ভারতে বহু স্থানে B.ED কোর্সের সরকারি ও বেসরকারি কলেজ রয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে ২৪০ টি বেসরকারি কলেজ ও ৬ টি সরকারি কলেজ রয়েছে। B.ED কলেজগুলিকে NCRT বোর্ড দ্বারা ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়ের আওতায় আনা হয়েছে। আগে B.ED কোর্স শিক্ষক পদে পরীক্ষায় বসার জন্য বাধ্যতামূলক ছিলনা, কিন্তু বর্তমান দিনে B.ED কোর্স শিক্ষক পদে পরীক্ষায় বসার জন্য বাধ্যতামূলক হয়ে গেছে। B.ED কোর্স করতে গেলে স্নাতকে আর্টস/সাইন্স/কমার্স বিভাগ থেকে 50 শতাংশ নাম্বর পেতে হবে।
B.ED কী?
B.ED হল একটি শিক্ষা প্রতিষ্ঠানিক কোর্স, যেখানে শিক্ষার্থীরা শিক্ষক বা শিক্ষিকা হওয়ার পর স্কুলের ছাত্র ছাত্রীদেরকে কিভাবে পড়াবে, কিভাবে বোঝাবে, কিভাবে ছাত্রছাত্রীদের সাথে আচার আচরণ করবে প্রভৃতি বিষয়ের সম্পর্কে শিক্ষা প্রদান করা হয়ে থাকে। B.ED কোর্স শেষ হওয়ার সাথে সাথেই শিক্ষার্থীরা শিক্ষক বা শিক্ষিকার কি ধরনের আচার আচরণ হওয়া দরকার তা পুরোটায় আয়ত্ত করে নেই। B.ED কোর্সের ক্ষেত্রে হাতের কাজ ও দক্ষতার উপর বেশি জোর দেয়।
B.ED এর সম্পূর্ণ নাম কী?
B.ED এর সম্পূর্ণ নাম হল Bachelor of Education, B.ED এর বাংলায় অর্থ হল শিক্ষায় স্নাতক।
B.ED কলেজে শিক্ষার্থী নির্বাচন কিভাবে হয়?
স্নাতক পাশ ছাত্র-ছাত্রীরা B.ED কোর্স করার জন্য সরকারী ও বেসরকারি ভাবে ভর্তি হতে পারে। সরকারী ও বেসরকারি B.ED কলেজে ভর্তি হতে গেলে অনলাইনে ফর্ম ফিলাপ করতে হয়। এরপর নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট বার হয়, আর এই মেরিট লিস্টের উপর ভিত্তি করেই ভর্তি হয়।
B.ED কলেজে শিক্ষার্থী ফি কত?
সরকারি ও বেসরকারি B.ED কলেজে শিক্ষার্থীকে টাকা দিয়ে ভর্তি হতে হয়। সরকারি B.ED কলেজে শিক্ষার্থী ভর্তি ফি 30,000 থেকে 35,000 টাকা, বেসরকারি B.ED কলেজে শিক্ষার্থী ভর্তি ফি 70,000 থেকে 1,50,000 টাকার মধ্যে।
B.ED কোর্স করতে কত বছর সময় লাগে?
B.ED কোর্স করতে শিক্ষার্থী দুই বছর সময় লাগে। কিন্তু বর্তমানে স্নাতক পাশের সাথে B.ED কোর্স একসাথে করে দেওয়ার ফলে স্নাতক ও B.ED কোর্স মিলিয়ে মোট চার বছর সময় লাগে।
B.ED কোর্সে করে কি কি চাকরি (কাজ) পাওয়া যায়?
B.ED কোর্স করে যে সব কাজের সুবিধা পাওয়া সেগুলি হল
১) B.ED কোর্স করা থাকলে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রাইমারী (I-IV), আপার প্রাইমারী (V-VIII) ও SLST (IX-XII) স্কুলের ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা হওয়ার যায়।
২) B.ED কোর্স করা থাকলে সেন্ট্রালে প্রাইমারী (I-IV), আপার প্রাইমারী (V-VIII) ও SLST (IX-XII) স্কুলের ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা হওয়ার যায়।
৩) B.ED কোর্স করা থাকলে রাজ্য সরকার WBPSC এর মাধ্যমে
সাব-ইনস্পেক্টর অফ স্কুল অর্থাৎ এস.আই হওয়া যায়।
৪) B.ED কোর্স করা থাকলে মাদ্রাসা স্কুলে ইনস্পেক্টর হওয়া যায়।
৫) B.ED কোর্স করার পর M.ED কোর্স করে নিলে অধ্যাপক হওয়ার সুযোগ পাওয়া যায়।
৬) B.ED কোর্স করা থাকলে নবোদয় বিদ্যালয়, আর্মি পাবলিক স্কুলে শিক্ষক বা শিক্ষিকা হওয়ার সুযোগ পাওয়া যায়।
৭) B.ED কোর্স করা থাকলে এম.এস.কে স্কুলে শিক্ষক বা শিক্ষিকা হওয়ার সুযোগ পাওয়া যায়।
৮) B.ED কোর্স করা থাকলে নিজস্ব স্কুল খোলার সুযোগ রয়েছে।
৯) B.ED কোর্স করা থাকলে অনলাইনে টিচিং করার সুযোগ রয়েছে।
১০) B.ED কোর্স করার পর M.ED কোর্স করে নিলে B.ED কলেজে পড়ানো সুযোগ রয়েছে।