপ্তরে অভিযোগ জানিয়ে সমাধানও মেলে না। তেমনই স্থানীয় মানুষ অনেক সময় সমস্যার সমাধান পায় না। সেই উদ্দেশ্যেই এবার এই পরিষেবা।
আমাদের পাড়া, আমাদের সমাধান
আসলে এই প্রকল্পের মূল কথা হল সরকারি পরিষেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, প্রতিটি বুধ ভিত্তিক এলাকায় এবার একটি করে ছোট সরকারি কেন্দ্র বা বুথ গড়ে তোলা হবে। আর এই বুথেই থাকবে সরকারি আধিকারিকরা, যারা পাড়ার মানুষের সমস্যা শুনে তাৎক্ষণিক সমস্যার সমাধান করে দেবে।
তবে হ্যাঁ, প্রতি তিনটি বুথ মিলে একটি করে কেন্দ্র গঠিত হবে। আর মোট ৮০ হাজার বুথে প্রায় দুই মাস ধরে চলবে এই প্রকল্প। আর প্রতিটি বুথে একদিন করে থাকবে অফিসাররা। সেখানে আলোচনার মাধ্যমে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি অনলাইন পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করা যাবে ও সমস্যা সমাধানের তথ্য মিলবে।
প্রকল্পের উদ্দেশ্য
এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, কোনো পাড়ায় কল নেই, কোথাও আবার আলো নেই, কোথাও স্কুলের ছাদ ভেঙে পড়ছে, এরকম হাজার হাজার সমস্যা প্রতিদিন এলাকায় হয়। আর সেই সমস্ত সমস্যার সমাধান করতে বড় বড় দপ্তরে যেতে হয় মানুষকে। তবে এবার আর নয়, সরকারি পরিষেবা পৌঁছবে এবার মানুষের দোরগোড়ায়। প্রসঙ্গত এই প্রকল্পে রাজ্য সরকার একটি বুথ গঠন করবে ১০ লক্ষ টাকা দিয়ে। ফলে মোট ৮ হাজার কোটি টাকা খরচ হবে।
প্রকল্পে কী কী সুবিধা মিলবে?
এই প্রকল্পে যে শুধুমাত্র অভিযোগ জানানো যাবে, এমনটা নয়। মিলবে একাধিক পরিষেবা। যেমন রাস্তা, পুকুর, স্কুল, অঙ্গনওয়াড়ি পরিকাঠামো মেরামত, বিদ্যুৎ খুঁটি বা লাইট সরানো, পানীয় জলের সমস্যা সমাধান, সরকারি প্রকল্পে আবেদন, লক্ষীর ভান্ডার, জমির মিউটেশন, রেশন কার্ড সংক্রান্ত সবকিছুই।
আরও পড়ুন: একদম ফ্রিতে করানো হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট কোর্স! কোথায়, কীভাবে আবেদন করবেন?
কবে মিলবে এই পরিষেবা?
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, আগামী ২ আগস্ট, ২০২৫ থেকে রাজ্যের সব জায়গায় শুরু হবে আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্প। আর ডিসেম্বর মাসে ফের চালু করা হবে দুয়ারে সরকার প্রকল্প। সেখানে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সমাধান পাবে রাজ্যের সাধারণ মানুষরা।