স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই সাবধান! সবাইকে এই কথা জানালো SBI কর্তৃপক্ষ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জালিয়াতের খপ্পর থেকে গ্রাহকদের বাঁচাতে সবসময়ই কিছু না কিছু পদক্ষেপ করে চলেছে দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাঙ্ক SBI. কিন্তু জালিয়াতরা বর্তমানে ব্যাঙ্কের নাম করে এবং তাদের ওয়েবসাইটের হুবহু নকল করে ওয়েবসাইট বানিয়ে যেভাবে গ্রাহকদের ফাঁদে ফেলছে তাতে চিন্তা বেড়েছে।

এই পরিস্থিতিতে নির্দিষ্ট কটা বিষয় খেয়াল না রাখলে গ্রাহকদের বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক। এবার সেই বিষয়েই পদক্ষেপ করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারা সম্প্রতি প্রতিটা গ্রাহককে এসএমএস ও মেল পাঠিয়ে সতর্কতার নিশ্চিত পথগুলোর সন্ধান দিয়েছে।

ব্যাঙ্ক জালিয়াতরা প্রতিদিন নিজেদের কৌশল পরিবর্তন করছে। সাইবার বিশেষজ্ঞরা যত বেশি তাদের ছক ধরে ফেলছে ততই জালিয়াতরা মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর নিত্যনতুন রণকৌশল নিয়ে হাজির হচ্ছে। আর তাতেই চরম বিপদের মুখে দাঁড়িয়ে এসবিআই-র গ্রাহকরা। কারণ গ্রাহকদের ফাঁদে ফেলতে এবার জালিয়াতরাই স্বয়ং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রূপ ধরে হাজির হচ্ছে।

ব্যাঙ্কের নাম করে গ্রাহকদের এসএমএস পাঠাচ্ছে। তাতে পাঠানো লিঙ্কে ক্লিক করে আধার বা প্যান কার্ডের তথ্য দিতে বলছে। বহু গ্রাহক বুঝতে না পেরে সেই ফাঁদে পা দিয়ে সর্বশ্রান্ত হয়ে যাচ্ছেন।

এই বিপদ থেকে রক্ষা করতে সম্প্রতি এসবিআই নিজে তাদের প্রতিটি গ্রাহককে একটি দরকারি এসএমএস পাঠিয়েছে। তাতে পরিষ্কার জানিয়েছে- তাদের পক্ষ থেকে পাঠানো প্রতিটি বার্তায় অবশ্যই নিম্নলিখিত কোডগুলির মধ্যে একটি থাকবে। যেমন- sbink, sbiinb, sbyono, atmsbi, sbi/sb। এই কোডগুলির মধ্যে একটি যুক্ত থাকলে তবেই সেটাকে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষের পাঠানো আসল এসএমএস বলে ধরবেন। না হলে বুঝবেন এটা জালিয়াতদের কাজ।

আর‌ও কী কী সতর্কতা দিয়েছে SBI?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

স্টেট ব্যাঙ্ক তার গ্রাহকদের পাঠানো সর্তকতায় আরও যে বিষয়গুলো জানিয়েছে-

(1) স্টেট ব্যাঙ্ক কখনও তার গ্রাহকদের নির্দিষ্ট নম্বর থেকে এসএমএস করে না। তার বদলে উপরে উল্লেখিত কোডগুলোর মধ্যে কোন‌ও একটি উল্লেখ করে সেখান থেকে এসএমএস আসে।

(2) স্টেট ব্যাঙক কখনই এসএমএস-এ অনলাইন লিঙ্ক পাঠিয়ে তাতে ক্লিক করে KYC আপডেট করতে বলে না। বরং এই কাজের জন্য গ্রাহকদের ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করতে বলে।

(3) এসবিআই অন্য ব্যাঙ্কের গ্রাহকদের কখন‌ওই এসএমএস পাঠায় না। কেবলমাত্র নিজের ব্যাঙ্কের গ্রাহকদের তারা এসএমএস পাঠিয়ে থাকে।

(4) জালিয়াতদের পাঠানো লিঙ্কে ক্লিক করলে যে ওয়েবসাইট খুলে যায় তা দেখতে অনেকটা স্টেট ব্যাঙ্কের নিজস্ব ওয়েবসাইটের মত। কিন্তু ভাল করে খুঁটিয়ে দেখলে পার্থক্য বোঝা যায়। তাই ভুল করেও জালিয়াতের ওয়েবসাইটে গিয়ে কোন‌ও ব্যক্তিগত তথ্য জানাতে নিষেধ করেছে SBI.

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 গ্যাসের দাম ১০০ টাকা কমার পর আরো ৮০ টাকা ছাড়! এইভাবে নিন ফায়দা

👉 নগদ ২০০০ টাকা দেবে সরকার, এই কাগজপত্র থাকলেই আবেদন করা যাবে

👉 CAA আর NRC কি একই? এতে কি কারো নাগরিকত্ব যাওয়ার ভয় আছে?

👉 মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে? জানা গেল তারিখ

👉 এতদিন উত্তর ভারতে ছুটি থাকত, এবার পশ্চিমবঙ্গেও এইদিন ছুটি থাকবে

Leave a Comment