বাজারে আবারও বাজিমাত করল Jio ও Airtel. সেই সঙ্গে আরও একবার প্রতিযোগিতায় এই দুই প্রতিপক্ষের থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়ল Vi. টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI-এর করা সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে, সদ্য শেষ হওয়া অর্থবর্ষে বিপুলসংখ্যক নতুন গ্রাহক পেয়েছে মুকেশ আম্বানির জিও। এই দৌড়ে খুব একটা পিছিয়ে নেই এয়ারটেল’ও। তাদেরও গ্রাহক সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু আবারও গ্রাহক সংখ্যা কমেছে ভোডাফোন-আইডিয়া গোষ্ঠীর ভি’এর। গত অর্থবর্ষে তারা নতুন করে ১৫ লক্ষ গ্রাহক হারিয়েছে।
এয়ারটেল এবং জিও ইতিমধ্যেই ৫জি পরিষেবা দিতে শুরু করেছে। সর্বত্র এই পরিষেবা পাওয়া না গেলেও দ্রুত হারে তারা ৫জি পরিষেবা প্রদানকারী এলাকার সীমা বৃদ্ধি করছে। তাছাড়া এদের ৪জি নেটওয়ার্কও যথেষ্ট উন্নত। অপরদিকে ভি (Vi) আর্থিক সঙ্কটের কারণে এখনও পর্যন্ত ৫জি পরিষেবাই শুরু করে উঠতে পারেনি। তাছাড়া তাদের পরিষেবার সার্বিক মান অতীতের থেকে অনেকটাই নিম্নগামী বলে অভিযোগ।
এই পরিস্থিতিতে গত কয়েক বছর ধরেই ভি-এর বহু গ্রাহক আস্থা রাখতে না পেরে সংস্থা বদলে জিও বা এয়ারটেলের সিম নিয়েছেন। ২০২৩-২৪ অর্থবর্ষে সংস্থা পাল্টানোর এই প্রক্রিয়া ব্যাপকভাবে চলেছে। ট্রাইয়ের হিসাব বলছে, গত অর্থবর্ষে নতুন ৪২ লক্ষ গ্রাহক যুক্ত হয়েছে জিও’র সঙ্গে। ফলে তাদের মোট গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৬ কোটিতে।
অপরদিকে এয়ারটেলেও নতুন গ্রাহকের সংখ্যা খুব একটা খারাপ নয়। গত অর্থবর্ষে প্রায় ৭.৫ লক্ষ নতুন গ্রাহক যুক্ত হয়েছে এয়ারটেল-এর সঙ্গে। ফলে তাদের মোট গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ কোটিতে। মোট গ্রাহক সংখ্যা নিরিখে এয়ারটেল ও জিও’র মধ্যে জোরদার টক্কর চলছে। অপরদিকে ক্রমাগত গ্রাহক হারাতে থাকায় ভি-এর গ্রাহক সংখ্যা কমে হয়েছে ২২ কোটি। ক্রমাগত গ্রাহক কমতে থাকায় অনেকের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে যে ভি বুঝি এবার উঠে যাবে।
এই প্রসঙ্গে একটা কথা বলার- আর্থিক হাল সত্যিই বেশ খারাপ ভি-এর। তারা ক্রমাগত আর্থিক ক্ষতি করে চলছে। তবে সংস্থাটিকে ঘুরে দাঁড় করানোর জন্য প্রোমোটাররা যথাসাধ্য চেষ্টা করছেন। সম্প্রতি নতুন করে বিপুল বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি হয়েছে ভারত-ব্রিটিশ যৌথ মালিকানাধীন এই টেলিকম পরিষেবা সংস্থাটিতে। যদি তারা নতুন করে বিনিয়োগ আনতে পারে তাহলে হয়ত পরিস্থিতি বদলাবে।
🔥 সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 রাজ্যে ভোটের মধ্যেই আবার সক্রিয় ইডি (ED), রেশন কার্ড নিয়েই যত প্রবলেম
👉 ভোটের আগে ১৫,০০০ টাকা দিচ্ছে মোদী! এই কাগজপত্র নিয়ে আবেদন করুন
👉 গোল্ডেন আওয়ার স্কিমে ১.৫ লাখ টাকার সুবিধা! কারা পাবে এই সুবিধা?
👉 ৬ মাস টাকা তোলা যাবেনা, এই ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা দিল RBI
👉 ব্যাঙ্কে ব্যাঙ্কে পড়ে রয়েছে ৪২ হাজার কোটি টাকা, কারা পাবে সেই টাকা? চিন্তায় RBI
👉 এপ্রিলে ৫০০ ধরনের ওষুধের দাম বাড়ছে, কিন্তু সরকার বলছে অন্য কথা