প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক নিয়ে বহু আলোচনা হয়েছে। ইতিমধ্যেই এই লিঙ্কের কাজ না করায় অনেকের প্যান কার্ড বাতিলও হয়ে গিয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে অনেকেই কাজটি করে উঠতে না পারায় ১০০০ টাকা জরিমানা দিয়ে আবার সেই কাজ করতে হয়েছে কাউকে কাউকে। কিন্তু জানেন কি মধ্যে দেশেরই কয়েক কোটি মানুষের প্যান-আধার লিঙ্ক নিয়ে মাথা ঘামানোরই প্রয়োজনই নেই! কারণ তাঁদের এই লিঙ্ক করতে হবে না।
কোটি কোটি ভারতবাসী যখন প্যান-আধার লিঙ্ক নিয়ে আতঙ্কিত তখন কারা এই দুশ্চিন্তা থেকে মুক্ত? স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছে। কারণ আয়কর দফতরের বিজ্ঞপ্তি বলছে, ৩০ জুনের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক না করলে আপনার প্যান কার্ড বাতিল হয়ে যাবে।
ফলে ব্যাঙ্কিং কাজ সহ আর্থিক লেনদেন বলতে গেলে করতেই পারবেন না। এরপর নতুন করে প্যান কার্ড চালু করতে হলে আপনাকে ১০ হাজার টাকা ফাইন দিতে হবে। কিন্তু এই ভারতেরই কয়েক কোটি মানুষের ক্ষেত্রে এই নিয়ম কার্যকরী নয়। তাঁরা এই দুশ্চিন্তা থেকে সম্পূর্ণ মুক্ত।
আরো পড়ুনঃ ১ টাকাও লাগবে না! ফ্রি গ্যাস সিলিন্ডার দেবে সরকার, বছরে এতগুলো গ্যারান্টি
আয়কর দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী দেশে বসবাসকারী চারটি শ্রেণির মানুষ প্যান-আধার লিঙ্কের বিষয়ে এই বিশেষ সুবিধা পাবেন।
কাদের প্যান-আধার লিঙ্ক না করলেও চলবে?
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের বিশেষ বিধি অনুযায়ী-
(1) অসম, মেঘালয় ও জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য প্যান-আধার লিঙ্ক বাধ্যতামূলক নয়।
(2) NRI-দের প্যান-আধার লিঙ্ক না করলেও চলবে।
(3) ভারতে বসবাসরত বিদেশী নাগরিকদের প্যান-অধার লিঙ্ক করতে হবে না।
(4) ৮০ বছর বা তার বেশি বয়সী ভারতীয় নাগরিকদের প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার প্রয়োজন নেই।
আরো পড়ুনঃ মাধ্যমিকের খাতা দেখা কমপ্লিট, রেজাল্ট দেওয়া হবে এই সময়ে
উপরে উল্লেখিত শ্রেণির মধ্যে কয়েক কোটি ভারতবাসী পড়েন। সম মিলিয়ে দেখা যাচ্ছে এই দেশের নাগরিকদের একটি উল্লেখযোগ্য অংশকে প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা নিয়ে মাথায় ঘামাতেই হচ্ছে না।