লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান দ্বিগুণ হয়ে গিয়েছে সেটা এতদিনে সকলেই জেনে গিয়েছি আমরা। স্বাভাবিকভাবেই বাংলার মহিলারা প্রবল খুশি। কিন্তু তারপরেও ফেব্রুয়ারি মাসে কারোর অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত অর্থ ঢোকেনি। এমনকি মার্চ মাসেও তা অ্যাকাউন্টে ঢুকবে না। ফলে বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি দেখা দিয়েছে। কারণ বহু মহিলা ভেবেছিলেন রাজ্য বাজেটে ঘোষণার ফলে মার্চ মাস থেকেই তাঁরা ১,০০০ বা ১,২০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান পাবেন।
রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়িয়ে দ্বিগুণ করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এর ফলে সাধারণ শ্রেণির মহিলাদের মাসিক ভাতা ৫০০ টাকা থেকে বেড়ে ১,০০০ টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি (SC ও ST) মহিলাদের ১,০০০ টাকা থেকে ভাতা বেড়ে ১,২০০ টাকা হয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন, এর ফলে রাজ্যের ২ কোটি ১১ লক্ষ মহিলা উপকৃত হবেন।
কিন্তু এই ঘোষণার পরেও লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত অর্থ না পেয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন। তাঁরা কিছুই বুঝতে পারছেন না। এই প্রতিবেদনটায় সেই বিষয়ে যাবতীয় বিভ্রান্তি দূর করব আমরা।
কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি টাকা পাবেন মহিলারা?
৮ ফেব্রুয়ারি বিধানসভা বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন। তবে এই সুবিধা এক্ষুণি চালু হচ্ছে না। এপ্রিল মাস থেকে এই সুবিধা পেতে শুরু করবেন বাংলার মহিলারা। অর্থাৎ মে মাসে প্রথম বর্ধিত হারে ভাতা ঢুকবে বাংলার মা-বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ফলে আপনাকে আরও দুটো মাস অপেক্ষা করতে হবে।
এখন প্রশ্ন হল লক্ষ্মীর ভাণ্ডারের এই অতিরিক্ত ভাতা পাওয়ার জন্য মহিলাদের কী করতে হবে? এর জন্য আলাদা করে কোন কোন নথি জমা দিতে হবে?
লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত ভাতা এপ্রিল মাস থেকে কার্যকরী হবে, যা মে মাস থেকে হাতে পাবেন বাংলার মহিলারা। উল্লেখ্য ২৫ থেকে ৬০ বছর বয়সী বাংলার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পেয়ে থাকেন। ২০২১ সালে এই প্রকল্প চালু হয়েছিল। ক্রমশ এর উপভোক্তার সংখ্যা বেড়েছে। এবার লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানও দ্বিগুণ করে দিল রাজ্য সরকার।
আগামী মে মাস থেকে সাধারন শ্রেনির মহিলারা মাসে ৫০০ টাকার বদলে ১০০০ টাকা এবং SC, ST শ্রেনির মহিলারা ১০০০ টাকার বদলে ১২০০ টাকা পাবেন। এর জন্য আলাদা করে কোথায় কোনো কাগজ জমা করার দরকার নেই। আপনাআপনি এই টাকা প্রতি মাসে আগের মতোই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে।
এদিকে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে বার্ধক্য ভাতাকেও দুর্দান্তভাবে জুড়ে দিয়েছে মমতা সরকার। এখন থেকে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের বয়স ৬০ বছর হলেই তাঁদের নাম স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতার তালিকাভুক্ত হয়ে যাবে। এর জন্য আলাদা করে আবেদন করতে হবে না।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 আর লাগবেনা ৯০০ টাকা! এবার মাত্র ৫০০ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার
👉 আবার DA! লোকসভা ভোটের আগেই বাড়ছে ডিএ, তবে রাজ্যের কর্মীদের জন্য না
👉 ১০,৬৯২ কোটি টাকা পেল আমাদের রাজ্য! কিসের জন্য এলো এত টাকা?
👉 এটিই এই কোম্পানির শেষ ফোন! আর কোনো ফোন লঞ্চ হবেনা
👉 চাকরি থাক বা না থাক, এই ৫ টি কাজ করলে টাকার অভাব হবেনা
👉 ১৫ মার্চের পর কী হবে? পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত