৬ বছর পর বেতন বাড়ল ৭৫০ টাকা, আবার আন্দোলনের হুশিয়ারি এইসমস্ত কর্মীদের

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১/৮: ৬ বছর পর বেতন বাড়ল মাত্র ৭৫০ টাকা! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সকালেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে রাজ্যের আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বা বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন। ছ’বছর পর এই যৎসামান্য বেতন বৃদ্ধির ঘোষণায় মোটেই সন্তুষ্ট নন আশা কর্মীরা।

২/৮: বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে ১ মার্চ থেকে কর্ম বিরতি পালন করছিলেন এই আশা কর্মীরা। তাঁদের সেই দাবির কিছুটা মেনে রাজ্য সরকার ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। এই সামান্য বৃদ্ধিতে সন্তুষ্ট না হলেও গোটা বিষয়টিতে তাঁদের আন্দোলনের জয় হয়েছে দাবি জানিয়ে কর্মবিরতি তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ আশা কর্মী সংগঠন। তবে একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তাঁরা জানিয়েছেন, বাকি দাবিদাওয়া দ্রুত পূরণ না হলে লোকসভা নির্বাচনের পর আবার তাঁরা কর্ম বিরতির পথে হাঁটবেন।

৩/৮: আশা কর্মীরা আগে সাড়ে তিন হাজার টাকা মাসিক ভাতা পেতেন। ২০১৮ সালে ১,০০০ টাকা ভাতা বৃদ্ধির পর তা বেড়ে হয় সাড়ে চার হাজার টাকা। এই মূল্যবৃদ্ধির বাজারে গত ৬ বছর ধরে যৎসামান্য টাকাটুকু নিয়েই কাজ করছিলেন আশা কর্মীরা। এই সামান্য বেতনেই স্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি নিয়ে তাঁরা করোনাকালে প্রতিটি মানুষকে পরিষেবা দিয়েছেন।

৪/৮: পরিষেবা দিতে গিয়ে বহু আশা কর্মী করোনায় আক্রান্ত হয়ে মারাও গিয়েছেন। তারপরেও সরকার তাঁদের প্রতি সদয় নয় বলে আশা কর্মীদের অভিযোগ। কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এক প্রকার আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হন আশা কর্মীরা।

৫/৮: গত ১ মার্চ থেকে তাঁরা কর্ম বিরতি শুরু করেন, ফলে তৃণমূল স্তরের স্বাস্থ্য পরিষেবা কার্যত ভেঙে পড়ার জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল। লোকসভা ভোটের আগে আশা কর্মীদের এই আন্দোলন রাজ্য সরকারের অস্বস্তি বাড়াচ্ছিল ক্রমশ।

৬/৮: আশা কর্মীদের অভিযোগ করোনার সময় পরিষেবা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার তাদের প্রত্যেককে ১৫ হাজার টাকা বিশেষ ভাতা দেওয়ার কথা জানালেও পুরো টাকা পাওয়া যায়নি। এছাড়া করোনার সময় পরিষেবা দিতে গিয়ে রাজ্যের ১০,০০০ আশা কর্মী কোভিডে আক্রান্ত হয়েছিলেন

৭/৮: রাজ্য সরকার ঘোষণা করেছিল, করোনা আক্রান্ত আশা কর্মীদের ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। অভিযোগ, মেরে কেটে মাত্র ৫০০ আশা কর্মী ওই ১ লক্ষ টাকার অনুদান পেয়েছেন। বাকি ৯,৫০০ আশা কর্মীকে প্রতিশ্রুতিমত অনুদানের অর্থ দেয়নি রাজ্য সরকার।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৮/৮: পাশাপাশি প্রতিবছর ৩ শতাংশ ভাতা বৃদ্ধি, কেন্দ্রের পাঠানো প্রকল্প ভিত্তিক বিশেষ ভাতা নির্দিষ্ট সময়ে দেওয়া, জিটিএ এলাকার আশা কর্মীদের যাতায়াতের ভাতা দেওয়ার মত দাবিতে কর্ম বিরতি শুরু হয়েছিল। তার একটি অংশ রাজ্য সরকার মেনে নেওয়ায় তাঁরা আপাতত কর্মবিরতি প্রত্যাহার করেছেন।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 গ্যাসের দাম ১০০ টাকা তো কমলোই, সেইসাথে রান্নার গ্যাস নিয়ে আরো ১ সুখবর

👉 আরো কম দামে মিলবে রান্নার গ্যাস, নারী দিবসে বিরাট ঘোষণা মোদির

👉 কেউ ৫০০ টাকা কেউ ৭৫০ টাকা বেশি পাবেন! হাজার হাজার মহিলাদের খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী

👉 ১ এপ্রিল থেকে মিশে যাচ্ছে এই দুটি ব্যাঙ্ক, ছাড়পত্র দিয়েছে RBI

👉 আর দরকার নেই PhonePe, Google Pay! ফ্লিপকার্ট থাকলেই হবে সব কাজ

Leave a Comment