রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং নিয়ে এবার এক দুশ্চিন্তার খবর। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে আমজনতাকে বেশ কিছুটা স্বস্তি দিয়েছিল। কিন্তু তার পরপরই জানা গেল মে মাস থেকে গ্যাস বুক করার খরচ বাড়তে চলেছে।
স্বাভাবিকভাবেই সাধারণ গ্রাহকরা বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। আসুন এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক মে মাস থেকে গ্যাস সিলিন্ডার বুকিং-এর খরচ ঠিক কতটা বাড়তে চলেছে।
প্রতিবেদনের শুরুতেই আমরা উল্লেখ করেছি মে মাস থেকে গ্যাস সিলিন্ডার বুকিং-এর খরচ বাড়তে চলেছে। কিন্তু আপনার পক্ষে স্বস্তির কথা হতে পারে, এই গ্যাস সিলিন্ডার বুকিংয়ের খরচ বৃদ্ধির বিষয়টি। কারণ এটি সবার জন্য প্রযোজ্য নয়। ভাল করে বললে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের যে খরচ বাড়তে চলেছে তা দেশের বেশিরভাগ মানুষের উপরেই প্রভাব ফেলবে না। তবে যাদের উপর প্রভাব ফেলবে তাঁদের সংখ্যাটাও নেহাত কম নয়।
আসলে বর্তমান সময়ে চিরাচরিত প্রথা ছাড়াও বহু ব্যস্ত মানুষ ক্রেডিট কার্ডের মাধ্যমে অগ্রিম গ্যাস বুকিং এবং পেমেন্ট করে থাকেন। যারা এই কাজটি করেন তাঁদের ক্ষেত্রেই মে মাস থেকে গ্যাস বুকিংয়ের খরচ বাড়তে চলেছে।
আরো পড়ুনঃ আগে মিলত ২০০ টাকা এখন মিলবে ৩০০ টাকা! এই গ্যাস সিলিন্ডারে পাবেন সুবিধা
কারণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউটিলিটি বিল পেমেন্ট করার উপর অতিরিক্ত সারচার্জ চাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ইউটিলিটি বিল পেমেন্টের মধ্যে পড়ে গ্যাস সিলিন্ডারে টাকা দেওয়া, ইলেক্ট্রিসিটি বিল দেওয়া, জলের মিটারের বিল দেওয়া ইত্যাদি ইত্যাদি।
তবে আপনি শুনে খুশি হতে পারেন যে সকল ক্রেডিট কার্ড গ্রাহকের উপর এই বোঝা চাপবে না। কেবলমাত্র IDFC First Bank ও Yes Bank-এর গ্রাহকদের উপর চাপতে চলেছে এই অতিরিক্ত বোঝা। এই দুই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে যে গ্রাহকরা গ্যাস সিলিন্ডার বুকিং করেন এবং পেমেন্ট দেন তাঁদেরকেই মে মাস থেকে বেশি অর্থ খরচ করতে হতে পারে।
জানা গিয়েছে, একটি বিলিং সাইকেলের মধ্যে Yes Bank-এর ক্রেডিট কার্ড হোল্ডারদের ইউটিলিটি বিল পেমেন্টের পরিমাণ ১৫,০০০ টাকার গণ্ডি ছাড়িয়ে গেলেই ১% সারচার্জ এবং তার উপর জিএসটি প্রদান করতে হবে।
আরো পড়ুনঃ আধার-প্যান লিঙ্ক থাকুন বা না থাকুক, এইসমস্ত লোকেদের কোনো লাভ নেই
IDFC First Bank-এর ক্রেডিট কার্ড হোল্ডারদের ইউটিলিটি বিল পেমেন্টের পরিমাণ ২০,০০০ টাকার গণ্ডি ছাড়ালেই তার উপর ১% সারচার্জ ও জিএসটি দিতে হবে। এইভাবেই ঘুরপথে বাড়তে চলেছে গ্যাস বুকিংয়ের খরচ।