মাত্র একটি ২০ টাকার নোটের মূল্য নাকি ৪ লাখ টাকা! বিশ্বাস হচ্ছে না? কিন্তু অবাক হলেও সত্যি। সম্প্রতি এমনই একটি চাঞ্চল্যকর দাবি ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। কিন্তু কীভাবে একটি সাধারণ নোটের মূল্য এত টাকা হতে পারে? আসুন জেনে নেওয়া যাক পুরো বিষয়টি আজকের এই প্রতিবেদনে।
পুরনো নোটের প্রতি কেন এত আগ্রহ?
এখনো বিশ্বজুড়ে অনেক মানুষ রয়েছেন, যারা পুরনো এবং বিরল নোট ও কয়েন সংগ্রহ করতে ভালোবাসেন। এই সংগ্রাহকদের কাছে কিছু কিছু নির্দিষ্ট নোটের মূল্য অনেকটাই বেশি। বিশেষ করে যদি কোন নোটে নির্দিষ্ট সংখ্যা বা বিশেষ কোনো ডিজাইন থাকে, তাহলে সেই নোটের বাজারদর আরো বেড়ে যায়।
২০ টাকার নোটের দাম ৪ লক্ষ টাকা
সংগ্রাহকদের মতে, যদি ২০ টাকার একটি বিশেষ নোটে ‘৭৮৬’ নাম্বারটি উল্লেখ করা থাকে, তাহলে সেই নোটের দাম ৪ লক্ষ টাকা পৌঁছাতে পারে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। বিশেষ করে এই সংখ্যাটি যদি নোটের সামনের দিকে লেখা থাকে এবং সেটির রং গোলাপি হয় তাহলে সেটির বাজারদর আরো বেড়ে যেতে পারে।
৭৮৬ সংখ্যাটিতে কী আছে?
অনেক সংস্কৃতিতে ৭৮৬ সংখ্যাটিকে অত্যন্ত পবিত্র এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বিশেষত ইসলাম ধর্মে এই সংখ্যাটিকে আল্লাহর বিশেষ আশীর্বাদ বলে মনে করা হয়। ফলে অনেক ধর্মপ্রাণ ব্যক্তি ৭৮৬ সংযুক্ত নোট সংগ্রহ করতে আগ্রহী হন। আর সেই কারণেই এই নোটের মূল্য এত বেশি।
কোথায় বিক্রি করা যাবে এই নোট?
আপনার কাছে যদি এরকম ৭৮৬ নাম্বার যুক্ত গোলাপি ২০ টাকার নোট থাকে, তাহলে আপনি সেই নোট অনলাইনে বিক্রি করে ৪ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। এই নোট বিক্রি করার জন্য কিছু জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে। যেমন- eBay, CoinBazzar, OLX, Quickr ইত্যাদি।
আরও পড়ুন: প্যান কার্ড অতীত, পাল্টে যাচ্ছে এই কার্ড! এখনই প্যান ২.০ এর জন্যে আবেদন করুন
এই ওয়েবসাইটগুলিতে আপনি সহজেই আপনার নোটের ছবি আপলোড করে বিক্রির বিজ্ঞাপন দিতে পারেন। আগ্রহী ক্রেতারা আপনার সঙ্গে যোগাযোগ করে উপযুক্ত টাকা প্রদান করে আপনার নোটটি নিয়ে নেবে।
একটি সাধারণ ২০ টাকার নোটই আপনাকে রাতারাতি লাখপতি করে তুলতে পারে, যদি সেটি সত্যিই বিরল হয়। তবে নোট বিক্রি করার আগে যথাযথ যাচাই-বাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। আপনার কাছে যদি এমন কোন ৭৮৬ নাম্বার যুক্ত বিরল নোট থেকে থাকে, তাহলে আজই অনলাইনে বিক্রি করার চেষ্টা করে দেখতে পারেন।