মোবাইলের ১০,০০০ টাকা তো দিচ্ছেই! এবার ১৮,০০০ দেবে সরকার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মাধ্যমিক পরীক্ষা দিলেই হবে বাজিমাত। পশ্চিমবঙ্গ সরকার পড়ুয়ার হাতে তুলে দেবে মহা অংকের টাকা। মোবাইল কেনার জন্য যেমন 10,000 টাকা দেওয়া হয়, সেটার পাশাপাশি কিন্তু আরও 18,000 টাকা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। আগামী মাসের মধ্যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এসে গেলেই টাকা পাঠাতে শুরু করবে সরকার। এবার কারা পাবেন এবং কারা পাবেন না, জেনে নিন

স্বামী বিবেকানন্দের চিন্তাধারা পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যিনি ভারতীয় সাংস্কৃতিক প্রবাহে জ্ঞানকে উত্সাহিত করেছিলেন, তাঁর চিন্তাধারায় রাজ্যের পদক্ষেপ অর্থনৈতিকভাবে দুর্বল এবং মেধাবী শিক্ষার্থীদের তাদের শিক্ষাগত স্বপ্ন পূরণ করতে সহায়তা করে। ঠিকই ধরেছেন, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024-এর কথা বলছি।

কারা কত টাকা পাবেন?

যোগ্যতা: এই বৃত্তি 9 থেকে 12 শ্রেণী এবং স্নাতক, স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত পড়ুয়াদের জন্য উপলব্ধ।

আয়ের মানদণ্ড: শিক্ষার্থীদের পারিবারিক আয় বার্ষিক 2,50,000 টাকার বেশি হলে চলবে না।

যোগ্যতার মানদণ্ড: আবেদনকারীদের আগের পরীক্ষায় ভালো নম্বর পেতে হবে, অন্তত 60%।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

টাকার পরিমাণ: দেওয়া হবে 18,000 টাকা পর্যন্ত। বৃত্তির পরিমাণ কোর্সের স্তর অনুযায়ী পরিবর্তিত হয়। তবে, 60% নম্বর পেলে মাধ্যমিক পড়ুয়ারা টাকা পাবেন নিশ্চিত উদাহরণস্বরূপ, স্নাতক স্তরের আর্টসের শিক্ষার্থীরা প্রতি বছর 12,000 টাকা পর্যন্ত পেতে পারেন।

আরো পড়ুনঃ লক্ষ্মীর ভান্ডারে মাসে ৩০০০ টাকা! নামও পাল্টে যাবে, বললেন এই নেতা

আবেদন প্রক্রিয়া

শিক্ষার্থীদের SVMCM পোর্টালের (svmcm.wbhed.gov.in) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। মনে রাখবেন, আবেদন প্রক্রিয়া সাধারণত জুলাই/আগস্টে শুরু হয় এবং সেপ্টেম্বর/অক্টোবরে বন্ধ হয়ে যায়।

আবেদনের জন্য গুরুত্বপূর্ণ নথি

1) মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বা তার সমমানের

গত বোর্ড/কাউন্সিল/বিশ্ববিদ্যালয়/কলেজ পরীক্ষার মার্কশিট

2) ভর্তির রসিদ

3) পরিবারের আয়ের শংসাপত্র

4) আধার আইডি/ভোটার আইডি/রেশন কার্ড/সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট

5) ব্যাঙ্ক পাসবুকের স্ক্যান কপি (প্রথম পৃষ্ঠা, অ্যাকাউন্ট নম্বর এবং IFSC সহ)

6) পূর্ববর্তী শিক্ষাবর্ষে ভর্তি না হওয়ার ক্ষেত্রে HOI এর মতো উপযুক্ত কর্তৃপক্ষের সার্টফিকেট

আরো পড়ুনঃ ১১ বছর পর উচ্চ মাধ্যমিকের নিয়মে বিরাট বদল! আর দিতে হবেনা এই পরীক্ষা

কীভাবে আবেদন করবেন?

1) অফিসিয়াল ওয়েবসাইট -এ যেতে হবে।

2) হোমপেজে, আপনাকে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে।

3) এবার আপনাকে রেজিস্ট্রেশনের জন্য proceed এ ক্লিক করতে হবে।

4) রেজিস্ট্রেশন ফর্ম আপনার সামনে উপস্থিত হলে মোবাইল নম্বর, ইমেইল প্রদান করুন।

5) রেজিস্ট্রেশনের পরে প্রার্থীর জন্য 15 সংখ্যার অক্ষর সহ একটি আবেদনকারী আইডি তৈরি হবে।

6) এই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

7) ক্যাপচা কোড লিখে বাকি আবেদনপত্র পূরণ করুন।

8) নিম্নলিখিত আকারে ছবি এবং স্বাক্ষরের স্ক্যান করা কপি আপলোড করুন-

ছবি ও স্বাক্ষর বিন্যাস- JPG/JPEG

ছবি এবং স্বাক্ষরের আকার – 10KB-20KB

10) আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে Submit Application এ ক্লিক করুন।

Leave a Comment