ভারতীয় ব্যাঙ্কগুলোতে দাবিবিহীন অর্থের পাহাড় ক্রমশই বাড়ছে। মাত্র এক বছরের ব্যবধানে আরও প্রায় ১০ হাজার কোটি দাবিবিহীন টাকা ব্যাঙ্কগুলির হিসাবের খাতায় নথিভুক্ত হয়েছে। বর্তমানে ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থায় রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক মিলিয়ে মোট ৪২ হাজার ২৭২ কোটি দাবিবিহীন টাকা জমা আছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী টানা ১০ বছর যদি কোনও সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার না হয় বা মেয়াদ ফুরিয়ে যাওয়ার ১০ বছর পরেও যদি কোনও ফিক্সড ডিপোজিটের টাকা তোলা না হয় সে ক্ষেত্রে তাকে দাবি বিহীন অর্থ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
এক্ষেত্রে গ্রাহক বা তার উত্তরসূরীরা কেউ ওই টাকার দাবি জানান না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে যার নামে অ্যাকাউন্ট তিনি হয়ত প্রয়াত হয়েছেন। কিন্তু আইনি জটিলতা বা উত্তরাধিকার নিয়ে বিবাদ অথবা কাউকে নমিনি না করে যাওয়ার কারণেই এই অর্থগুলো ব্যাঙ্কের ভাঁড়ারে জমা থাকছে, তার বৈধ উত্তরাধিকাররা কেউ পাচ্ছেন না।
২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত হিসাবে ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থায় দাবি বিহীন আমানতের পরিমাণ ৪২ হাজার ২৭২ কোটি টাকা। অথচ এক বছর আগেও যেটি ছিল ৩২ হাজার ৯৩৪ কোটি টাকা। বর্তমানে দাবি বিহীন আমানতের মধ্যে ৩৬ হাজার ১৫৫ কোটি টাকা আছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোতে। আর বাকি ৬ হাজার ৮৭ কোটি টাকা আছে বেসরকারি ব্যাঙ্কগুলোয়। এর মধ্যে এসবিআই-তেই আছে ৮ হাজার ৮৬ কোটি টাকা।
ক্রমশই দাবিবিহীন আমানতের পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় চিন্তিত রিজার্ভ ব্যাঙ্ক এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তারা চায় যাবতীয় জটিলতা মিটিয়ে এই জমা থাকা অর্থগুলো উত্তরসূরিদের কাজে লাগুক। কিন্তু তা যে সর্বক্ষেত্রে সম্ভব নয় সেটাও এতদিনে প্রায় পরিষ্কার।
আর তাই ভারত সরকারের ‘ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস (ডিইএ) ফান্ড স্কিম’ অনুযায়ী এই দাবিবিহীন আমানত একটা সময়ের পর গ্রাহক প্রশিক্ষণ ও পরিষেবার মান উন্নয়ন করণের লক্ষ্যে এই ফান্ডে ট্রান্সফার হয়ে যায়। যেটার তত্ত্বাবধানে থাকে খোদ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
দাবি বিহীন আমানতের সমস্যা এড়াতে কী করবেন?
অ্যাকাউন্ট খোলার সময় কতগুলো বিষয়ের দিকে নজর রাখুন-
(১) সেভিংস বা ফিক্সড যে অ্যাকাউন্টই হোক না কেন সেখানে নমিনির নাম যুক্ত করুন।
(২) অ্যাকাউন্টে নিজের পাশাপাশি নমিনির কেওয়াইসি করিয়ে রাখুন।
(৩) নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিনিয়োগের ব্যাপারে পরিবারের সদস্যদের সমস্ত কিছু জানিয়ে রাখুন। যাতে কোনও দুর্ঘটনা ঘটে গেলে তাঁরা সংশ্লিষ্ট জায়গায় যোগাযোগ করে প্রাপ্য অর্থ পেতে পারেন।
অন্য কারোর উত্তরাধিকারী হিসেবে আপনি যদি রিজার্ভ ব্যাঙ্কের এই অভিযান থেকে নিজের প্রাপ্য অর্থ পেতে চান তবে-
- যিনি মারা গিয়েছেন তারা অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য জোগাড় করুন।
- যার নামে অ্যাকাউন্ট তারা সঙ্গে আপনার সম্পর্ক ঠিক কী সেটা সরকারি নথি দিয়ে প্রমাণ করুন। সেই সঙ্গে যাবতীয় সঠিক পরিচয়পত্র ব্যাঙ্কের কাছে তুলে ধরুন।
🔥 সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 এপ্রিলে ৫০০ ধরনের ওষুধের দাম বাড়ছে, কিন্তু সরকার বলছে অন্য কথা
👉 ভোটের আগে ১৫,০০০ টাকা দিচ্ছে মোদী! এই কাগজপত্র নিয়ে আবেদন করুন
👉 গোল্ডেন আওয়ার স্কিমে ১.৫ লাখ টাকার সুবিধা! কারা পাবে এই সুবিধা?
👉 ৬ মাস টাকা তোলা যাবেনা, এই ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা দিল RBI
👉 কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নতুন সুখবর! এবার ৩৫ লাখ টাকা পাবে এই কাজের জন্য
👉 ভোটের মধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, কীভাবে দেখা যাবে রেজাল্ট?