লক্ষ্মীর ভাণ্ডারের মতোই! এই প্রকল্পেও মাসে ১০০০ টাকা দেবে সরকার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এ যেন লক্ষ্মীর ভাণ্ডারের হুব হু রেপ্লিকা। দেশের আরও একটি রাজ্য বাংলার লক্ষ্মীর ভাণ্ডার’কে কপি করে মহিলাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করল। চালু হল ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’। এর ফলে মহিলারা মাসে ১,০০০ টাকা করে পাবেন। এখন প্রশ্ন হচ্ছে কোন রাজ্যে চালু হল এই নতুন প্রকল্প?

বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডারে প্রকল্প ইতিমধ্যেই ব্যাপক হিট হয়েছে। আর তাই দেশের অন্যান্য রাজনৈতিক দল ও অন্যান্য রাজ্যগুলির সরকার এই প্রকল্পের অনুসরণে তাদের নিজেদের রাজ্যে মহিলাদের জন্য অনুদানের ব্যবস্থা করছে।

এটি একদিক থেকে যেমন নারী ক্ষমতায়নের সহায়ক তেমনই রাজনীতির ময়দানেও সরকারি দলকে বিশাল মাইলেজ দিচ্ছে। সেই নিদর্শন সামনে রেখেই লোকসভা ভোটের আগে দিল্লির আপ সরকার নতুন বাজেট পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’র কথা ঘোষণা করেছে। এই প্রকল্পে দিল্লির মহিলারা প্রতিমাসে ১,০০০ টাকা করে অনুদান পাবেন বলে ঘোষণা করেছেন সে রাজ্যের অর্থমন্ত্রী অতশি মারলেনা।

উল্লেখ্য লক্ষ্মীর ভাণ্ডারে প্রকল্পে বাংলার সাধারণ শ্রেণির মহিলারা প্রথমে ৫০০ টাকা এবং SC, ST মহিলারা ১,০০০ টাকা করে অনুদান পেতেন। তবে এবারের বাজেটে সেই অনুদানের পরিমাণ বাড়িয়ে যথাক্রমে ১,০০০ টাকা ও ১,২০০ টাকা করা হয়েছে। এই বর্ধিত অনুদান আগামী মে মাস থেকে পেতে শুরু করবেন বাংলার মহিলারা। তবে দিল্লির আপ সরকার মহিলাদের মধ্যে শ্রেণিগত বিভাজন না করে সকলকেই ১,০০০ টাকা করে দেবে বলে জানিয়েছে।

মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা অনুদানের যে শর্ত রাখা হয়েছে তাতে দিল্লিতে বসবাসকারী প্রায় ৬৭ লক্ষ মহিলার মধ্যে প্রায় ৪৫-৫০ লক্ষ মহিলাই এই অনুদান পাবেন। এই প্রকল্পের শর্ত হিসেবে দিল্লি সরকার অনেকটা বাংলার পথ অনুসরণ করেছে। তারা জানিয়েছে, যে মহিলারা আয়কর দেন, সরকারি বা বেসরকারি চাকরি করেন অথবা অন্য কোন‌ও সরকারি প্রকল্পে অন্তর্ভুক্ত তাঁরা মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনার ১০০০ টাকা পাবেন না। এই বাইরে থাকা বাকি সকল মহিলাকে এই অনুদান দেওয়া হবে।

বিরোধীরা বলছে, লোকসভা ভোটের আগে এটি রাজ্যের মানুষকে সন্তুষ্ট করার একটি চেষ্টা। এদিকে মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা অধীনে মাসিক অনুদানের কথা ঘোষণা করা হলেও তা কোন মাস থেকে দিল্লির মহিলারা পাবেন সেই বিষয়ে স্পষ্ট করে এখনও কিছু জানানো হয়নি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 ৬ বছর পর বেতন বাড়ল ৭৫০ টাকা, আবার আন্দোলনের হুশিয়ারি এইসমস্ত কর্মীদের

👉 ২০০০ এর বেশি নতুন চাকরির ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের! কোথায় কত নিয়োগ?

👉 বিনিয়োগের ‘৫৫৫ রুল’ মানলে হাতে আসবে টাকা আর টাকা

👉 গ্যাসের দাম ১০০ টাকা তো কমলোই, সেইসাথে রান্নার গ্যাস নিয়ে আরো ১ সুখবর

👉 আরো কম দামে মিলবে রান্নার গ্যাস, নারী দিবসে বিরাট ঘোষণা মোদির

Leave a Comment