Madhyamik Result Update: এপ্রিল না মে মাস? মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অষ্টাদশ লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। প্রথম দফার ভোট আগেই হয়ে গিয়েছে। এখনও আরও ছয় দফার নির্বাচন বাকি। ফলে নির্বাচনী আবহাওয়ার মধ্যে এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল।

কিন্তু ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হবে ১ জুন, আর ভোট গণনা ৪ জুন। ফলে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ মিটে যাওয়ার পর ফলাফল প্রকাশ করতে হলে অনেকটাই দেরি হয়ে যাবে। তাই কী করা হবে তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল। কিন্তু কবে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে অবশেষে তা জানা গেল।

সরকার বা পর্ষদের পক্ষ থেকে আগে দিন ঘোষণা না হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে গুজব ছড়িয়েছিল। প্রথমে শোনা গিয়েছিল মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আগেই নাকি বেরিয়ে যেতে পারে উচ্চমাধ্যমিকের রেজাল্ট! এবার নাকি এপ্রিল মাসের তৃতীয় ও চতুর্থ সপ্তাহের মধ্যবর্তী সময়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করে দেবে উচ্চ শিক্ষা সংসদ। পরে শোনা যায় ২৬ এপ্রিল এবারের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। যদিও পরবর্তীতে এই দুটোই গুজব বলে জানা যায়।

আরো পড়ুনঃ ভোটার কার্ড আছে তো কি হয়েছে! তবুও এরা ভোট দিতে পারবেন না

২০২৩ সালে ১৯ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয় ২৪ মে। চলতি বছর সেই ধারাবাহিকতা মেনেই প্রথমে মাধ্যমিক পরীক্ষা হয়েছে। তার কিছুদিন পর শুরু হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবার মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ১২ ফেব্রুয়ারি আর উচ্চমাধ্যমিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ২৯ ফেব্রুয়ারি।

স্বাভাবিকভাবেই আগে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে তারপর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে এটাই সকলের ধারণা। এবার সেই ধারণায় সীলমোহর পড়ল। মধ্যশিক্ষা পর্ষদের একটি সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসের প্রথম সপ্তাহেই প্রকাশ করা হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। তবে কত তারিখে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে সেই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ সরকারিভাবে এখনও কিছু জানায়নি।

পর্ষদ সভাপতি জানিয়েছেন, মাধ্যমিকের যাবতীয় খাতা দেখা হয়ে গেছে। এমনকি মার্কশিট পর্যন্ত ছাপানো হয়ে গিয়েছে। এবারের নিয়ম অনুযায়ী প্রত্যেক পরীক্ষার্থীর নম্বর অনলাইন পোর্টালে আপলোড করার কাজও শেষ। শুধু রাজ্য সরকার সবুজ সঙ্কেত দিলেই মাধ্যমিকের ফলাফল প্রকাশ করে দেওয়া হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পাশাপাশি বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন কবে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে তা জানার জন্য নিয়মিত https://wbbse.wb.gov.in wbresults.nic.in -এই দুটো ওয়েবসাইটের যেকোনও একটিতে নজর রাখতে।

আরো পড়ুনঃ কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে? এইভাবে স্ট্যাটাস চেক করে দেখুন

এদিকে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হওয়ার আগে সেই দিনের কথা সমস্ত সংবাদ মাধ্যমকে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। ফলে বিষয়টি জানতে পরীক্ষার্থী ও অভিভাবকদের অসুবিধা হবে না। আর ফলাফল প্রকাশের দিন wbresults.nic.in -এই ওই ওয়েবসাইটে গিয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে থাকা রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে প্রত্যেক পরীক্ষার্থী নিজস্ব নম্বর দেখে নিতে পারবেন।

Leave a Comment