৩০ নভেম্বর লাস্ট ডেট! তারপর এইসব লোকেদের রেশন কার্ড বন্ধ হয়ে যাবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৩০ নভেম্বর শেষ তারিখ। তারপরে আর দেওয়া হবে না রেশন। এমনকি রেশন কার্ড বাতিল হয়ে যাবে। কারণ, আপনার রেশন কার্ডে যদি এখনও পর্যন্ত ই-কেওয়াইসি না করে থাকেন, তাহলে আপনিও পোহাতে পারেন এই সমস্যা। দেশের কোটি কোটি রেশন কার্ডধারীদের জন্য তাই বড়সড় আপডেট দিল রাজ্য সরকার।

রাজ্যের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ৩০ নভেম্বরের মধ্যেই ই-কেওয়াইসি বাধ্যতামূলক। এমনকি, সময়সীমা পেরোলে বিনামূল্য রেশন বন্ধ হয়ে যাবে। পাশাপাশি রেশন কার্ডটিকে নিষ্ক্রিয় করে দেওয়া হতে পারে। আর এই ঘোষণার পর থেকে সাধারণ মানুষের মধ্যে বেড়েছে দুশ্চিন্তা।

কোথা থেকে দেওয়া হল এরকম নির্দেশ?

আসলে সম্প্রতি উত্তরাখন্ড জেলা সরবরাহ কর্মকর্তা মুকেশ কুমার এ বিষয়ে জানিয়েছেন যে, দুই সপ্তাহ আগে দেরাদুনের কমিশনার খাদ্য ও নাগরিক সরবরাহ বিভাগ থেকে গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবারের সমস্ত সদস্যের ই-কেওয়াইসি না হলে বিনামূল্য রেশন পরিষেবা বন্ধ হয়ে যাবে। এমনকি রেশন কার্ডও অকার্যকর হয়ে যাবে।

সরকারের মূল লক্ষ্য একটাই, ভুয়ো নাম, ডুপ্লিকেট রেশন কার্ড আর জালিয়াতি এবং অপব্যবহার বন্ধ করে তোলা। কারণ, বহু বছর ধরে দেখা যাচ্ছে, একই পরিবারের একাধিক কার্ড রয়েছে। এমনকি মৃত ব্যক্তিরাও রেশনের পরিষেবা নিচ্ছে।

কোথায় এবং কীভাবে করবেন এই ই-কেওয়াইসি?

ই-কেওয়াইসি করার জন্য আপনার কাছে থাকতে হবে রেশন কার্ড, আধার কার্ড এবং সংশ্লিষ্ট পরিবারের সদস্যকে। এর জন্য নিকটতম কোনও রেশন দোকানে গিয়ে ই-পস মেশিনের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফাই করেই আপনি ই-কেওয়াইসি করে নিতে পারবেন। এছাড়া ঘরে বসে অনলাইনে নিজের মোবাইল থেকেই তা করে নিতে পারবেন।

এদিকে সরকারের পরিসংখ্যানে আরও চমক দিচ্ছে। কারণ, শুধুমাত্র উত্তরাখণ্ডের রায়পুর জেলাতে ২২.২২ মিলিয়ন মানুষের এখনো পর্যন্ত রেশন কার্ডে নাম থাকা সত্ত্বেও কেওয়াইসি সম্পন্ন করেছে মাত্র ১৮.১ মিলিয়ন মানুষ। অর্থাৎ, ৪.৫ মিলিয়ন মানুষ এখনো পর্যন্ত এই ই-কেওয়াইসি সম্পন্ন করতে পারেনি। তাদের জন্য শেষ তারিখ দেওয়া হয়েছে ৩০ নভেম্বর।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুনঃ নতুন আধার অ্যাপ ফোনে ডাউনলোড করে রাখুন, তার আগে জেনে নিন এর সুবিধা

ই-কেওয়াইসি করলে কী কী সুবিধা পাওয়া যাবে?

আসলে সরকারের মতে, যদি ই-কেওয়াইসি করা হয় তাহলে ভুয়ো রেশন কার্ডগুলিকে ধরা যাবে এবং লিস্ট থেকে মৃত ও অনুপস্থিত মানুষের নাম বাদ পড়বে। পাশাপাশি প্রকৃত সুবিধাভোগীরা একমাত্র রেশনের সুবিধা পাবে এবং পরিবারের সমস্ত সদস্যদের সঠিক তথ্য সরকারের কাছে থাকবে। তাই আপনি যদি ই-কেওয়াইসি না করে থাকেন, তাহলে অবশ্যই সময়সীমার মধ্যে গিয়ে করে নিন। 

Leave a Comment