সময়টা ভারতীয় ব্যাঙ্কিং ক্ষেত্রে পক্ষে মোটেই ভাল যাচ্ছে না। Paytm Payment Bank-এর লাইসেন্স বাতিলের পর এবার ৫ টি ব্যাঙ্ককে মোটা টাকা জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে ছড়িয়ে আছে এই ব্যাঙ্কগুলো। এই বিপুল জরিমানার কারণে ব্যাঙ্কগুলোর গ্রাহকদের মধ্যে দুশ্চিন্তা ছড়িয়েছে।
বছর কয়েক আগে, Yes Bank এবং IDBI Bank উঠে যাওয়ার মুখে এসে দাঁড়িয়েছিল। সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই দুটি ব্যাঙ্ককে রক্ষা করে। ফলে লক্ষ লক্ষ মানুষের আমানত বেঁচে যায়। কিন্তু সরকারই বা আর কত ব্যাঙ্ককে এভাবে রক্ষা করবে! তাই ফেঁসে যাওয়া অন্যান্য বাকি ব্যাঙ্কগুলোর ঝাঁপ পড়তে শুরু করেছে।
এবার নাবার্ড (NABARD) কে সঠিক সময়ে হিসাব না দেওয়া, রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত সীমার থেকে বেশি ঋণ প্রদান, ইচ্ছাকৃতভাবে ঝুঁকিপূর্ণ ঋণ দেওয়া, সম্পূর্ণ অযোগ্য ব্যক্তিকে পরিচালন পর্ষদের ঠাঁই দেওয়ার মত বিভিন্ন কারণে এই ব্যাঙ্কগুলো অভিযুক্ত। তাই শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে তাদের মোটা টাকা জরিমানা করেছে আরবিআই।
সবচেয়ে বেশি ৫৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে নাসিকের লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে। এদের বিরুদ্ধে অভিযোগ, রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া বর্ধিত সময়ের মধ্যেও ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টর গঠন করে উঠতে পারেনি। পাশাপাশি ঋণ প্রদানের ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা না মানার মত গুরুতর অভিযোগও উঠেছে।
এরপর আরবিআই ২৮ লক্ষ টাকা জরিমানা করেছে মহারাষ্ট্রের সোলাপুর জনতা সরকারি ব্যাঙ্ক লিমিটেডকে। এদের বিরুদ্ধে সম্পূর্ণ অযোগ্য এক ব্যক্তিকে ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টরে নিযুক্ত করার অভিযোগ উঠেছে। পাশাপাশি ব্যাঙ্কটি ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত ঝুঁকি নিয়ে ঋণ প্রদান করেছে বলে জানিয়েছে আরবিআই।
উত্তরপ্রদেশের মথুরা ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ ব্যাঙ্ককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তাদের বিরুদ্ধে সম্পত্তি সংক্রান্ত রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ না মানার অভিযোগ উঠেছে।
নাবার্ড (NABARD)-এর নির্দেশিকা না মানায় কর্ণাটকের চিকমাগালুর ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ সেন্ট্রাল ব্যাঙ্ক লিমিটেডের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও ঋণ দেওয়ার নিয়ম লংঘন করায় তামিলনাড়ুর দিনদিগুল আর্বান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নাম শুনেই বুঝতে পারছেন যে ব্যাঙ্কগুলিকে আরবিআই জরিমানা করেছে তারা সকলেই সমবায় ব্যাঙ্ক। কিন্তু এরা প্রত্যেকেই যথেষ্ট প্রভাবশালী এবং ব্যবসার দিক থেকে বেশ বড়।
এদিকে ব্যাঙ্কগুলোকে মোটা টাকা জরিমানা করলেও গ্রাহকদের চিন্তার কিছু নেই। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, গ্রাহকরা আগের মতই তাঁদের অর্থ জমা রাখা এবং তোলার কাজ করতে পারবেন ব্যাঙ্কগুলো থেকে।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 ১ টাকা, ৫ টাকা, ১০ টাকার কয়েন নিয়ে সবাইকে সতর্ক করল RBI
👉 পশ্চিমবঙ্গে ঢুকেছে ১৩,৭৪৫ কোটি টাকা! সব টাকা এই কাজে লেগেছে
👉 ভোটের মুখে রাজ্য সরকারি কর্মীদের জন্য বিশেষ উপহার
👉 SBI-এর ATM কার্ডের চার্জ বেড়ে গেল! ইচ্ছে না করলেও দিতে হবে এত টাকা
👉 ন্যূনতম মজুরি বলে আর কিছু থাকবে না, এর বদলে লিভিং ওয়েজ চালু করবে সরকার
👉 সরকারের খরচ হবে ২৪০০ কোটি টাকা, কিন্তু লাভবান হবে ১৪ লাখ মানুষ