দোকান-বাজার সর্বত্র ১ টাকার ছোট কয়েন নিতে চাইছে না। এমনকি কিছু কিছু জায়গায় নতুন ৫ টাকার ছোট কয়েনটাও নিতে অস্বীকার করছে। বেশিরভাগেরই বক্তব্য, এই ছোট কয়েন বাজারে চলে না। অথচ আপনি পুরনো বড় ১ টাকার কয়েন দিলে দিব্যি নিয়ে নেয়। এদিকে ৫০ পয়সার কয়েন বা মুদ্রা তো কোথাওই চালানো যায় না।
মুখে মুখে রটে গিয়েছে, ৫০ পয়সার কয়েন নিষিদ্ধ করে দিয়েছে সরকার। কাউকে ছোট না করেই একটা বিষয় বলার, বর্তমানে আপনি যদি এই ৫০ পয়সার কয়েন বা ১ টাকার কয়েন কোনও ভিখিরিকে দেন তিনিও নেবেন না। উল্টে আপনার টাকা আপনার হাতেই ধরিয়ে দেবেন। তবে কি এই কয়েনগুলো সত্যি বাতিল হয়ে গিয়েছে? এই বিষয়ে তাদের অবস্থান ও বক্তব্য নিশ্চিত করে জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
শহরাঞ্চলের বড় বড় বাজার বা দোকানে এই সমস্যা কিন্তু বিশেষ একটা নেই। আর তাতেই অনুসন্ধান করতে গিয়ে দেখা গিয়েছে, অন্যান্য বহুক্ষেত্রের মত এই বিষয়েও মুখে মুখে ছড়িয়ে পড়া গুজবের দ্বারা প্রভাবিত হচ্ছেন গ্রাম ও মফস্বলের দোকানদার, পরিবহণ চালকরা। এই পরিস্থিতিতে বাজারে কোন কয়েনগুলো বৈধ আর কোন কয়েনগুলো অবৈধ তা বিবৃতি জারি করে পরিষ্কার জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
আরবিআই তাদের বিবৃতিতে জানিয়েছে, ২৫ পয়সার মুদ্রা বা কয়েন ও তার থেকে কম মূল্যমানের মুদ্রাগুলি এখনও পর্যন্ত অর্থনীতিতে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ১ পয়সা, ২ পয়সা, ৫ পয়সা, ১০ পয়সা, ২০ পয়সা ও ২৫ পয়সার কয়েনগুলো আর ভারতীয় অর্থব্যবস্থায় কার্যকরী নয়। এগুলোর উৎপাদন যেমন বন্ধ হয়েছে তেমনই কেউ এই মুদ্রাগুলির দ্বারা লেনদেন করতে পারবেন না।
কিন্তু ৫০ পয়সার কয়েন মোটেও নিষিদ্ধ করেনি রিজার্ভ ব্যাঙ্ক। তবে তারা ৫০ পয়সার মুদ্রা নতুন করে আর উৎপাদন করছে না। কিন্তু কারোর কাছে এই ৫০ পয়সার কয়েন থাকলে তিনি সেটা নিয়ে দিব্যি লেনদেন করতে পারবেন।
অপরদিকে ১ টাকার মুদ্রা আগের মতই তৈরি করা হচ্ছে এবং তা নির্দিষ্ট নিয়ম মেনে বাজারে ছাড়া হচ্ছে। শুধু যেটা হয়েছে তা হল, ১ টাকার কয়েনের সাইজ আগের থেকে ছোট হয়েছে। এর পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক নিয়মিত ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা ও ২০ টাকার কয়েন উৎপাদন করে এবং বাজারে ছাড়ে। ফলে এই কয়েনগুলোর মাধ্যমে যাবতীয় লেনদেন বৈধ।
এক্ষেত্রে যে ব্যবসায়ী, দোকানদার, পরিবহণ কর্মচারীরা নিতে অস্বীকার করবেন তাঁদের বিপদে পড়তে হবে। এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক কার্যত হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, কেউ যদি কোনও বৈধ মুদ্রা নিতে না চান তবে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বৈধ মুদ্রা বা নোট নিতে অস্বীকার করাটা আইনত অপরাধ। তাই যে দোকানদাররা ১ টাকার ছোট কয়েন দেখলে ফিরিয়ে দেন তাঁরা সাবধান হয়ে যান। না হলে কিন্তু আইন অনুযায়ী অভিযোগ জানালে রিজার্ভ ব্যাঙ্কের পাশাপাশি পুলিশ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ভারতীয় মুদ্রা আইন এবং ভারতীয় দণ্ডবিধির ৪৮৯ (এ) থেকে ৪৮৯ (ই) ধারায় এফআইআর দায়ের করা যেতে পারে।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 SBI-এর ATM কার্ডের চার্জ বেড়ে গেল! ইচ্ছে না করলেও দিতে হবে এত টাকা
👉 ন্যূনতম মজুরি বলে আর কিছু থাকবে না, এর বদলে লিভিং ওয়েজ চালু করবে সরকার
👉 সরকারের খরচ হবে ২৪০০ কোটি টাকা, কিন্তু লাভবান হবে ১৪ লাখ মানুষ
👉 পশ্চিমবঙ্গে ঢুকেছে ১৩,৭৪৫ কোটি টাকা! সব টাকা এই কাজে লেগেছে
👉 ব্যাঙ্ক থেকে টাকা তোলা যাবেনা, এতদিন টাকা লেনদেন না করলে
👉 ভোটের মুখে রাজ্য সরকারি কর্মীদের জন্য বিশেষ উপহার