বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। মার্চ মাস পড়তেই কলকাতায় আরও দামি হয়ে গেল এলপিজি সিলিন্ডার। ফলে আবারও বাড়ল রান্নার খরচ। সামনে ভোট থাকায় অনেকেই ভেবেছিলেন গ্যাসের দাম বাড়বে না। কিন্তু শেষ পর্যন্ত সেই অনুমান ভুল প্রমাণ করে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো ১ মার্চ থেকেই বাড়িয়ে দিল গ্যাস সিলিন্ডারের দাম।
ইন্ডিয়ান অয়েলের তালিকা অনুযায়ী ১ মার্চ অর্থাৎ শুক্রবার থেকে কলকাতায় ২৪ টাকা দামি হয়ে গেল রান্নার গ্যাস। তবে চিন্তা নেই, এর জন্য আমজনতার হেঁশেলে সরাসরি প্রভাব পড়বে না। কারণ এবারেও বাড়ানো হয়েছে ভর্তুকিবিহীন ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম।
কলকাতায় ২৪ টাকা দাম বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার পিছু। এই বর্ধিত দামেই এখন গ্যাস সিলিন্ডার কিনতে হবে। ঘটনা হল প্রতিমাসের ১ তারিখ রান্নার গ্যাস সিলিন্ডার, পেট্রোল-ডিজেল, সিএনজি সহ নানান জ্বালানির দাম পর্যালোচনা করে তেল কোম্পানিগুলো। ১ মার্চ’ও তাই হয়েছে। আর তাতেই শুক্রবার মধ্যরাত পড়তেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম শহর ভেদে ২০-২৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়লেও সাধারণ মানুষের ততটা অসুবিধা হবে না এই বিষয়টি জেনে নিশ্চয়ই আপনি বিস্মিত হচ্ছেন? আসলে ১৪.২ কেজির লাল রঙের বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। দাম বেড়েছে ১৯ কেজির নীল রঙের বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের।
এর ফলে ১ মার্চ থেকে কলকাতায় রান্নার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৪ টাকা বেড়ে হল ১,৯১১ টাকা। যা ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল ১,৮৮৭ টাকা। এদিকে চেন্নাইয়ে দাম বেড়েছে ২৩.৫০ টাকা, ফলে সেখানে নতুন দাম হয়েছে ১,৯৬০.৫০ টাকা। অপরদিকে বাণিজ্য নগরী মুম্বইয়ে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ২৫.৫০ টাকা। সেখানে নতুন দাম হয়েছে ১,৭৪৯ টাকা।
রান্নার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ায় খরচ বাড়বে হোটেল, রেস্তোরাঁ, অফিস ক্যান্টিন, স্কুল-কলেজের ক্যান্টিন, ফাস্টফুড সেন্টার ইত্যাদির। গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির এই প্রভাব সরাসরি বাড়ির হেঁশেলে না পড়লেও ঘুরপথে তা প্রভাবিত করতে পারে আমজনতাকে। কারণ বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ায় বিভিন্ন রেস্তোরাঁ, ক্যান্টিন, ফাস্টফুড সেন্টার তাদের খাবারের দাম বাড়াতে পারে। এর ফলে খরচা বাড়বে ক্রেতাদের।
এদিকে রান্নার বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিলেও বাড়ির গ্যাস সিলিন্ডারের দাম গত মাসের মতই অপরিবর্তিত আছে। উল্লেখ্য গত ৩০ অগস্ট ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার পিছু ২০০ টাকা করে দাম কমিয়েছিল তেল কোম্পানিগুলো। তারপর থেকে দামে আর কোনও পরিবর্তন হয়নি। সেই ধারা মার্চ মাসেও বজায় থাকল।
সংশ্লিষ্ট মহলের অনুমান, মে মাস পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে। ফলে কলকাতায় বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডার এই মাসেও ৯২৯ টাকায় পাওয়া যাবে।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 সরকারি কর্মীদের মন ভালো করে দিল সরকার, ১১ বছর পর এমনটা হল
👉 প্রতি মাসে মিলবে ১২,০০০ টাকা বেতন! ভোটের আগেই বিরাট চাকরির ঘোষনা
👉 ১ মার্চ থেকে বদলে গেল এই ৫ টি নিয়ম! ঝামেলা থেকে বাচতে একে একে দেখুন
👉 এই গ্রামে থাকলে নগদ ১৫ লাখ টাকা পাবেন! সেইসাথে ফ্রি গাড়ি, বাড়ি ও চাকরি
👉 মাত্র ২০০০ টাকা দিলেই নিজের মতো বাড়ি! নতুন প্রকল্প আনল প্রশাসন