Paytm এর গল্প গেলো, এবার PhonePe এবং Google Pay এর উপর সরকারের নিষেধাজ্ঞা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অনলাইন লেনদেনের দুনিয়ায় আবারও বড় ধাক্কা? Paytm এর পর Google Pay ও PhonePe আর নতুন ইউজার বা গ্রাহক তাদের প্ল্যাটফর্মে যোগ করতে পারবে না! এমনই একটি সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। এইসব একের পর এক ঘটনায় সাধারণ গ্রাহকরাও আতঙ্কিত হয়ে পড়ছেন। UPI পেমেন্ট করা নিয়ে মানুষের মনে সংশয় দেখা দিয়েছে। তবে কী গুগল পে ও ফোনপে’ও পেটিএম-এর মত কোন‌ও আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে?

সম্ভবত চলতি বছরের শেষ থেকে আর নতুন ইউজার বা গ্রাহক গুগল পে ও ফোনপে যোগ করতে পারবে না। রিজার্ভ ব্যাঙ্কের সম্মতি নিয়ে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (যারা ইউপিআই ব্যবস্থা পরিচালনা করে) এই নিয়ম আনতে চলেছে। কিন্তু এর সঙ্গে আর্থিক দুর্নীতি বা কেলেঙ্কারির কোন‌ও সম্পর্ক নেই।

Google Pay ও PhonePe কোন‌ওরকম অন্যায় করে শাস্তি পাচ্ছে ব্যাপারটা এমন নয়। সত্যি বলতে এটা কোন‌ও শাস্তিই নয়। বরং Google Pay ও PhonePe অত্যন্ত ভাল পারফরম্যান্স করছে। আর সেই ভাল পারফরমেন্সের জেরেই তাদের উপর গ্রাহকদের অতিরিক্ত আস্থা প্রকাশ‌ই মাথাব্যথা বাড়িয়েছে নিয়ন্ত্রকদের।

আরো পড়ুনঃ রান্নার গ্যাস দেখতে বাড়িতে লোক আসবে! এইগুলি ঠিক করে রাখুন

কেন Google Pay ও PhonePe আর নতুন গ্রাহক নিতে পারবে না?

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের তথ্য বলছে, দেশের ইউপিআই লেনদেনের বাজারে একচ্ছত্র রাজ করছে Google Pay ও PhonePe. এই দুই সংস্থা মিলিয়ে ইউপিআই লেনদেনের ৮৫% নিয়ন্ত্রণ করে। আর এটাই মাথাব্যথার কারণ নিয়ন্ত্রক ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের।

তাদের বক্তব্য, এর ফলে বাজারে মনোপলি বা একাধিপত্য কায়েম হয়েছে ওই দুই থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ের। তাছাড়া দুটি ইউপিআই পেমেন্ট গেট‌ওয়ের উপর এত অতিরিক্ত ভরসা করায় ভবিষ্যতে বিপদ দেখা দিতে পারে। কোনও কারণে একটি সংস্থায় প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে গোটা দেশের ইউপিআই পেমেন্ট ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই পরিস্থিতি বদলাতে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন একটি নতুন নির্দেশিকা জারি করেছে। তারা জানিয়েছে কোন‌ও থার্ড পার্টি ইউপিআই পেমেন্ট গেটওয়ের মার্কেট শেয়ার ৩০ শতাংশের বেশি হতে পারবে না। উল্লেখ্য এই বাজারে পেটিএম-এরও উল্লেখযোগ্য অবস্থান ছিল। কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠায় এবং তাদের পরিষেবা কার্যত বন্ধ হয়ে যাওয়ায় আরও বেশি করে গ্রাহকরা Google Pay ও PhonePe যুক্ত হয়েছেন।

আরো পড়ুনঃ মে মাসের ৮ তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, মার্কশীট দেবে এতদিন পর

এদিকে আগামী ৩১ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে Google Pay ও PhonePe উভয়কেই নিজস্ব মার্কেট শেয়ার কমিয়ে ৩০ শতাংশে নামিয়ে আনতে হবে। তবে কোন উপায়ে এই কাজ হবে তা এখনও পরিষ্কার নয়।

এই পরিস্থিতিতে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, আপাতত বেশ কিছু সময়ের জন্য Google Pay ও PhonePe’কে নতুন গ্রাহক নিতে নিষেধ করতে পারে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন। তবে গোটা বিষয়টা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। আশা করা যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই এই বিষয়ে বিস্তারিত আপডেট চলে আসবে।

Leave a Comment