১১ বছর পর উচ্চ মাধ্যমিকের নিয়মে বিরাট বদল! আর দিতে হবেনা এই পরীক্ষা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, WBCHSE 2024-25 শিক্ষাবর্ষ থেকে প্লাস টু পরীক্ষায় একটি সেমিস্টার সিস্টেম চালু করবে। এইচএস কাউন্সিলের বিজ্ঞপ্তি অনুসারে, উচ্চ মাধ্যমিক (এইচএস) স্তরে সেমিস্টার পদ্ধতি চালু করা হবে 2024-25 শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণির জন্য এবং 2025-26 শিক্ষাবর্ষ থেকে দ্বাদশ শ্রেণি অর্থাৎ উচ্চ মাধ্যমিকের জন্য

সেইসাথে ১১ বছর ধরে চলা একটি নিয়ম আর উচ্চ মাধ্যমিকে থাকবে না। এই সেমিস্টার পদ্ধতির নিয়মে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে আর টেস্ট দেওয়ার প্রয়োজন পড়বেই না। ‘টিচিং লার্নিং’ পদ্ধতির অধীনেই সবটা হবে, বলে জানানো হয়েছে বোর্ডের তরফে।

উচ্ছ মাধ্যমিক পরীক্ষার্থীরা 2026 এবং 2025 সালে যথাক্রমে 12 এবং 11 শ্রেণীর পরীক্ষায় দুইবার উপস্থিত হওয়ার সুযোগ পাবে। HS কাউন্সিল এখন বছরে একবার পরীক্ষা পরিচালনা করে এবং এই মডিউলের চূড়ান্ত স্টেট বোর্ড ব্যাচ 2025 সালে হবে। নতুন শিক্ষানীতিতে প্রশ্নপত্রে বহুনির্বাচনী (MCQ) এবং বর্ণনামূলক ধরনের প্রশ্ন প্রবর্তনের সুপারিশ করা হয়েছে। 11 এবং 12 সেমিস্টার পরীক্ষায় তাদের পারফরম্যান্সের ভিত্তিতে শিক্ষার্থীদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে।

টিচিং লার্নিং পদ্ধতির জন্য সময়সীমা

টিচিং লার্নিং পদ্ধতিরও সময়সীমা বেঁধেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রত্যেক বছরের জন্য সব মিলিয়ে মোট 200 ঘণ্টা দেওয়া হয়েছে। 100 ঘণ্টায় প্রথম সিমেস্টার, 80 ঘন্টায় দ্বিতীয় সিমেস্টার, আর বাকি 20 ঘণ্টায় রেমিডিয়াল ক্লাস, টিউটোরিয়াল ক্লাস ও হোম অ্যাসাইনমেন্ট দেওয়া হবে।

আরো পড়ুনঃ পরিবারের কেউ চাকরি না করলে পরীক্ষায় ১০ নম্বর দেওয়া হবে, বিরাট ঘোষনা মুখ্যমন্ত্রীর

উচ্চ মাধ্যমিকে নম্বরের বিভাজন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শারীরশিক্ষা, মিউজিক ও ভিজুয়াল আর্টস বাদে সব প্র্যাকটিক্যাল ভিত্তিক বিষয় 70 ও 30 নম্বরে বিভক্ত। 70 নম্বর থিয়োরিতে এবং প্র্যাকটিক্যালে 30।

থিয়োরি পেপারের 70 নম্বর আবার 35 নম্বর করে ভাগ হয়ে যাবে দুই সিমেস্টারে থাকবে। আর যেগুলি সম্পূর্ণ ভাবে থিয়োরি সেগুলি 80 থাকবে ও প্রজেক্টের জন্য বাকি 20 নম্বর দেওয়া হবে। থিয়োরি পেপারের 80 নম্বরও আবার 40 নম্বর করে ভাগ হয়ে যাবে দুই সিমেস্টারে চলে যাবে।

টেস্ট পরীক্ষার বদলে যা করতে হবে

মনে রাখবেন, টেস্ট পরীক্ষা দিতে হবে না ঠিকই, কিন্তু দ্বাদশ শ্রেণির প্রথম সিমেস্টার দিতে গেলে একাদশে প্র্যাকটিক্যাল ও থিয়োরিতে পাশ করতে হবে। পাস নম্বর হল, 70 এ 21 এবং 80 এ 24। এবার প্ৰথম সেমিস্টারের নম্বর যাচাই করা হবে দ্বিতীয় সেমিস্টারে গিয়ে। প্রথমটায় ভালো ফল না হলে, দ্বিতীয়টায় ভালো করার সুযোগ অবশ্যই পাবেন।

আরো পড়ুনঃ মাধ্যমিকের আগেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? মার্কশীট পাবে এতদিন পর

উচ্চ মাধ্যমিক ২০২৫ পরীক্ষার রুটিন (HS Exam 2025 Routine)

ইতিমধ্যে, WBCHSE 2025-এর জন্য HS পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ করেছে। HS প্রথম ভাষার পরীক্ষা দিয়ে শুরু হবে- বাংলা, ইংরেজি, হিন্দি এবং শেষ হবে পরিসংখ্যান, ভূগোল দিয়ে। গুরুত্বপূর্ণ পরীক্ষার তারিখগুলি হল-

  • 3 মার্চ, 2025 – বাংলা (A), ইংরেজি (A), হিন্দি (A), নেপালি (A), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি।
  • 4 মার্চ, 2025 – স্বাস্থ্যসেবা, অটোমোবাইল, সংগঠিত খুচরা বিক্রয়, নিরাপত্তা, আইটি, এবং আইটিইএস, ইলেকট্রনিক্স, পর্যটন এবং আতিথেয়তা, নদীর গভীরতানির্ণয়, নির্মাণ, পোশাক, সৌন্দর্য ও সুস্থতা, কৃষি, শক্তি – বৃত্তিমূলক বিষয়।
  • 5 মার্চ- দ্বিতীয় ভাষা (ইংরেজি, বাংলা, হিন্দি (B), নেপালি (B), বিকল্প ইংরেজি)
  • 6 মার্চ- অর্থনীতি।
  • 7 মার্চ- পদার্থবিদ্যা, পুষ্টি, শিক্ষা, হিসাববিজ্ঞান।
  • ৪ মার্চ- কম্পিউটার বিজ্ঞান, আধুনিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ।
  • 11 মার্চ- রসায়ন, সাংবাদিকতা এবং গণযোগাযোগ।
  • 13 মার্চ- গণিত, মনোবিজ্ঞান, নৃবিজ্ঞান, কৃষিবিদ্যা, ইতিহাস।
  • 17 মার্চ- জীববিজ্ঞান, ব্যবসায় অধ্যয়ন, রাষ্ট্রবিজ্ঞান।
  • 18 মার্চ- 18 মার্চ, 2025 – পরিসংখ্যান, ভূগোল, খরচ ও কর, গৃহ ব্যবস্থাপনা এবং পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা।

Leave a Comment