D.EL.ED কোর্সে কি কি কাজের সুবিধা রয়েছে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রাথমিক শিক্ষকের ধাপ হল প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলের শিক্ষক হতে গেলে D.EL.ED থাকতে হবে ও প্রাইমারি টেটে উর্ত্তীণ হতে হবে। বর্তমানে পশ্চিমবঙ্গে ২৪০ টি বেসরকারি কলেজ ও ৬ টি সরকারি D.EL.ED কলেজ রয়েছে। আগে D.EL.ED কোর্স প্রাইমারি শিক্ষক পদে পরীক্ষায় বসার জন্য বাধ্যতামূলক ছিলনা, কিন্তু বর্তমান দিনে D.EL.ED কোর্স প্রাইমারি শিক্ষক পদে পরীক্ষায় বসার জন্য বাধ্যতামূলক হয়ে গেছে। D.EL.ED কোর্স করতে গেলে উচ্চমাধ্যমিকে আর্টস/সাইন্স বিভাগ থেকে 50 শতাংশ নাম্বর পেতে হবে।  

D.EL.ED কী?

D.EL.ED হল একটি শিক্ষা প্রতিষ্ঠানিক কোর্স, যেখানে শিক্ষার্থীরা শিক্ষক বা শিক্ষিকা হওয়ার পর স্কুলের শিশুদেরকে কিভাবে পড়াবে, কিভাবে বোঝাবে, কিভাবে শিশুদেরকে সাথে আচার আচরণ করবে প্রভৃতি বিষয়ের সম্পর্কে শিক্ষা প্রদান করা হয়ে থাকে। D.EL.ED কোর্স শেষ হওয়ার সাথে সাথেই শিক্ষার্থীরা শিক্ষক বা শিক্ষিকার স্কুলে ছাত্রছাত্রীদের সাথে কি ধরনের আচার আচরণ হওয়া দরকার তা পুরোটায় আয়ত্ত করে নেই। D.EL.ED কোর্সের ক্ষেত্রে হাতের কাজ ও দক্ষতার উপর বেশি জোর দেয়।

D.EL.ED এর সম্পূর্ণ নাম কী?

D.EL.ED এর সম্পূর্ণ নাম হল Diploma Elementary Education, D.EL.ED এর বাংলায় অর্থ হল ডিপ্লোমা প্রাথমিক শিক্ষা।

D.EL.ED কলেজে শিক্ষার্থী নির্বাচন কিভাবে হয়?

উচ্চমাধ্যমিক পাশ ছাত্র-ছাত্রীরা D.EL.ED কোর্স করার জন্য সরকারী ও বেসরকারি ভাবে ভর্তি হতে পারে। সরকারী ও বেসরকারি D.EL.ED কলেজে ভর্তি হতে গেলে অনলাইনে ফর্ম ফিলাপ করতে হয়। এরপর নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট বার হয়, আর এই মেরিট লিস্টের উপর ভিত্তি করেই ভর্তি হয়।

D.EL.ED কলেজে শিক্ষার্থী ফি কত?

সরকারি ও বেসরকারি D.EL.ED কলেজে শিক্ষার্থীকে টাকা দিয়ে ভর্তি হতে হয়। সরকারি D.EL.ED কলেজে শিক্ষার্থী ভর্তি ফি 14,000 থেকে 20,000 টাকা, বেসরকারি D.EL.ED কলেজে শিক্ষার্থী ভর্তি ফি 70,000 থেকে 1,70,000 টাকার মধ্যে।

D.EL.ED কোর্স করতে কত বছর সময় লাগে?

D.EL.ED কোর্স করতে শিক্ষার্থী দুই বছর সময় লাগে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

D.EL.ED কোর্সে করে কি কি চাকরি (কাজ) পাওয়া যায়?

D.EL.ED কোর্স করে যে সব কাজের সুবিধা পাওয়া সেগুলি হল

১) D.EL.ED কোর্স করা থাকলে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রাইমারী (I-IV) ও আপার প্রাইমারী (V-VIII) স্কুলের ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা হওয়ার যায়।

২) D.EL.ED কোর্স করা থাকলে সেন্ট্রাল স্ট্রেটে প্রাইমারী (I-IV) ও আপার প্রাইমারী (V-VIII) স্কুলের ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা হওয়ার যায়।

৩) D.EL.ED কোর্স করা থাকলে নবোদয় বিদ্যালয়, নার্সারি স্কুল, মিশন স্কুল, আর্মি পাবলিক স্কুলে শিক্ষক বা শিক্ষিকা হওয়ার সুযোগ পাওয়া যায়।

৪) D.EL.ED কোর্স করা থাকলে প্রাইভেট স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হওয়ার যায়।

৫) D.EL.ED কোর্স করা থাকলে নিজস্ব স্কুল খোলাতে পারবে।

৬) D.EL.ED কোর্স করা থাকলে অনলাইনে টিচিং করাতে পারবে।

৭) D.EL.ED কোর্স করা থাকলে স্কুলের লাইব্রেরিয়ান হওয়ার যায়।

Leave a Comment